For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন কোন গ্রহের প্রভাবে জীবনে নেমে আসে অশুভ প্রভাব, জেনে নিন এর প্রতিকার

কোন কোন গ্রহের প্রভাবে জীবনে নেমে আসে অশুভ প্রভাব, জেনে নিন এর প্রতিকার

  • |
Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ, নক্ষত্রের বিশেষ স্থান রয়েছে। যখন কোনও গ্রহ তার ঘর পরিবর্তন করে তখন সকল রাশিকে বিশেষভাবে প্রবাহিত করে সে। কারোর জন্য শুভ সময় দেখা দেয় আবার কারোর জন্য অশুভ। আবার এমন অনেক গ্রহ রয়েছে সেই গ্রহগুলো র জন্য কিন্তু অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় অনেক রাশির ব্যক্তিকে। যার জন্য মানুষের অনেক অসুবিধা সম্মুখীন হয়। দারিদ্রতা নেমে আসে। সংসারের সুখ থাকে না। জেনে নিন কোন কোন গ্রহের জন্য মানুষের জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আবার তারা কিন্তু শুভ প্রভাবও ফেলেন।

রাহু গ্রহ

রাহু গ্রহ

রাহুকে জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ বলেই মনে করা হয়। যদি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীতে রাহু শুভ গ্রহের সঙ্গে থাকে, তাহলে শুভ ফল পাওয়া যায়। কিন্তু অশুভ গ্রহের সঙ্গে থাকে সে অশুভ ফলই দিতে শুরু করে। অশুভ হওয়ার কারণে স্বাস্থ্যের অনেক অবনতি দেখা দেয়। অর্থনৈতিক দিকে অনেক পরিবর্তন দেখা দেয়। তারা জীবনে এগোতে পারে না। যদি কোনও শুভ কাজে হাত দেয়, শুভ কাজে সাফল্য পান না। যারা রাজনীতি করছেন তাদের জন্য খুব অশুভ সময় তৈরি হয়। এরা জীবনে কখনোও শুভ সময়ের মুখ দেখতে পারেন না। তাই রাহুর অশুভ প্রভাব এড়াতে 'রাহুর জপমালা ওম রা রহভে নমঃ' এই মন্ত্রটির নিয়মিত জপ করুন। তাহলে জীবনে আপনি শুভ ফল পেতে পারেন।

শনি গ্রহ

শনি গ্রহ

শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ধীরগতির গ্রহ বলেই মনে করা হয়। যে ব্যাক্তির জন্ম কুণ্ডলীদের শনি খুব খারাপ অবস্থায় রয়েছেন, তাকে শনি অশুভ দৃষ্টি দিতে থাকে। তাতে তার জীবনের শুভ ফল মেলেনা। যে ব্যক্তির জন্ম কুণ্ডলী অর্ধশত ও মহাদশা রয়েছে তার খুব অশুভ সময়। তারা সবসময়ই রেগে থাকেন। মানসিকভাবে তারা খুব উদগ্রী হয়ে থাকেন। কোন কাজে সাফল্য পান না। ব্যবসায়ে তারা উন্নতি করতে পারেন না। বিয়েতে তাদের বাধা আসতে পারে। অবিবাহিতদের না বিয়ে হবার সম্ভাবনা থাকে। তাই শনিবার করে শনি ঠাকুরের পুজো করুন। যদি আপনি শনির এই অশুভ দৃষ্টি থেকে বের হতে চান তাহলে শনিবার সরিষার তেল শনিদেবতাকে নিবেদন করুন। তাছাড়া শনিবার সরিষার তেলের প্রদীপ জ্বালান। আর ঘোড়ার নালের আংটি তৈরি করে মধ্যমা আঙুলে পড়ুন।

 মঙ্গল গ্রহ

মঙ্গল গ্রহ

মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে অগ্নিময় গ্রহ বলে মনে করা হয়। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলে মনে করা হয়। মঙ্গল যে ব্যক্তির দুর্বল জায়গায় থাকে সেই ব্যক্তির জীবনে অশান্তি আসে। যে কোনদিনই সুখী হয় না। আর যে ব্যাক্তির জন্ম কুণ্ডলীতে মঙ্গল ষষ্ঠ, অষ্টম, দশম ঘরে থাকে তার অর্থহীন হওয়ার সম্ভাবনার থাকে। আপনি প্রবাল পড়তে পারেন যা খুব শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

বুধের স্থান পরিবর্তনে সাফল্যের সময় শুরু হচ্ছে এই রাশির ব্যক্তিদের, আপনিও কী পড়ছেন এর মধ্যে বুধের স্থান পরিবর্তনে সাফল্যের সময় শুরু হচ্ছে এই রাশির ব্যক্তিদের, আপনিও কী পড়ছেন এর মধ্যে

English summary
according to astrology which planet causes bad times in life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X