For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণ ও শনিচারি অমাবস্যা একযোগে, একশো বছর পর এই বিরল সংযোগ, করুন কিছু বিশেষ উপায়

সূর্যগ্রহণ ও শনিচারি অমাবস্যা একযোগে, একশো বছর পর এই বিরল সংযোগ, করুন কিছু বিশেষ উপায়

Google Oneindia Bengali News

এপ্রিল মাস শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি আর এই মাসের শেষদিন অনেক ক্ষেত্রেই খুব বিশেষ হতে চলেছে। মাসের শেষ দিন অর্থাৎ ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। এইদিন শনিবার আর অমাবস্যা একসঙ্গে পড়েছে। এর পাশাপাশি এর একদিন আগে ২৯ এপ্রিল শনি রাশি বদল করে কুম্ভে গোচর করবে। জেনে রাখুন এটা প্রথমবার নয় যে শনিদেবকে নিয়ে এই ধরনের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। এর আগে হিন্দু নববর্ষে‌ শনিবারেই শুরু হয়েছিল বিক্রম সংবত।

নববর্ষের রাজা শনিদেব

নববর্ষের রাজা শনিদেব

হিন্দু নববর্ষে বিক্রম সংবত ২০৭৯ সালে রাজা গ্রহ হল শনিদেব। শনিদেব, সূর্যের পুত্র। সূর্যগ্রহণের দিন তাই শনিদেবকে সমর্পণ করা হয়েছে। এছাড়া এইদিন অমাবস্যাও পড়েছে। শুধু তাই নয়, ৩০ বছর পর শনি তার স্বরাশি কুম্ভে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষ মতে প্রায় ১০০ বছর পর এরকম অনন্য সংযোগ হতে চলেছে।

অবশ্যই করুন এই প্রতিকার

অবশ্যই করুন এই প্রতিকার

শনি ও সূর্যকে নিয়ে এই দুর্লভ সংযোগে কিছু প্রতিকার করতে পারেন। যা খুবই প্রভাবশালী বলে প্রমাণিত হবে। যাঁরা শনিদেবের সাড়েসাতি আর শনির ধাইয়ার প্রভাবে জীবনে সমস্যা চলছে, তাঁদের অমাবস্যার সময় বিশেষ উপায় করলে রেহাই মিলবে। এছাড়া যেই রাশিদের ওপর সাড়েসাতি ও ধাইয়া শুরু হতে চলেছে, তাঁদের অবশ্যই এইদিনে এই প্রতিকার করা উচিত। শনির কুম্ভে প্রবেশের সঙ্গে সঙ্গে কর্কট ও বৃশ্চিক রাশির ধাইয়া শুরু হয়ে যাবে। অন্যদিকে মকর, কুম্ভ ও মীন রাশির জাতকদের সাড়েসাতি শুরু হবে।

 কি কি প্রতিকার করবেন

কি কি প্রতিকার করবেন

  • সূর্যগ্রহণ-শনি অমাবস্যার দিন শনিদেবকে সর্ষের তেল নিবেদন করুন।
  • কালো কাপড়ে অড়হর ডাল আর কালো তিন বেঁধে শনি মন্দিরে দান করে আসুন।
  • শনিদেবের পাশাপাশি ভগবান শিব ও সঙ্কটমোচন হনুমানের পুজো করুন। এতে শনিদোষ থেকে রেহাই পাবেন।
  • অশ্বত্থ গাছে জল দিন।
  • গ্রহণের পর স্নান-দান অবশ্যই করুন।

 সূর্যগ্রহণের পর এই কাজটি করুন

সূর্যগ্রহণের পর এই কাজটি করুন

  • গ্রহন শেষ হলে ঘর পরিষ্কার করুন। ঘরের কোণায় গঙ্গাজলও ছিটিয়ে দিতে পারেন। যাতে গ্রহনের সময় নির্গত ক্ষতিকর রশ্মির নেতিবাচক প্রভাব দূর হয়।
  • সূর্যগ্রহণের পর স্নান করুন। সাধারণত সূর্যগ্রহণের পরে, পবিত্র নদীগুলিতে স্নান করা উচিত। কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে স্নানের জলে পবিত্র নদ-নদীর জল মিশিয়ে স্নান করুন।
  • গ্রহন শেষে দান করতে হবে। সূর্যগ্রহণের পর গরুকে সবুজ চারণ খাওয়ানোও শুভ।

 সূর্যগ্রহণের সময়

সূর্যগ্রহণের সময়

৩০ এপ্রিলের এই গ্রহনটি দক্ষিণ/পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় আটলান্টিক এবং অ্যান্টার্কটিকার মতো দেশগুলিতে দৃশ্যমান হবে। সূর্যগ্রহণের সময় ভারতে ৩০ এপ্রিল শনিবার মধ্যরাতে ১২ টা বেজে ১৫ মিনিট থেকে ভোর ৪ টে বেজে ৭ মিনিট পর্যন্ত হবে।

আসন্ন সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতীয় সময় অনুসারে, সূর্যগ্রণ চলবে প্রায় তিন ঘন্টা ৫২ মিনিট ধরে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

মীন রাশিতে শুক্রের প্রবেশ ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রে, জানুন আপনার ভাগ্যফল মীন রাশিতে শুক্রের প্রবেশ ব্যাপক প্রভাব ফেলবে রাশিচক্রে, জানুন আপনার ভাগ্যফল

English summary
after 100 years rare coincidence happen in april solar eclipse 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X