For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় একনজরে, সৌভাগ্য তুঙ্গে রাখার চাবিকাঠি রয়েছে এই তিথিতে

  • |
Google Oneindia Bengali News

১৪ মে পালিত হতে চলেছে অক্ষয় তৃতীয়া । এমন এক দিনে সোনা কেনার সময়ক্ষণ নিয়ে গোটা দেশের নজর থাকে। মনে করা হয় এই দিনে সোনা সঠিক সময়ে ঘরে আনলে মা লক্ষ্মী প্রসন্ন হন। ফলে গৃহস্থে আসে সৌভাগ্যের দিশা। এমন প্রেক্ষাপটে অক্ষয় তৃতীয়ার দিন কোন সময়ে সোনা কেনা উচিত হবে তা দেখে নিন।

 অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময়

অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময়

শুক্রবার ১৪ মে রয়েছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়। এই দিন এই অনুষ্ঠানের পুজো মুহূর্ত শুরু হবে ১৪ মে ভোর ৫:৩৮ মিনিট থেকে। এই শুভ মুহূর্ত চলবে সেদিন বেলা ১২:১৮ মিনিট পর্যন্ত। সেই সময়ে সোনা কেনা অত্যন্ত শুভ বলে দাবি বহু জ্যোতিষবদদের। তাঁরা বলছেন, অক্ষয় তৃতীয়ার এই সময়কালে ঘরে সোনালী ধাতু আসা একটি সৌভাগ্যের ঘটনা।

 তৃতীয়ার তিথি

তৃতীয়ার তিথি

১৪ মে ভোর ৫:৩৮ মিনিট থেকে তৃতীয়ার তিথি পড়ছে। এরপর সেই তিথি থাকবে ১৫ মে ৭:৫৯ মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে সোনা ঘরে আনা মঙ্গলদায়ক বলে মনে করা হচ্ছে। পঞ্জিকা মতে বৈশাখের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে এই অক্ষয়
তৃতীয়া উদযাপিত হয়।

কেন অক্ষয় তৃতীয়ার দিন কেনা কাটা শুভ?

কেন অক্ষয় তৃতীয়ার দিন কেনা কাটা শুভ?

কথিত রয়েছে যে, অক্ষয় তৃতীয়ার দিন গাড়ি, বাড়ি, সেনা সহ যে কোনও জিনিস ঘরে আনলেই তার ক্ষয় হয় না। এমনকি বিয়ের কথা বলার জন্যও এই দিন অত্যন্ত মঙ্গলের। এই শুভ দিনে লক্ষ্মী-গণেশের পুজো করা হয়। অন্যদিকে অনেকেই এই দিনে বিষ্ণুর পুজোও করে থাকেন। মনে করা হয় লক্ষ্মী-গণেশের পুজোতে এই দিনে ধনসম্পত্তি লাভ হয়। আর বিষ্ণুর পুজোতে অক্ষয় জ্ঞান প্রাপ্তি হয়।

পরশুরামের জন্মদিবস

পরশুরামের জন্মদিবস

মনে করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর অবতার পরশুরামের জন্ম হয়। তাই এই দিনকে পরশুরাম জয়ন্তী বলা হয়। তাই অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগের অবসান, ত্রেতা যুদের শুরু বলে ধরা হয়। অন্যদিকে, এই দিন বিশুদ্ধ পঞ্জিকা মতে ধুমাবতীর দেবীর আবির্ভাব ও গঙ্গাদেবীর আবির্ভাব দিবস হিসাবেও পরিচিত।

English summary
Akshay Tritiya 2021, know best time for Buying gold in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X