For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস্তু মেনে ঘুমোন এই দিশায় মাথা রেখে, সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে

বাস্তু মেনে ঘুমোন এই দিশায় মাথা রেখে, সফলতা আপনার পায়ে লুটিয়ে পড়বে

Google Oneindia Bengali News

বাস্তুশাস্ত্রে, বাড়িতে সমৃদ্ধি আনা, ব্যয় নিয়ন্ত্রণ, আয় বৃদ্ধি ইত্যাদি অনেক বিষয় নিয়ে উপায় বলা হয়েছে। এর পাশাপাশি কিছু বিষয়ে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হল শোওয়ার দিক। রাতে ঘুমানোর সময় আপনার মাথা কোন দিকে থাকে, এটি আপনার জীবনে অর্থের আগমন, আপনার সম্মান, স্বাস্থ্য-সম্পর্ক ইত্যাদিকে প্রভাবিত করে। অতএব, আপনার ঘুমের দিক সম্পর্কে খুব সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।

শোওয়ার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন


উত্তর দিকে করে শোওয়া ঠিক নয়

উত্তর দিকে করে শোওয়া ঠিক নয়

বাস্তু শাস্ত্র মতে কোনও সময় উত্তর দিশা করে মাথা রেখে ঘুমোতে নেই। এরকম করলে চুম্বকীয় প্রবাহ অবরুদ্ধ হয়ে বিগড়ে যায়। এতে ঘুমও ভালো আসে না। এই পরিস্থিতি মাথায় ব্যথা, মানসিক অসুস্থতার কারণ হতে পারে।

দক্ষিণ দিক করে শোওয়া

দক্ষিণ দিক করে শোওয়া

বলা হয় দক্ষিণ দিকে করে মাথা ও উত্তর দিকে করে পা রেখে শোওয়া সবচেয়ে ভালো। এরকম করলে সেই ব্যক্তি সুস্থ থাকে। তাণর আয়ু বেড়ে যায়। তাঁর জীবনে প্রচুর অর্থ-সম্পত্তি, সুখ-সম্মান পাওয়া যায়।

পূর্বদিক করে শোওয়া

পূর্বদিক করে শোওয়া

আবার পূর্বদিকে মাথা রেখে ঘুমোলে সেই ব্যক্তির স্মৃতিশক্তি, একাগ্রতা বাড়ে। তাঁর স্বাস্থ্য আরও ভালো হয়। আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়া পড়ুয়া ও ব্যক্তিদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত।

পশ্চিম দিক করে শোওয়া

পশ্চিম দিক করে শোওয়া

পশ্চিম দিকে মাথা রেখে ঘুমানোও ভালো বলে মনে করা হয়। এই দিকটি জলের দেবতা বরুণের অভিমুখ। এ দিকে মাথা রেখে ঘুমালে ব্যক্তি খ্যাতি-সম্মান অর্জন করে। তাঁর সম্মান বেড়ে যায়। তাঁর জীবনে সমৃদ্ধি আসে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌

বছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, জেনে নিন এই সময় কি করবেন আর কি করবেন নাবছরের প্রথম সূর্যগ্রহণ চলতি মাসেই, জেনে নিন এই সময় কি করবেন আর কি করবেন না

English summary
accroding to vastu know the right direction of sleeping
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X