For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ অগাস্ট দিনটি রামমন্দিরের ভূমি পুজোর জন্য কতটা শুভ করোনার আবহে!জ্যোতিষশাস্ত্র কী বলছে

৫ অগাস্ট দিনটি রামমন্দিরের ভূমি পুজোর জন্য কতটা শুভ করোনার আবহে!জ্যোতিষশাস্ত্র কী বলছে

  • |
Google Oneindia Bengali News

২ অগাস্ট রবিবার অযোধ্যায় যাওয়ার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। কিন্তু আচমকাই তাঁর মন্ত্রিসভার এক মন্ত্রীর কোভিডে মৃত্যুর জেরে সেই অযোধ্যা সফর বাতিল করেন যোগী। রবিবার বিকেলেই খবর আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে ৫ অগাস্ট অযোধ্যায় রাম জন্মভূমির শিলান্যাসের দিনটি ঘিরে জল্পনা চড়ছে। এই দিনটির মাহাত্ম সম্পর্কে কিছু তথ্য।

কতটা গুরুত্বপূর্ণ ৫ অগাস্ট?

কতটা গুরুত্বপূর্ণ ৫ অগাস্ট?

জ্যোতিষবিদ উন্নিকৃষ্ণান পানিকারের (তামিলনাড়ুর প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ব্যক্তিগত জ্যোতিষি) মতে, চত্তায়াম নক্ষত্রের মধ্যে দিনটি পড়ছে। সঙ্গে রয়েছে কুম্ভ রাশির প্রশান্তির প্রভাব। গোটা দিনটি জুড়ে ৯ টি ভালো মুহূর্ত রয়েছে। যা বহুকাল জ্যোতিষশাস্ত্রে দেখা যায়নি বলে তাঁর দাবি।

 করোনার আবহে কতটা শুভ ৫ অগাস্ট?

করোনার আবহে কতটা শুভ ৫ অগাস্ট?

পানিকারের মতে, ৫ অগাস্টের গ্রহ ,নক্ষত্রের গণনা বলছে এই দিনে কোনও পুর্নসৃষ্টিমূলক কাজ খুব ভালো হবে। এই দিন থেকে রাজ যোগ শুরু হবে বলেও তিনি জানিয়েছেন। তাঁর দাবি, পুরাণ মতে মনে করা হয়, ওই দিন স্বয়ং ব্রহ্মা সৃষ্টিকর্তা রূপে মর্ত্যে পা রাখবেন।

 করোনা ও অযোধ্যার অনুষ্ঠান

করোনা ও অযোধ্যার অনুষ্ঠান

করোনার প্রবল দানবীয় দংশন এক দিকে, অন্যদিকে এই মহাসমারোহের আয়োজন। গোটা পরিস্থিতি নিয়ে কেরলের জ্যোতিষবিদ কানিপ্পায়ার নামবুদরিপাদ জানিয়েছেন, বৈদিক জ্যোতিষ গণনা অনুযায়ী, মহামারী এত সহজে যাবে না। তবে করোনার আবহে এই মন্দিরের শিলান্যাসের পর মূর্তিকে রামমন্দিরের যাথাস্থানে রাখলে তবেই বিপদ কাটবে।

রামের জন্ম ছক ও রামমন্দির

রামের জন্ম ছক ও রামমন্দির

জ্যোতিষ মতে,রামের জন্ম 'অভিজিৎ মুহূর্তে' হয়েছিল বলে দাবি বিভিন্ন জ্যোতিষবিদের। সেই অনুযায়ী, শতভিষা নক্ষত্রের দিন এই মহাসমারোহ অত্যন্ত শুভ। এছাড়াও জ্যোতিষবিদরা বলছেন,বুধবারে যে কাজ শুরু হয় তার ফল সবচেয়ে ভালো হয়। ফলে কোভিডের হানা বা থাবা সত্ত্বেও রামমন্দিরের শিলান্যাসের দিনটি সাফল্য আনবে নির্মাণ কাজে।

English summary
Ayodhya Ram temple Bhoomi Pujan 5 th August astrology , know the importance of the date
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X