মাসের শেষ না হতেই সংসারে টাকায় ঘাটতি পড়ছে! অক্ষয় তৃতীয়াতে পালন করুন এই পন্থাগুলি, মিটবে সমস্যা
মঙ্গলবার অক্ষয় তৃতীয়া। এমনই দিনেই আপনার ঘরে প্রবেশ করতে পারেন লক্ষ্মী ! আর লক্ষ্মী লাভের জন্য বেশ কয়েকটি উপায় অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট শাস্ত্রজ্ঞরা। তাঁদের দাবি , বাস্তুমতে এই উপায়গুলি অবলম্বন করলেই সংসারে অভাব-অনটন দূর হয়। একনজরে দেখে নেওয়া যাক, অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন উপায় অবলম্বন করলে, এমন সৌভাগ্য় পাওয়া যায়।

কোন উপায় অবলম্বন করবেন?
অক্ষয় তৃতীয়ার দিন, ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন টাকা পয়সা। এই দিকে টাকা রাখলে আর্থিক উন্নতি কেউ রুখতে পারে না। ফলে আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য।

সাফাইয়ে নজর দিন
অক্ষয় তৃতীয়ার দিন সাফাইয়ের দিকে নজর দিন। বলা হচ্ছে, সেদিন যদি বাড়ি পরিস্কার থাকে, তাহলে ভাগ্যে লক্ষ্মীলাভ থেকে কেউ আটকাতে পারবে না।

ঘরের আসবাব পরিবর্তন
অক্ষয় তৃতীয়ার দিন যদি ঘরে আসবাব পরিবর্তন করা যায়, তাহলে আয়ের দিক থেকে উন্নতি পরিলক্ষিত হয়। এমন দিনে উত্তর দিকের দেওয়ালে স্থাপন করুন আয়না। এতে আপনার সৌভাগ্যের উন্নতি হবেই।

জলের কল খারাপ থাকলে...
জলের কল যদি খারাপ থাকে, তাহলে সেদিকে নজর দিয়ে , তা ঠিকঠাক রাখার ব্যবস্থা করুন। এতে আর্থিক সংকট দূর হবে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।