For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৌশিকী অমাবস্যায় এই নিয়মগুলি মেনে চললে বিপদে পড়বেন না! একনজরে কিছু পন্থা

কৌশিকী অমাবস্যা ঘিরে এদিন তারাপীঠ মন্দিরে শুরু হয়েছে বিশেষ পূজা পর্ব। শুধু তারাপীঠই নয়, দেশের বিভিন্ন অংশে বিভিন্ন রীতিতে এই অমাবস্যার তিথি পালিত হয়।

  • |
Google Oneindia Bengali News

কৌশিকী অমাবস্যা ঘিরে এদিন তারাপীঠ মন্দিরে শুরু হয়েছে বিশেষ পূজা পর্ব। শুধু তারাপীঠই নয়, দেশের বিভিন্ন অংশে বিভিন্ন রীতিতে এই অমাবস্যার তিথি পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী , ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা ঘিরে রয়েছে একাধিক নিয়ম নীতি। এমন দিনে তন্ত্র সাধনার বিভিন্ন রীতিও পালিত হয় বলে কথিত রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কৌশিকী অমাবস্যার দিন কোন কোন রীতি পালন করলে বিপদ সহজেই কেটে যেতে পারে।

প্রসাদ গ্রহণ

প্রসাদ গ্রহণ

শাস্ত্রজ্ঞদের দাবি, এমন দিনে অজানা ব্যক্তির আচমকা প্রসাদ দিতে আসলে তা গ্রহণ করতে সাবধান। এই প্রসাদ কোন পুজোর তা জেনে নিয়ে তবেই গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন অনেকে।

নখ কাটা

নখ কাটা

শাস্ত্রজ্ঞদের দাবি অনান্য অমাবস্যার মতো ,কৌশিকী অমাবস্য়াতেও নখ না কাটাই ভালো। এতে বহু আসন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তেমনভাবেই এদিন চুল না কাটলেও ভালো হয়। এমনই পরামর্শ অনেকের।

বাইরের আমিষ খাবার থেকে সাবধান

বাইরের আমিষ খাবার থেকে সাবধান

বহু শাস্ত্রজ্ঞের মতে, অমাবস্যার দিন বাড়ির বাইরের যেকোনও আমিষ খাবার থেকে নিজেরে দূরে রাখুন। এই পন্থা অবলম্বন করতে পারলে জীবনে বড়সড় বাধা পার হওয়া সম্ভব হবে।

<strong>[আরও পড়ুন:২০১৯ গণেশ চতুর্থী : ধন-সম্পত্তি তুঙ্গে রাখতে অবশ্যই পালন করুন এই পন্থা]</strong>[আরও পড়ুন:২০১৯ গণেশ চতুর্থী : ধন-সম্পত্তি তুঙ্গে রাখতে অবশ্যই পালন করুন এই পন্থা]

English summary
2019 Kaushiki Amavasya, know the dos and don'ts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X