টাকার দামে অধঃগতি! অবশেষে গা ঝাড়া দিয়ে উঠলেন মোদী, সপ্তাহান্তে জরুরি বৈঠক

গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও বাজার খুলতেই ডলারের সাপেক্ষে টাকার দাম দ্রুতগতিতে নেমে গিয়েছে। গত সপ্তাহে তা সত্তরের ঘর ছুঁয়েছিল। এবার তা ৭২ টাকা ছাড়িয়ে ৭৩-এর ঘরে ঢোকার অপেক্ষায় রয়েছে।


গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও বাজার খুলতেই ডলারের সাপেক্ষে টাকার দাম দ্রুতগতিতে নেমে গিয়েছে। গত সপ্তাহে তা সত্তরের ঘর ছুঁয়েছিল। এবার তা ৭২ টাকা ছাড়িয়ে ৭৩-এর ঘরে ঢোকার অপেক্ষায় রয়েছে। তা দেখেই সপ্তাহের শেষে জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই কোন নীতি সরকার নিতে চলেছে সেই সংক্রান্ত জরুরি ঘোষণা করা হবে।

Advertisement

মূলত টাকার অধঃগমনকেই আটকাতে সরকার ব্যবস্থা নেবে। এর পাশাপাশি জ্বালানির দাম যে হারে বাড়ছে তা ঠেকাতেও সরকার নীতি নির্ধারণে বৈঠক করবে। গত তিন মাস ধরেই টাকার দাম ডলারের তুলনায় পড়ছে। এছাড়া ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিও নজরে পড়ার মতো।

Advertisement

বৃহস্পতিবার অগাস্টে মুদ্রাস্ফীতির হার কেমন তাও প্রকাশ করবে কেন্দ্র। সেখানে কোন ওঠানামা হয় সেটাও লক্ষ্যণীয়। সরকার কোন ব্যবস্থা নেয় সেদিকে শেয়ার বাজারও তাকিয়ে রয়েছে। সরকারের গ্রহণযোগ্য কাজ হলে বাজার ভালো ফল করতে শুরু করবে। আর তা না হলে বাজারে ফের নতুন করে অনিশ্চয়তা তৈরি হবে।

[আরও পড়ুন: '৩ কোটি খরচ করলে মাঝেরহাট ব্রিজ-বিপর্যয় হত না! মুখ্যমন্ত্রী ২৮ কোটি অনুদান দেন']

এদিন বাজার বন্ধ হওয়ার আগে কিছুটা শক্তিশালী হয়ে টাকার দাম উপরে উঠে ৭২.১৯ টাকায় থেমেছে। একটা সময়ে তা প্রায় ৭৩ এর কোটায় পৌঁছে গিয়েছিল। সেনসেক্স ও নিফটিও কিছুটা উপরে উঠে এদিন শেষ করেছে।

Advertisement

[আরও পড়ুন: মন্দিরে ভাইরাল নাচ মুম্বইয়ের মডেলের, ভিডিও ঘিরে বিতর্ক মধ্যপ্রদেশে ]

প্রসঙ্গত, মুম্বইয়ে পেট্রোলের দাম ৯০ টাকা লিটারে পৌঁছে গিয়েছে। অন্য শহরের তা ৮০ টাকা ছাড়িয়েছে। ডিজেলও সত্তরের ঘর ছাড়িয়ে আশির ঘরে পা বাড়িয়েছে। শেয়ার বাজারে পরপর কয়েকদিনের ধস, টাকার দাম নেমে যাওয়া সবমিলিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।

[আরও পড়ুন:সারা দেশে রেল ব্রিজগুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখতে বাইরের সংস্থা দিয়ে 'সেফটি অডিট' করতে চলেছে ]

English Summary

PM Narendra Modi to hold a meeting this weekend to arrest rupee slide
Advertisement