For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬ ডিসেম্বরের সূর্যগ্রহণ কলকাতা থেকে দেখা যাবে! গ্রহণের দিনের বাস্তু টিপস একনজরে

  • |
Google Oneindia Bengali News

মাঝে মাত্র আর কয়েকটা দিন। তারপরই আসতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ। আগামী ২৬ তারিখ সূর্যগ্রহণকে ঘিরে রীতিমতো কৌতূহলের পারদ চড়ছে। বিশ্বের বিভিন্ন অংশের পাশাপাশি শহর কলকাতাও এই সূর্যগ্রহণ নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। একনজরে দেখে নেওয়া যাক ২৬ ডিসেম্বর কোথা থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। পাশাপাশি সেই দিন ঘিরে বাস্তু টিপস একনজরে দেখে নেওয়া যাক।

কলকাতা থেকে দেখা যাবে ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ?

কলকাতা থেকে দেখা যাবে ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ?

২০১৯ সালের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা সহ , কোচবিহারের আকাশ থেকেও। মোট ৩ ঘণ্টা ৫ মিনিট এই গ্রহণকাল টিকবে। ২০১৬ সালের ৯ মার্চের পর ফের একবার এই সূর্যগ্রহণ দেখা যাবে কলকাতা থেকে।

 বাস্তু টিপস সূর্যগ্রহণ ঘিরে

বাস্তু টিপস সূর্যগ্রহণ ঘিরে

বাস্তুশাস্ত্র বলছে, সূর্যগ্রহণের দিন জলের মধ্যে রেখে দিতে হবে একটি তুলসীর পাতা। আর ততেই যাবতীয় বিপত্তি নাশ হতে পারে এই গ্রহণ ঘিরে।

 জল পান নিয়ে বাস্তু টিপস

জল পান নিয়ে বাস্তু টিপস

সূর্যগ্রহণের দিন যে সময় গ্রহণ লাগছে সেই সময় যেন ১৫ মিনিটের জন্য গৃহস্থ কেউ জল পান না করেন। বাস্তুশাস্ত্র মতে এই কাজে সুফল মেলে পরবর্তী পর্যায়ে।

 কী কী দান করা যায়?

কী কী দান করা যায়?

সূর্যগ্রহণের দিন চিনি, গম, নুন জাতীয় বিভিন্ন খাদ্যদ্রব্য় যেন কাউকে দান করা হয়, এমনই পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। তাঁদের দাবি, এই সময়ে এমন দান করলে তা গৃহস্থের সমস্যা দূর করে।

কখন হবে সূর্যগ্রহণ?

কখন হবে সূর্যগ্রহণ?

২০১৯ সালের সর্বশেষ 'গ্রহণ' সম্পন্ন হবে ২৬ ডিসেম্বর। সেদিন সকাল ৮:১৭ মিনিট থেকে শুরু হবে সূর্যগ্রহণ। আর শেষ হবে বেলা ১০:৫৭ মিনিটে। মূল গ্রহণকাল মোট ২:৪০ মিনিট ধরে চলবে। বিশ্বের একাধিক জায়গার সঙ্গে কলকাতাতেও দেখা যাবে এই গ্রহণ।

English summary
6 December Solar Eclipse 2019, Know the remedies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X