For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুক্রবার করুন কিছু বিশেষ উপায়, কেটে যাবে জীবনের সব আর্থিক বাধা

শুক্রবার করুন কিছু বিশেষ উপায়, কেটে যাবে জীবনের সব আর্থিক বাধা

Google Oneindia Bengali News

জ্যোতিষ ও পুরাণ মতে সপ্তাহের প্রতিটি বার কোনও না কোনও ভগবানের জন্য উৎসর্গ করা হয়ে থাকে। বৃহস্পতিবারকে লক্ষ্মী বার বলা হয়ে থাকলেও শুক্রবারকেও মা লক্ষ্মীর বিশেষ বার হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, শুক্রবার সন্তোষী মায়ের বার হিসেবেও বিবেচিত হয়। প্রতি শুক্রবার কিছু বিশেষ কিছু উপায় করলেই দূর হবে জীবনের সকল বাধা বিপত্তি। শুধু তাই নয়, শুক্রবার ভাগ্য পরিবর্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে মনে করা হয়। তাই এই দিন করা কিছু কাজের ফলে দূর হতে পারে জীবনের সকল প্রকার আর্থিক বাধা । মা লক্ষ্মীর কৃপা পেতে পুজোর সঙ্গে শুক্রবার সন্ধেবেলা কোন কোন উপায় করলে জীবনে আর্থিক সমৃদ্ধি লাভ হয় জেনে নেওয়া যাক।

শুক্রবার সন্ধ্যার মহত্ব

শুক্রবার সন্ধ্যার মহত্ব

জ্যোতিষশাস্ত্র মতে, শুক্রবার সন্ধ্যায় সম্পদের দেবী লক্ষ্মী স্বয়ং গৃহে অবস্থান করেন। এই সময় ধন-সম্পদের ক্ষেত্রে কোনও জাতক বা জাতিকার রাশিফলে অশুভ যোগ তৈরি হয়ে থাকলে তা দূর হয়। শুধু তাই নয়, অর্থ উপার্জনে যে বাধা আসছে তা থেকে মুক্তি পেতেও সহায়ক হয়।

 ঘিয়ের প্রদীপ জ্বালানো

ঘিয়ের প্রদীপ জ্বালানো

শুক্রবার একটি দিন যেটি মা লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। এ দিন সন্ধ্যায় বাড়ির মূল ফটকের দু'পাশে ঘিয়ের প্রদীপ জ্বালালে তা খুব শুভ বলে মনে করা হয়।পর পর ১২টি শুক্রবার এই উপায় করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়। আর মা লক্ষ্মীর কৃপাও লাভ হয়।

সন্ধ্যায় লক্ষ্মীর আরতি

সন্ধ্যায় লক্ষ্মীর আরতি

শুক্রবার সন্ধ্যাবেলায় পরিবারের সকল সদস্য একসঙ্গে ঠাকুরঘরে গিয়ে কর্পূর জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আরতির পর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করতে হবে। সেক্ষেত্রে সাদা মিষ্টি নিবেদন করা খুব শুভ।

বিনামূল্যে জিনিস নেওয়া

বিনামূল্যে জিনিস নেওয়া

মা লক্ষ্মীকে সম্পদের দেবী রূপে পুজো করা হয়। তাই শুক্রবার এমন কোনও কাজ করতে নেই যাতে দেবী লক্ষ্মী রুষ্ট হন। বিশেষত এই দিন কারও কাছ থেকে অর্থ ছাড়া বিনামূল্যে কোনও জিনিস নেওয়া উচিত নয়। এতে পরিবারের সদস্যদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এছাড়াও শুক্রবার ঋণ নেওয়া ঠিক নয়, এর ফলে জীবনের ইতিবাচক শক্তি হারিয়ে যায়।

ঈশান কোনে প্রদীপ

ঈশান কোনে প্রদীপ

শুক্রবার সন্ধ্যায় সূর্যাস্তের পরে বাড়ির ঈশান কোনে সাতটি শিখা বিশিষ্ট প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঘিয়ের প্রদীপে সম্ভব হলে সামান্য কেশর বা জাফরান দিয়ে দিলে ভাগ্যের চাকা নিমেষে ঘুরে যায়। প্রতি শুক্রবার এই কাজটি করলে জীবনে ধন সম্পত্তির জোয়ার আসে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

তৈরি হচ্ছে পঞ্চগ্রহী যোগ! নির্বাচনের ফলাফলের ওপর কী প্রভাব পরতে চলেছে, দেখে নিন তৈরি হচ্ছে পঞ্চগ্রহী যোগ! নির্বাচনের ফলাফলের ওপর কী প্রভাব পরতে চলেছে, দেখে নিন

English summary
blessings of goddess lakshmi can be obtained by these special works on friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X