For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপাবলির আগে ঘর রঙ করাতে চাইলে মেনে চলুন টিপসগুলি, জীবনে আসবে সাফল্য

দীপাবলির আগে ঘর রঙ করাতে চাইলে মেনে চলুন টিপসগুলি, জীবনে আসবে সাফল্য

  • |
Google Oneindia Bengali News

দীপাবলিতে ভগবান গনেশ ও মা লক্ষ্মীর পুজা হয়। বাড়িতে অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। সুন্দরভাবে নতুন ঘর পরিষ্কার করে করে রং করতে চান অনেকেই। যেখানে মা লক্ষ্মী এসে ভালোভাবে থাকতে পারেন। তাহলে সেই কারণে দীপাবলীর আগে অনেকেই বাড়িতে রং করে থাকেন। তবে বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দেওয়ালের রংয়ের সঙ্গে আমরা শারীরিক ও মানসিকভাবে জড়িয়ে। আপনি যদি দীপাবলির আগে ঘরের দেয়াল রং করাতে চান তাহলে মেনে চলুন এই বাস্তুটিপসগুলো।

হালকা রং করুন এই ঘরে

হালকা রং করুন এই ঘরে

বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ভিতর হালকা রং ব্যবহার করুন। এই রং গুলোকে শুভ রং বলে মনে করা হয়। বাড়ি সদস্যদের মনে এটি দেখলে অনেক শান্তি আসে। যদি দীপাবলির আগে ঘর রং করাতে চান তাহলে অবশ্যই অন্তত শোয়ার ঘরগুলো হালকা রঙ করুন করবেন।

ড্রয়িং রুমে এই রঙ করুন

ড্রয়িং রুমে এই রঙ করুন

আপনি আপনার ড্রয়িং রুমে হালকা সবুজ বা নীল বা আকাশি রং ব্যবহার করতে পারেন। জ্যোতিষশাস্ত্রের এই রংগুলিকে খুব শুভ বলে মনে করা হয়। এই রংগুলি আপনার বাড়ির পরিবেশকে অনেক মনোরম রাখবে এবং ইতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে সাহায্য করবে নেতিবাচক শক্তিকে ঘর থেকে বার করে দেবে।

গোলাপি রঙ কোথায় ব্যবহার করবেন

গোলাপি রঙ কোথায় ব্যবহার করবেন

বাস্তুশাস্ত্র অনুসারে শোবার ঘরটি গোলাপি বা কমলা রঙের করা উচিত। এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ে। তাদের মধ্যে দূরত্ব মিটে যায়। বেডরুমে লাল রং ব্যবহার কখনোই করবেন না। এতে বিবাহিত জীবনের নানা অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। জীবনে আসতে পারে নানান সমস্যা। তাই এমন রং ব্যবহার না করাই ভালো।

 পুজোর ঘর এই রঙ করুন

পুজোর ঘর এই রঙ করুন

পুজোর ঘর আপনি কমলা বা হলুদ রং করতে পারেন, এটি খুব শুভ বলে মনে করা হয়। এই রঙে আপনার জীবনে অনেক সাফল্য নিয়ে আসবে। আপনার শিশু বা বাচ্চার ঘর আপনি সবসময় হালকা রং করবেন, এতে তাদের মনের শুভ প্রভাব পরতে।

 রান্নাঘরে লাল রঙ করুন

রান্নাঘরে লাল রঙ করুন

লাল রংকে খুব শক্তিশালী রঙ মনে করা হয়। এটি ইতিবাচক শক্তি বাড়ায়। তাই রান্নাঘরে সবসময় লাল রং করবেন। এতে বাড়ির সদস্যরা সুখে থাকবেন। আপনার আর্থিক দিকে কোনও অবনতি হবে না। মা অন্নপূর্ণা আশীর্বাদ আপনি পাবেন। আপনার রান্নাঘর সবসময় খাবারে পরিপূর্ণ থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

বিশেষ সংযোগে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি, জানুন ঘট স্থাপনের শুভ মুহূর্তবিশেষ সংযোগে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি, জানুন ঘট স্থাপনের শুভ মুহূর্ত

English summary
according to astrology to improve your finances follow these tips to paint your house before diwali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X