For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ গণেশ চতুর্থীতে পড়ছে এক শুভ যোগ! কোন সময়ে সিদ্ধ হবে সমস্ত কাজ , জেনেনিন

বহুবছর বাদে গণেশ চতুর্থীতে আসতে চলেছে সুসময়। আর এই শুভ যোগ ঘিরে একাধিক ভালো কার্য সিদ্ধ হতে পারে বলে দাবি শাস্ত্রজ্ঞদের। ২ রা সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থী।

  • |
Google Oneindia Bengali News

বহুবছর বাদে গণেশ চতুর্থীতে আসতে চলেছে সুসময়। আর এই শুভ যোগ ঘিরে একাধিক ভালো কার্য সিদ্ধ হতে পারে বলে দাবি শাস্ত্রজ্ঞদের। ২ রা সেপ্টেম্বর পড়ছে গণেশ চতুর্থী। তার আগে এই শুভ যোগ ঘিরে উঠে আসছে বেশ কিছু সময়ের হিসাব। শাস্ত্রজ্ঞদের দাবি, বাড়িতে এই সময়ের মধ্যে গণেশ মূর্তি স্থাপন করলেও পাওয়া যেতে পারে সুফল।

কোন শুভ যোগ পড়ছে গণেশ চতুর্থীতে?

কোন শুভ যোগ পড়ছে গণেশ চতুর্থীতে?

এই সময়ে সিংহ রাশিতে সূর্য, মঙ্গল, বুধ, আর শুক্র একসঙ্গে অবস্থান করবে। অন্যদিকে রবি যোগও শুরু হবে এই সময়ে যা যেকোবও শুভ কার্য শুরু করার ক্ষেত্রে ভালো।

 গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়

গণেশ মূর্তি স্থাপনের শুভ সময়

শাস্ত্রজ্ঞদের দাবি, ২ রা সেপ্টেম্বর সকাল ৮ টা থেকেই মূলত এই শুভ সময় শুরু হয়ে যাবে। অন্যদিকে, যদি এই দিনে গৃহস্থে গণপতির মূর্তি প্রতিষ্ঠা করতে চান, তাহলে তার জন্যও রয়েছে আলাদা সময়। ২ রা সেপ্টেম্বর দুপুর ১১:৫৫ মিনিট থেকে ১২:৪৪ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করতে পারেন।

সিদ্ধিদাতার পুজোর উপকরণ

সিদ্ধিদাতার পুজোর উপকরণ

সিদ্ধিদাতা গণেশের পুজো করলে অভীষ্ট পূরণ হয় বলে শোনা যায়। গণেশকে তুষ্ট করতে তাঁর প্রিয় মোদক অর্পণ করে পুজো সম্পন্ন করলেই , তা নিরাময় করে বহু সমস্যার। আর সেই আরাধনার উপযুক্ত সময় আসন্ন গণেশ চতুর্থী।

English summary
2019 Ganesh Chaturthi, see the Auspicicous time for placing Ganesh Idol .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X