ধনতেরাসের শুভ দিনে এই পাঁচটি বিষয় এড়িয়ে চলুন, প্রসন্ন হবেন ভাগ্যলক্ষ্মী
পাঁচদিনের দীর্ঘ দিওয়ালি বা দীপাবলী উৎসবের সূচনা হয়ে গেল ১২ নভেম্বর ধনতেরাসের মধ্য দিয়ে। বারো মাসে তেরো পার্বনে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন এই উৎসব পালন করা হয়। দিওয়ালির দু’দিন আগে এই ধনত্রয়োদশী পালন করা হয়, যেখানে সবাই উপহার, সোনার গয়না, গাড়ি কেনেন এই পবিত্র দিনে। ইতিমধ্যেই অনেকে উপহার দেওয়া–নেওয়া করা শুরু করে দিয়েছেন। দিওয়ালির এই পাঁচদিনের উদযাপনে, সবাই নতুন পোশাক পরেন এবং তাঁদের বাড়ি সুন্দর করে সাজান এবং বাড়ি সাজান ফুল ও আলো দিয়ে। কোভিড–১৯ মহামারির মধ্যে এ বছর উৎসবের আনন্দ একটু হলেও ম্লান এবং সকলকে পরামর্শ দেওয়া হয়েছে যে ভিড় এড়িয়ে চলতে।
যদিও এখন পুরো বাজার ভর্তি হয়ে রয়েছে উপহার ও সুন্দর সুন্দর জিনিসে, যা দিয়ে সকলে নিজেদের বাড়ি সাজাতে পারেন। এই ধনতেরাসের দিন সোনা বা রূপোর কোনও জিনিস কেনা পবিত্র বলে মনে করেন। তবে অনেকেই সঠিকভাবে জানেন না যে এই ধনতেরাসের দিন কোন জিনিস কেনা শুভ আর কোনট অশুভ। তাই দেখে নিন ধনতেরাস উপলক্ষ্যে কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না।

বাড়িতে নিয়ে যাওয়ার আগে বাসনে জল ভর্তি করুন
ধনতেরাসের সময় বাসন কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। যদিও এটা অনেকেই বিশ্বাস করেন যে ধনতেরাসের দিন খালি বাসন নিয়ে যেতে নেই। তবে আপনাকে নিশ্চয়ই দোকানদার জল ভর্তি বাসন দেবেন না, তাই বাসন কেনার পর তা নিয়ে বাড়িতে ঢোকার আগে অবশ্যই তাতে জল দিয়ে ভর্তি করে নিন।

ধনতেরাসের দিন উপহার দেওয়া–নেওয়া নয়
দিওয়ালির সময় উপহারের দেওয়া-নেওয়া সবচেয়ে বেশি হয়। কিন্তু বলা হয় যে ধনতেরাসের সময় উপহার কারোর থেকে নিতে নেই বা কাউকে দিতেও নেই। এই দিনটিতে উপহার দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ নয়, বলা হয় এইদিন কাউকে উপহার দেওয়ার অর্থ তাঁকে ভালো ভাগ্য দেওয়ার সমান।

গাড়ি কিনবেন না
ধনতেরাসের দিন অবশ্যই যে কোনও জিনিস কেনাই শুভ, সেই কারণে অনেকেই তাঁদের প্রিয় গাড়ি কেনার জন্য এইদিনটিকে বেছে নেন। তবে ঘরে ইতিবাচক দিক বজায় থাকার জন্য ধনতেরাসের একদিন আগে টাকা দিয়ে দিন।

কালো রঙ থেকে দূরে থাকুন
আপনি কালো রঙ যতই পছন্দ করুন না কেন, এই রংকে শুভ বলে মানা হয় না। মানুষ প্রায়শই কোনও ধর্মীয় বিষয় থেকে এই রংকে দূরে রাখে। তেমনি ধনতেরাসের দিনও কোনও কালো রঙের কিছু বাড়িতে নিয়ে আসা ঠিক নয়।

কাঁচের সব বাসন সিল করে রাখুন
কাঁচের জিনিসের সঙ্গে অশুভ জিনিস যুক্ত বলে কুসংস্কার রয়েছে। ভারতে প্রচলিত বহু গল্পই এর সাক্ষ্য দেয়। তাই ধনতেরাসের মতো শুভ দিনে একে এড়িয়ে চলাই ভালো।