ব্লুমুন ২০২০: হ্যালোইনের রাতের নীল চাঁদের জোরাল প্রভাব কাদের ওপর পড়বে! জানুন রাশিফলে
অক্টোবরের আসন্ন পূর্ণিমা এবার এক মহাজাগতিক বিষয়কে তুলে ধরতে চলেছে। এই পূর্ণিমাতে কয়েকদিন বাদেই লক্ষ্মীপুজো সম্পন্ন হবে। অন্যদিকে, পশ্চিমীদেশগুলি এই সময় হ্যালোইন পালন করবে। এমন এক সময় ২০২০ অক্টোবরে (October) ব্লুমুন (Blue moon) আসন্ন। দেখে নেওয়া যাক এর প্রভাব রাশিতে সবচেয়ে পড়েছে।

বৃষ
ব্লুমুনের প্রভাবে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় প্রভাব বিস্তার করতে পারে। নিজের ভিতর আটকে থাকা আবেগ এই সময় বেরিয়ে পড়তে পারে। তবে ঝগড়ায় জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা আসবে । তাকে এড়িয়ে চলতে হবে।

সিংহ
নিজের কেরিয়ারের দিকে মন দিন। এমন বহু পরিস্থিতি আসবে যখন নিজের কেরিয়ারের দিকে এই সময়টা নজর দিতে আপনি বাধ্য হবেন। নিজের বর্তমান কাজে মনোনিবেশ করুন।

বৃশ্চিক
বৃশ্চিক রাশিত জাতক জাতিকাদের জীবনে এই সময়টি বড়সড় পরিবর্তন আনতে চলেছে। আশপাশের মানুষের সঙ্গে সুসম্পর্ক যথার্থ রেখে চলুন। আপনার বহু সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব অনুভব করতে পারবেন।

কুম্ভ
হ্যালোইনের সময় ব্লু মুন। এই সময়টিই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এই সময় আপনারা জ্ঞান আহরণ করতে পারবেন । যা জীবনকে সমৃদ্ধ করবে।

করোনার বিরুদ্ধে লড়াইকে কুর্নিশ! থানার আইসিদের বিজয়ার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের