For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুন মাসে স্থান পরিবর্তন করছে একাধিক গ্রহ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

জুন মাসে স্থান পরিবর্তন করছে একাধিক গ্রহ, রাশিচক্রে পড়বে ব্যাপক প্রভাব

Google Oneindia Bengali News

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কোনও গ্রহের স্থান পরিবর্তনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যখনই কোনও গ্রহ নিজের অবস্থান বা রাশি পরিবর্তন করে, তখনই এর প্রভাব ১২টি রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে দেখা যায়। এটি ভাল বা খারাপ যে কোনও ধরণের প্রভাব ফেলতে পারে সকলের জীবনে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই বছরের ষষ্ঠ মাস জুন শুরু হতে চলেছে। আগামী জুন মাসে কিছু গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। জেনে নেওয়া যাক জুন মাসে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে এবং এর প্রভাব কীভাবে পড়তে চলেছে বিভিন্ন জাতক জাতিকাদের জীবনে।

জুনে রাশি পরিবর্তন

জুনে রাশি পরিবর্তন

জুন মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। আগামী জুন মাসে রাশি এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ। আগামী জুন মাসের বিভিন্ন সময়ে ৫টি বড় গ্রহ অবস্থান পরিবর্তন করতে চলেছে। গ্রহের এই স্থান পরিবর্তনের প্রভাব প্রায় সকল রাশির জাতক জাতিকাদের উপর কম বেশি পড়তে দেখা যাবে।

মঙ্গলের রাশি পরিবর্তন

মঙ্গলের রাশি পরিবর্তন

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে জুন মাস। জুনের দ্বিতীয় দিন অর্থাৎ ২ তারিখ মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে। এই সময়ে মঙ্গল গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল গ্রহকে যে কোনও রাশির জন্মছকে কঠোর পরিশ্রম, সাহসিকতা, শক্তি, সাহস এবং শক্তির কারক হিসাবে বিবেচনা করা হয়। আর সেক্ষেত্রে মঙ্গলের অবস্থান পরিবর্তনের কারণে জাতক জাতিকাদের জীবনে আসবে বড় পরিবর্তন।

 বুধের বিপরীত গমন

বুধের বিপরীত গমন

২ জুন মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের পরের দিনেই ৩ জুন পিছিয়ে যাচ্ছে বুধ গ্রহ। আগামী ৩ জুন, বুধ গ্রহ বৃষ রাশিতে পিছিয়ে যাবে। যে কোনো গ্রহ যখন বিপরীতমুখী হয়, তখন সোজা সরে যাওয়ার পরিবর্তে বিপরীত দিকে চলে। কোনো ব্যক্তির কুণ্ডলীতে বুধ গ্রহ শক্তিশালী হলে সেই ব্যক্তির শিক্ষা, পেশা, ব্যবসা ও চাকরিতে উন্নতি হয়। কুণ্ডলীতে বুধ গ্রহকে বাকশক্তি, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারক বলে মনে করা হয়। বুধের বিপরীত গমনে প্রভাব পড়বে জাতক জাতিকার বুদ্ধিমত্ত্বায়।

সূর্যের পরিক্রমা

সূর্যের পরিক্রমা

আগামী ১৫ই জুন গ্রহদের অধিপতি সূর্য নিজের স্থান পরিবর্তন করতে যাচ্ছেন। এই সময়ে সূর্য দেবতা বৃষ রাশিতে অবস্থান রয়েছেন। এরপর তিনি মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও রাশিতে যে অবস্থানে সূর্য শক্তিশালী অবস্থানে রয়েছে সেই সকল জাতক জাতিকারা সম্মান এবং খ্যাতি লাভ করতে চলেছেন। এই সময়ে, সূর্য দুর্বল অবস্থানে থাকলে ব্যক্তির স্বাস্থ্য, প্রতিপত্তির উপর নেতিবাচক প্রভাব পড়ে।

 বৃহস্পতি ও শুক্রের স্থান

বৃহস্পতি ও শুক্রের স্থান

২০ জুন তারিখে বৃহস্পতি কুম্ভ রাশিতে পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতি গ্রহকে সম্পদ, বৈভব, বিবাহিত জীবন, সন্তান এবং শিক্ষা ইত্যাদির কারক বলে মনে করা হয়। কুণ্ডলীতে বৃহস্পতি শক্তিশালী হলে একজন ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করেন। জুন মাসে বৃহস্পতির স্থান পরিবর্তনের প্রভাব কম বেশি পড়বে সকল রাশির জাতক জাতিকাদের উপর। শুক্র ২২ জুন কর্কট রাশিতে পাড়ি দিতে চলেছে। এই সময়ে, শুক্র গ্রহ মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। শুক্র গ্রহকে বস্তুগত সুখের কারক বলে মনে করা হয়।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

সোমবতী অমাবস্যার দিন এই কাজগুলি অবশ্যই করুন, করবেন পুণ্যলাভসোমবতী অমাবস্যার দিন এই কাজগুলি অবশ্যই করুন, করবেন পুণ্যলাভ

English summary
5 major planet transits will be held in upcoming june
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X