For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনা-অর্থ সুরক্ষিত রাখবেন কীভাবে! জানুন 'লকার' ঘিরে কয়েকটি বাস্তু টিপস

সোনা আর অর্থের নিরাপত্তা সকলের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বৈভব নয়, সোনার প্রয়োজনীয়তা দুঃসময়েও এসে যায়। তাই অর্থ আর মহামূল্যবান গয়নাকে লকারে সযত্নেই রাখা হয়।

  • |
Google Oneindia Bengali News

সোনা আর অর্থের নিরাপত্তা সকলের কাছেই গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বৈভব নয়, সোনার প্রয়োজনীয়তা দুঃসময়েও এসে যায়। তাই অর্থ আর মহামূল্যবান গয়নাকে লকারে সযত্নেই রাখা হয়। বাস্তুশাস্ত্র জানাচ্ছে কীভাবে সুরক্ষিত রাখা যায় লকারকে।

যে ঘরে লকার থাকবে তার আকার

যে ঘরে লকার থাকবে তার আকার

যে ঘরে লকার থাকবে,সেই ঘর বিশেষ কোনও আকারে না গড়ার শ্রেয়। ঘরের য়ে অংশে লকার থাকবে, তার দুপাশের মধ্যের 'গ্যাপ' যেন সমান থাকে। অন্যান্য ঘরের মতোই এই ঘরের উচ্চতাও সমান হওয়া প্রয়োজন।

[আরও পড়ুন:সন্তানের বিয়ে ঠিক করছেন! তাঁর সুখী দাম্পত্যের জন্য বিয়ের কার্ডে কী রাখতে হবে জেনে নিন][আরও পড়ুন:সন্তানের বিয়ে ঠিক করছেন! তাঁর সুখী দাম্পত্যের জন্য বিয়ের কার্ডে কী রাখতে হবে জেনে নিন]

লকার কোন দিকে থাকবে!

লকার কোন দিকে থাকবে!

বাড়ির কোনদিকে লকার রাখবেন , তা নিয়েও রয়েছে বেশ কয়েকটি টিপস। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন বাড়ির লকার বা আলমারি দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম, বা দক্ষিণ-পূর্বে রাখা শুভ। এতে গৃহস্থের সদস্যরা বেশ সুখী হন।

[আরও পড়ুন:বাতিল ইলেকট্রনিক্স থেকেও আসতে পারে বিপদ! কী বলছে এই শাস্ত্র][আরও পড়ুন:বাতিল ইলেকট্রনিক্স থেকেও আসতে পারে বিপদ! কী বলছে এই শাস্ত্র]

কোন জায়গায় রাখবেন লকার?

কোন জায়গায় রাখবেন লকার?

ঘরের দেওয়ালের থেকে এক ইঞ্চি ফারাক রেখে , রেখে দিন দেওয়াল। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , দেওয়ালের গায়ে আলমারি লাগিয়ে রাখা একদমই উপযুক্ত নয়।

[আরও পড়ুন:শরীরের কোথায় তিল থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে! জেনে নিন][আরও পড়ুন:শরীরের কোথায় তিল থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে! জেনে নিন]

দরজা কোন দিকে থাকবে ?

দরজা কোন দিকে থাকবে ?

যে ঘরে লকার থাকবে, তার দরজা যেন 'শাটার ডোর' হয়। এমনই পরামর্শ বাস্তুশাস্ত্রবিদদের। এই ঘরটির দরজা উত্তর বা পূর্বদিকে হওয়া প্রয়োজন।তবে দক্ষিণ দিকের কোনও অংশে এই বিশেষ ঘরটির দরজা হওয়া উচিত নয়। সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

ঘরের রঙ

ঘরের রঙ

যে ঘরে লকার থাকে , তার রক্ষ হলুদ হওয়া বাঞ্ছনীয় । এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদদরা। এম কি লকারের রঙ বা আলমারির রঙ হলুদ ঘেঁসা হলে, তাও পরিবারের পক্ষে মঙ্গলজনক বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

English summary
Locker room is one of the most important rooms in the house and determines the prosperity and affluence of the house. While determining the position of the locker room, there are a number of considerations you need to make. According to vastu shastra, locker room should be ideally located in north direction of the house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X