For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা সঞ্চয়ের পরিমাণ বাড়াতে চাইলে পকেটে ভুলেও যেন এই জিনিসগুলি রাখবেন না

কখনও জেনেশুনে আবার কখনও না জেনে অনেক সময়েই আমরা অনেক কাজ এমন করে বসি, যার জন্য পরে আমাদের সমস্য়ায় ভুগতে হয়। আর্থিক সমস্যাও তেমনই একটি দিক।

  • |
Google Oneindia Bengali News

কখনও জেনেশুনে আবার কখনও না জেনে অনেক সময়েই আমরা অনেক কাজ এমন করে বসি, যার জন্য পরে আমাদের সমস্য়ায় ভুগতে হয়। আর্থিক সমস্যাও তেমনই একটি দিক। জ্যোতিষবিদ থেকে বাস্তুশাস্ত্র বিদদের দাবি এই সমস্যা সমাধান করা যাবে। তার জন্য আগে থেকে জেনে নিতে হবে কোন কোন জিনিস পকেটে না থাকলে তবে পকেটে ঢুকতে পারে টাকা!

পুরনো বিল

পুরনো বিল

পুরনো বিল অনেক সময়ই সমস্যায় ফেলে দেয়। এই বিল যদি পকেটে বহুদিন ধরে থাকে, তাহলে সমস্যায় পড়তে হতে পারে বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের। এমন পুরনো জিনিস কিছুতেই রাখা যাবে না পকেটে।

ধূসর ছবি

ধূসর ছবি

অনেকেই পকেটে বা ওয়ালেটে রাখেন পুরনো ছবি। তবে বাস্তুশাস্ত্র বলছে, পুরনো ছবি যদি ওয়ালেটে রাখা হয়, তাহলে তা আর্থিক সমস্যাকে বাড়িয়ে তুলবে।

পকেটে ছেঁড়া ওয়ালেট

পকেটে ছেঁড়া ওয়ালেট

ওয়ালেট যদি ছিঁড়ে যায় কোনও কারণে, তাহলে তা রীতিমত সমস্যা ডেকে আনতে পারে। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। ফে পকেটে কোনও দিনওই ছেঁড়া ওয়ালেট রাখবেন না।

কোঁচকানো নোট

কোঁচকানো নোট

পকেটে কোনও কারণে ভাঁজ হওয়া , বা অসমান নোট থাকলে, তা বেশিদিন রাখবেন না। এই ধরনের পুরনো ভাঁজ হওয়া নোংরা নোটের থেকে সমস্যা বাড়ে বহু সময়ে।

English summary
According to Vaastu, don't keep these things in your pocket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X