ভাই-বোনের সম্পর্কে চিড় ধরছে! ভাইফোঁটার আগে দেখে নিন কিছু বাস্তু টিপস
ভাইবোনের মধ্যে খুনসুটি , ঝগড়া, লেগে থাকেই। তবে সেই ঝগড়ার ধরন মাত্রা ছাড়ালেই ডেকে আনে বিপদ। সম্পর্কে চিড় ধরতে পারে। তবে সম্পর্কে আন্তরিকতা মিশে থাকলে , সমস্যা জটিল হয়না! বাস্তুশাস্ত্র বলছে, ভাইবোনের সম্পর্ক আরও দৃঢ় করতে কয়েকটি টিপস মেনে চললেই কেল্লা ফতে!

পরিবারে অটুট সম্পর্ক!
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে একটি ফ্যামিলি ফটোগ্রাফ টাঙিয়ে রাখুন। তাতে পরিবারের সকলের সঙ্গে সকলের সম্পর্ক খুবই ভালো হয়ে উঠবে।

ছোটদের খেলনা কোনদিকে রাখবেন?
বাড়িতে খেলনা বা ছোটদের জিনিসপত্র রাখুন পূর্ব বা উত্তর পূর্ব বাস্তুজোন-এ। এর ফলে বাড়ির ছোটদের মধ্যে সম্পর্কে চিড় ধরবে না। বাড়ির ছোটদের সম্পর্ক ভালো থাকবে।

লাল রঙ নয়!
দক্ষিণ বা দক্ষিণ -পশ্চিম দিকে কোনওভাবেই রাখা যাবে না লাল রঙের কোনও বস্তু। এতে পরিবাকেক সদস্যদের মধ্যে আগ্রাসন বেড়ে যায়, ফলে ঝগড়ার মনোভাব আরও বেড়ে যায়।

রান্নাঘর ও বাস্তু টিপস
রান্নাঘর বাড়ির উত্তর-পূর্ব দিকে থাকলে তা সমস্যা তৈরি করে। ফলে ভাইবোনেদের সম্পর্কে চিড় ধরিয়ে দেয় চটজলদি। বাড়ির দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক যদি সঠিক ভারসাম্যে থাকে, তাহলে সেই বাড়িতে ভাইবোনের সম্পর্ক ভালো থাকে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

বাড়িতে সুখ শান্তির পরিস্থিতি
বাড়ির লিভিং রুমটি যদি পূর্ব বা উত্তরপূর্বে থাকে, তাহলে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময়েই বিরাজ করে।