For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণের সময় থাকুন সাবধানে, স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে গ্রহণ

Google Oneindia Bengali News

বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ২৫ অক্টোবর। ভারতে এই সূর্যগ্রহণ আংশিকভাবে দেখা যাবে। এই সূর্য গ্রহণ ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে চলবে। ভারতীয় সময় অনুযায়ী, সূর্যগ্রহণ বেলা ২ টো ২৯ মিনিটে শুরু হবে। প্রায় ৪ ঘণ্টা ৩ মিনিট ধরে চলবে। এরপর সন্ধ্যে ৬ টা বেজে ৩২ মিনিটে তা সমাপন হবে। ভারতে এই সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৪টে বেজে ২২ মিনিটে এবং তা শেষ হবে সূর্যাস্তের সঙ্গে।

১২ ঘণ্টা আগে লেগে যাবে সূতক কাল

১২ ঘণ্টা আগে লেগে যাবে সূতক কাল

সূতক সূর্যগ্রহণের ১২ ঘণ্টা আগে লেগে যায়। ভারতে সূর্যগ্রহণের সূচনা বিকেল ৪টে ২২ মিনিট থেকে শুরু হয়ে যাবে, এর সূতক শুরু হবে ২৫ অক্টোবর ভোর ৪টে ২২ মিনিট থেকে। অর্থাৎ দিওয়ালীর পরের দিন সকালেই সূতক কাল লেগে যাবে। সূতক কালের সময় কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।

কখন হয় সূর্যগ্রহণ

কখন হয় সূর্যগ্রহণ

পৃথিবী ও সূর্যের মাঝে যখন চাঁদ চলে আসে, আংশিক বা সম্পূর্ণভাবে সূর্যের আলোকে ঢেকে দেয়, ঠিক তখনই সূর্যগ্রহণ হয়ে থাকে। স্বর্গীয় এই দৃশ্য দেখার সৌভাগ্য হবে রাশিয়া, ইউরোপ, সাইবেরিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও আফ্রিকা থেকে।

চোখের ওপর গুরুতর প্রভাব ফেলে

চোখের ওপর গুরুতর প্রভাব ফেলে

প্রচলিত রীতি অনুযায়ী সূর্যগ্রহণের ভালো-খারাপ প্রভাব পড়তে থাকে আমাদের স্বাস্থ্যের ওপর। তাই এই সময় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয় সকলকে। বিশ্বাস করা হয় যে সূর্যগ্রহণ খুব ক্ষতিকর প্রভাব ফেলে আমাদের চোখের ওপর। বিশেষ করে যদি খালি চোখে গ্রহণ দেখেন তবে তা চোখের রেটিনার ওপর প্রভাব ফেলে এবং গুরুতর সমস্যার সৃষ্টি হয়। তাই সূর্যগ্রহণ দেখার সময় অবশ্যই জরুরি সতর্কতা অবলম্বন করে তবেই দেখা উচিত।

ক্লান্ত ও অলস বোধ

ক্লান্ত ও অলস বোধ

সূর্যগ্রহণের ফলে মানুষ খুবই ক্লান্ত ও অলস বোধ করে। এটা তাঁদের মস্তিষ্কে প্রভাব ফেলে বলে মনে করা হয়। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, সূর্যগ্রহণ শেষ হলেই এর নেতিবাচক প্রভাবও শেষ হয়ে যাবে। সূর্যগ্রহণের ফলে মানুষ খুবই ক্লান্ত ও অলস বোধ করে। এটা তাঁদের মস্তিষ্কে প্রভাব ফেলে বলে মনে করা হয়। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই, সূর্যগ্রহণ শেষ হলেই এর নেতিবাচক প্রভাবও শেষ হয়ে যাবে।

হজমের গণ্ডগোল দেখা দেয়

হজমের গণ্ডগোল দেখা দেয়

কথিত রয়েছে যে সূর্যগ্রহণের সময় কিছু খেলে বা পান করলে তাতে হজমের গণ্ডগোল দেখা দিতে পারে। তাই এই সময় কিছু খাওয়া-দাওয়া করতে বারণ করা হয়। কিন্তু এটা শুধুই প্রচলিত তথ্য, এর পিছনে কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

নেতিবাচক প্রভাব

নেতিবাচক প্রভাব

বলা হয় সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব ব্যক্তির মনের ওপরও প্রভাব ফেলে। যার কারণে মেজাজ বিগড়ানো বা বিরক্তিভাব আসতে পারে। তবে এটা সাময়িক।

গর্ভবতী মহিলাদের জন্য অশুভ

গর্ভবতী মহিলাদের জন্য অশুভ

সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য অশুভ বলেই মনে করে থাকেন জ্যোর্তিষ বিশেষজ্ঞরা। এই সময় গর্ভবতী মহিলাদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ছুরি-কাঁচি থেকে দূরে থাকতে বলা হয়েছে এই সময়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বৈজ্ঞানিক ভিত্তি নেই

বৈজ্ঞানিক ভিত্তি নেই

তবে সূর্যগ্রহণ স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এ ধরনের কোনও প্রচলিত ধারণা বিজ্ঞান বিশ্বাস করে না। কিন্তু তবুও সুরক্ষা নিয়ে রাখলে ক্ষতি নেই। তাই সাবধানতার জন্য খালি চোখে গ্রহণ দেখবেন না, চোখে সানগ্লাস বা এক্স-রে শিট দিয়ে গ্রহণ দেখুন। সূর্যগ্রহণের সময় খাবার খাবেন না, কিছু পানও করবেন না। ঘরের ভেতরই থাকুন।

বন্ধ থাকবে দেশের সব মন্দির

বন্ধ থাকবে দেশের সব মন্দির

সূর্যগ্রহণের সময় দেশের একাধিক জনপ্রিয় মন্দির গ্রহণের সময়কালে বন্ধ রাখা হবে। ২৫ অক্টোবর দুপুর সাড়ে তিনটে থেকে মন্দির বন্ধ থাকবে এবং তা খুলবে সূর্যাস্তের পর। অনেক মন্দিরে সকালে মঙ্গল আরতির পর ১২ ঘণ্টার জন্য মন্দির বন্ধ করে দেওয়া হবে।

সূর্যদেবের গোচর এই রাশির জাতকদের করে তুলবে মালামাল, ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা সূর্যদেবের গোচর এই রাশির জাতকদের করে তুলবে মালামাল, ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা

English summary
This solar eclipse can have serious health effects
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X