For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে কোন শুভফল পাওয়া যায়! জেনে নিন

আজ অক্ষয় তৃতীয়া। এমনই দিনেই আপনার ঘরে প্রবেশ করতে পারেন লক্ষ্মী ! আর লক্ষ্মী লাভের জন্য বেশ কয়েকটি উপায় অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট শাস্ত্রজ্ঞরা। এদিন , সকলেই সোনা কেনবার দিকে ঝোঁকেন ।

Google Oneindia Bengali News

আজ অক্ষয় তৃতীয়া। এমনই দিনেই আপনার ঘরে প্রবেশ করতে পারেন লক্ষ্মী ! আর লক্ষ্মী লাভের জন্য বেশ কয়েকটি উপায় অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট শাস্ত্রজ্ঞরা। এদিন , সকলেই সোনা কেনবার দিকে ঝোঁকেন । তবে কেন এমন দিনে সোনা কেনা হয়, তা একবার দেখে নেওয়া যাক।

কেন কিনবেন সোনা?

কেন কিনবেন সোনা?

সোনা সবসময়ই সম্ভাবনাময়। এই সোনালী ধাতু মুদ্রাস্ফীতির বাজারে বেশ লাভজনক বলে মনে করেন অর্থনীতিবিদরা। অন্যদিকে, জ্যোতিষবিদদের মতে সোনা কিনলে তা গৃহলক্ষ্মীকে সন্তুষ্ট করে। ফলে ঘরে বিলাসিতা ও সৌভাগ্য বিরাজ করে।

কোন ধরনের সোনায় বিনিয়োগ?

কোন ধরনের সোনায় বিনিয়োগ?

সোনার গয়নার থেকেও সোনা কেন্দ্রিক বিভিন্ন স্কিম এমন দিনে কিনে রাখা জরুরি বলে মনে করা হচ্ছে। এতে ভবিষ্যত জীবন সুরক্ষিত থাকে। অন্যদিকে,তা সৌভাগ্যের ক্ষেত্রেও প্রাসঙ্গিক বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

[আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন সোনা ছাড়াও আর কী কিনলে ঘরে বিরাজ করবেন লক্ষ্মী! কিছু টিপস ][আরও পড়ুন: অক্ষয় তৃতীয়ার দিন সোনা ছাড়াও আর কী কিনলে ঘরে বিরাজ করবেন লক্ষ্মী! কিছু টিপস ]

কত শতাংশ বিনিয়োগ করবেন?

কত শতাংশ বিনিয়োগ করবেন?

বর্তমান পরিস্থিতির বিচারে অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি, নিজের পোর্টফোলিওর ১০ শতাংশ বিনিয়োগ করা উচিত সোনার ক্ষেত্রে। এতে লাভবান হবেন অনেকেই।

[আরও পড়ুন: মেদিনীপুরের গড় দখলে দিলীপ নাকি মানস, ভোটে কার পাল্লা ভারী! উত্তর দিচ্ছে শাস্ত্রের গণনা ][আরও পড়ুন: মেদিনীপুরের গড় দখলে দিলীপ নাকি মানস, ভোটে কার পাল্লা ভারী! উত্তর দিচ্ছে শাস্ত্রের গণনা ]

English summary
Akshaya Tritiya 2019, why gold is considered lucky in this day.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X