2020 Vijaya Ekadashi:শত্রু দমন করতে জেনে নিন এই ব্রতের দিন,ক্ষণ, তারিখ
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে প্রতিবারের মতো এই বছরেও আয়োজিত হচ্ছে বিজয়া একাদশী। এমন সময় বিষ্ণুর আরাধনা করা হয়। আর এই সময়কাল মিটতেই শুরু হয় শিবের আরাধনা। পালিত হয় শিবরাত্রি। কথিত রয়েছে যে এই বিজয়া একাদশীর দিন যদি সঠিকভাবে ব্রত পালিত হয়, তাহলে শত্রু নিধন হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, বিজয়া একাদশী আসলে কী?

বিজয়া একাদশী কেন পালিত হয়?
কর্মে বাধা ও কার্যক্ষেত্রে সমস্যা বা জটিলতা কাটাতেই পালিত হয় বিজয়া একাদশী। এমন দিনে হিন্দু শাস্ত্র মতে একটি বিশেষ ব্রত পালিত হয়। মনে করা হয় সেই বিশেষ ব্রত পালন করে কর্মক্ষেত্রে বা তলার পথের শত্রু দমন করা যায়।

বিজয়া একাদশীর দিনক্ষণ মাহাত্ম
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি পালিত হয়। আজ অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি দুপুর ৩ টে ২ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে।

কবে শেষ হবে এই বিজয়া একাদশী?
বিজয়া একাদশীর 'পারণ মুহূর্ত'বৃহস্পতিবার ভোর ৬টা ৫৬ মিনিট থেকে ৯ টা পর্যন্ত থাকবে। আর এমন দিনেই ২ ঘণ্টা ধরে এই ব্রত পালন, পুজোপাঠ শুরু হবে বলে মনে করা হচ্ছে। মুহূর্তের হিসাবে এই দিন ২ ঘণ্টার থেকেও বেশি সময় পাওয়া যাবে।

কীভাবে করা হবে এমন পুজো?
শাস্ত্র মতে, এমন পুজো একাদশীর দি বিষ্ণুর উপলক্ষ্যে করা হয়। সাতটি ধান দিয়ে ওদিন ঘটস্থাপন কের বিষ্ণুর পুজো পালিত হয়। দীব, ধূপ , ফুল সহকারে পালিত হয় পুজো। সঙ্গে থাকে, গম , মুগ, নৈবেদ্য, চাল ছোলার সমাহার।