For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করওয়া চৌথের দিন দুর্লভ যোগ তৈরি হচ্ছে, ব্রতের দ্বিগুণ ফল পাবেন বিবাহিত মহিলারা

Google Oneindia Bengali News

বিবাহিত মহিলারা নিজের স্বামীকে সব বিপদ থেকে বাঁচাতে ও দীর্ঘায়ুর জন্য কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থী তিথিতে করওয়া চৌথ-এর ব্রত রাখেন। এ বছর করওয়া চৌথ-এর ব্রত ১৩ অক্টোবর ২০২২-এ পালন করা হবে। জেনে রাখুন করওয়া চৌথে চাঁদের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে। উল্লেখ্য, সুখী ও দাম্পত্য জীবনের জন্য বিবাহিতরা করওয়া চৌথের দিন নির্জলা উপবাস রাখেন এবং রাতে চাঁদের পুজোর পর পারণ পালন করেন। তবে এ বছর করওয়া চৌথের দিন দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে, যার কারণে ব্রতের ফল দ্বিগুণ পাওয়া যাবে। আসুন করওয়া চৌথের বিরল যোগ ও শুভ মুহূর্ত সম্পর্কে জেনে নিন।

করওয়া চৌথ ২০২২–এর তিথির শুরু ও শেষ

করওয়া চৌথ ২০২২–এর তিথির শুরু ও শেষ

কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের চতুর্থীর শুরু ১৩ অক্টোবর ২০২২ সালের ভোর ১টা ৫৯ মিনিট থেকে।
কার্তিক মাসের কৃষ্ণপক্ষ চতুর্থী শেষ হবে ১৪ অক্টোবর ২০২২ ভোর ৩টে ০৮ মিনিটে।

করওয়া চৌথের শুভ মুহূর্ত

করওয়া চৌথের শুভ মুহূর্ত

করওয়া চৌথের পুজোর মুহূর্ত ১৩ অক্টোবর, ২০২২ সন্ধ্যা ০৬:০১ থেকে ০৭:১৫ মিনিট পর্যন্ত।

চাঁদ ওঠার সময়

চাঁদ ওঠার সময়

করওয়া চৌথের দিন চাঁদ ওঠার সময় ১৩ অক্টোবর রাত ৮টা ১৯ মিনিটে।

করওয়া চৌথের দিন দুর্লভ যোগ

করওয়া চৌথের দিন দুর্লভ যোগ

এই সময় করওয়া চৌথের দিন দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। ১৩ অক্টোবর, করওয়া চৌথের দিনে, সিদ্ধি যোগ সহ কৃত্তিকা ও রোহিণী নক্ষত্র থাকবে। জেনে রাখুন করওয়া চৌথের দিন চাঁদ নিজের উচ্চ রাশি বৃষে থাকবে। করওয়া চৌথের দিন রোহিনী নক্ষত্রের থাকা শুভ বলে মনে করা হয়। করওয়া চৌথের দিন দুর্লভ যোগ তৈরি হচ্ছে যা বেশ ফলদায়ী প্রমাণিত হবে।

সিদ্ধি যোগ কখন

সিদ্ধি যোগ কখন

সিদ্ধি যোগ শুরু হবে ১২ অক্টোবর ২০২২ সালের দুপুর ২ টো বেজে ২১ মিনিটে, থাকবে ১৩ অক্টোবর দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। একই সময়ে, রোহিণী নক্ষত্র ১৩ অক্টোবর ২০২২ সালে সন্ধ্যা ৬টা ৪১ মিনিট থেকে ১৪ অক্টোবর রাত ৮টা ৪৭ মিনিট পর্যন্ত থাকবে। এছাড়াও কৃত্তিকা নক্ষত্র ১২ অক্টোবর সন্ধ্যা ৫টা ১০ মিনিট থেকে ১৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪১ মিনিট পর্যন্ত থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

English summary
Karwa Chauth time auspicious yog forme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X