২০২১ মকর সংক্রান্তি: পৌষ পার্বনে সৌভাগ্য পেতে কী করণীয়! জানুন রাশিফল অনুযায়ী
বাউলের সুরে সুর মিলিয়ে জয়দেব কেঁদুলির সেজে ওঠে, পূণ্যস্নাণ উত্তরপ্রদেশের গঙ্গায় ভিড় জমতে দেখা যায়, গুজরাতের আকাশ ঘুড়িতে ছেয়ে যায়। তবে করোনা কালে মকর সংক্রান্তির দিন এমন কিছু দেখা যাবে, কী না, তা নিয়ে রয়েছে সংশয়! এরই মাঝে করোনাকালে নিজের ভাগ্য তুঙ্গে রাখতে কী কী করণীয় দেখা যাক। জানা যাক, সৌভাগ্য তুঙ্গে রাখতে রাশিফল কী বলছে মকর সংক্রান্তির আবহে।


গুড় দান ও সৌভাগ্য
মেষ রাশির জাতক জাতিকারা এই সময় গুড় দান করুন। এতে মিলবে বিপুল ধনরাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় তিন দান করুন। এতে স্বাস্থ্যের উন্নতি হবে।

কম্বল দান
কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় সাবুদানা, সাদা কাপড় ও রুপোর জিনিসপত্র দান করুন এতে মানসিক স্থিতিতে উন্নতি হবে। মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় যদি কম্বল, গুড়, বাদাম দান করতে পারেন, তাহলে সংসারে অর্থাভাব কমতে পারে।

তামারপাত্র দান
কন্যা রাশির জাতক জাতিকারা অন্যদিকে বাদাম, সাবু, দান করলে আর্থিক কষ্ট থেকে উদ্ধার পাবেন। সিংহ রাশির জাতক জাতিকারা তামার পাত্র দান করুন, এর সঙ্গে দান করুন লালচন্দন , এতে স্বাস্থ্যের উন্নতি হবে।

খিচুড়ি দান
বৃশ্চিক রাশির জাতকরা তিল বা খচু়ডির চাল দান করতে পারেন, এতে সৌভাগ্য সমৃদ্ধি বাড়তে পারে। এতে দাম্পত্য বিবাদ কমবে। অন্যদিকে তুলা রাশির জাতকরা সর্ষে, কিংবা সর্ষের তেল ইত্যাদি দান করেত পারেন। এতে পরিবারে ঝগড়া কমবে।

ছোলার ডাল দান
মকর রাশির জাতকর জাতিকারা তিল ও কম্বলের দান করতে পারেন। এতে ব্যবসায়িক দিক থেকে উন্নতি হবে। ধনু রাশির জাতকরা ছোলার ডাল দান করতে পারেন বলে পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষবিদরা। এতে চাকরি পাওয়ার রাস্তা অনেকটা সফল হবে।

কালো কাপড় দান
মীন রাশির জাতক জাতিকারা এই সময় হলুদ মঠ বা রেশমের কাপড় দান করুন অভাবী মানুষকে। তাতে চাকরি পেতে সুবিধা হবে। কালো কাপড় এবং
খিচুড়ি যদি এই সময় দরিদ্র কোনও মানুষকে কুম্ভ রাশির জাক জাতিকারা দান করেন তাহলে জমি জমা সংক্রান্ত বিবাদ থেকে মুক্তি পাবেন।