For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধনতেরসে লক্ষ্মীলাভ হবেই এই জিনিসগুলি কিনলে ! দেখে নিন কেনাকাটার তালিকা

উৎসবের আয়োজনে আজ থেকেই মাতোয়ারা গোটা দেশ। আগামীকাল কালীপুজো তথা দীপাবলি ঘিরে দিকে দিকে আলোর রোশনাইয়ের সাজে সাজছে বিভিন্ন এলাকা।

  • |
Google Oneindia Bengali News

উৎসবের আয়োজনে আজ থেকেই মাতোয়ারা গোটা দেশ। আগামীকাল কালীপুজো তথা দীপাবলি ঘিরে দিকে দিকে আলোর রোশনাইয়ের সাজে সাজছে বিভিন্ন এলাকা। আর তার আগে, আজ ধনতেরসের কেনাকাটায় মত্ত অনেকেই। অলক্ষ্মীকে দূর করে ঘরে লক্ষ্মী আনতে আজ তৎপর অনেকেই। কিন্তু জানেন কি, এদিন আপনার কেনাকাটার ওপর নির্ভর করবে আপনার ভাগ্যে লক্ষ্মীলাভ। সৌভাগ্য ফেরাতে দেখে নিন এই তালিকা।

ধনের বীজ

ধনের বীজ

ধনতেরসের শুভ দিনে সোনা , রূপাই শুধু নয়, লক্ষ্মীলাভ হতে পারে ধনের বীজ কিনলেও। ধনের বীজ কিনে যেখানে টাকা রাখেন সেখানে খানিকটা রেখে দিলে তা শুভ ফল দিতে পারে।

বাসন

বাসন

ধনতেরসের দিন বাসন কেনা খুবই শুভ। তবে অ্যালুমিনিয়ামের বাসন এদিন না কেনাই ভালো।

রুপোর কয়েন!

রুপোর কয়েন!

ধনতেরসের শুভ দিনে রুপোর কয়েন কিনতে পারেন।এতে যেন অবশ্যই লক্ষ্মী ও গণেশের মূর্তি খোদাই করা থাকে। জ্যোতিষবিদরা বলছেন, এই কয়েন আপনাকে সুখ সম্পত্তি এনে দেবে।

[আরও পড়ুন:অর্থভাগ্য ধনতেরস-এ তুঙ্গে রাখতে চান! জেনে নিন কিছু বাস্তু টিপস][আরও পড়ুন:অর্থভাগ্য ধনতেরস-এ তুঙ্গে রাখতে চান! জেনে নিন কিছু বাস্তু টিপস]

শ্রীযন্ত্র

শ্রীযন্ত্র

ধনতেরসের দিন শ্রীযন্ত্র কিনলে তা লক্ষ্মীলাভের সামিল বলে মনে করা হয়। এদিন শ্রীযন্ত্রের পুজো করা হয়।

[আরও পড়ুন:ধনতেরসের দিন কলকাতায় সোনা-রূপার দাম কত! কেনাকাটার আগে চোখ রাখুন এই তালিকায়][আরও পড়ুন:ধনতেরসের দিন কলকাতায় সোনা-রূপার দাম কত! কেনাকাটার আগে চোখ রাখুন এই তালিকায়]

লক্ষ্মী-গণেশ পুজো

লক্ষ্মী-গণেশ পুজো

ধনতেরসের দিন দীপাবলির পুজোর জন্য লক্ষ্মীগণেশের মূর্তি কেনা লাভজনক। এমনই দাবি , বহু জ্যোতিষশাস্ত্রবিদের।

[আরও পড়ুন:আজ ধনতেরাস, শাস্ত্র বলছে, এই মন্ত্রগুলি জপে দীপ জ্বাললে পরিবারের মঙ্গল হয়][আরও পড়ুন:আজ ধনতেরাস, শাস্ত্র বলছে, এই মন্ত্রগুলি জপে দীপ জ্বাললে পরিবারের মঙ্গল হয়]

English summary
to Buy in dhanteras that brings goof luck, here is the list .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X