For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল ইলেকট্রনিক্স থেকেও আসতে পারে বিপদ! কী বলছে এই শাস্ত্র

বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা কাটাতে অনেকেই বহু উপায় অবলম্বন করেন। তবে বহু বাস্তুশাস্ত্রবিদদের মতে ঘরের কোণেই জমা থাকে, বাস্তুদোষের নানান কারণ।

  • |
Google Oneindia Bengali News

বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা কাটাতে অনেকেই বহু উপায় অবলম্বন করেন। তবে বহু বাস্তুশাস্ত্রবিদদের মতে ঘরের কোণেই জমা থাকে, বাস্তুদোষের নানান কারণ। মনে করা হয় বহু ফেলে দেওয়া ইলেকট্রনিকের জিনিস থেকেই আসে বাস্তুদোষ। দেখে নেওয়া যাক বাস্তুদোষকে ইলেকট্রনিক গেজেট কতটা প্রভাবিত করে।

ইলেকট্রনিক সামগ্রী থেকে বাস্তুদোষ

ইলেকট্রনিক সামগ্রী থেকে বাস্তুদোষ

মনে করা হয় , ইলেকট্রনিক সামগ্রী থেকে আসতে থাকে বাস্তুদোষ। তবেএকমাত্র পেলে দেওয়া ইলেকট্রনিক বিষয়বস্তু থেকেই এই সমস্যা তৈরি হয় বলে মত বাস্তুশাস্ত্রবিদদের । শুধু পুরনো মোবাইল নয়, টেপ রেকর্ডার থেকে শুরু করে যেকোনও ইলেকট্রনিক গ্যাজেটই এই সমস্যা তৈরি করে।

রান্নাঘরের জিনিস

রান্নাঘরের জিনিস

রান্নাঘরের মিক্সার গ্রাইন্ডার থেকে টোস্টার, জুসার , যেকোনও জিনিসই পুরনো হয়ে গেলে তা থেকে বাস্তুদোষ জন্মাতে পারে। এতে বাড়িতে নেগেটিভ এনার্জি এসে থাকে।

আবর্জনা

আবর্জনা

বাড়ি সবসময় ঝুল , নোংরার থেকে দূরে রাখুন। বাড়িতে যেন কোনও অংশে ঝুল বা নোংরা না পড়ে সেদিকে নজর রাখার পারমর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। তাঁদের মতে, ইলেকট্রনিক গেজেটেও যাতে ধুলো ময়লা না পড়ে সেদিকে নজর রাখতে হবে।

[আরও পড়ুন:সুখ-সমৃদ্ধি লাভে কোন গণেশমূর্তি ঘরে রাখা উচিত! কয়েকটি বাস্তু টিপস][আরও পড়ুন:সুখ-সমৃদ্ধি লাভে কোন গণেশমূর্তি ঘরে রাখা উচিত! কয়েকটি বাস্তু টিপস]

নষ্ট চার্জার,বা কাটা তার থেকে বিপদ

নষ্ট চার্জার,বা কাটা তার থেকে বিপদ

শুধুমাত্র গেজটই নয়, নষ্ট চার্জার, ইয়ারফোন কিংবা কাটা তারও বাড়িতে না রাখবার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। এর থেকেও নেগেটিভ এনার্জি আসতে থাকে বলে মত বাস্তুশাস্ত্রবিদদের।

[আরও পড়ুন:শরীরের কোথায় তিল থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে! জেনে নিন][আরও পড়ুন:শরীরের কোথায় তিল থাকলে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে! জেনে নিন]

English summary
Are your electronics creating a Vastu dosh, throw these things out of home.vastu dosh from electronics gadgets . vastu dosh that creatd by electronics gadgets,.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X