'শবর'কে কী 'দাদাগিরি' দেখাতে পারলেন যশ-মিমি, জেনে নেওয়া যাক

আবার একবার যশ-মিমি জুটি। বিরসা দাশগুপ্তের 'গ্য়াংস্টার' ছবিতে দুজনের জোরালো পারফরম্যান্সের পর , আবারও টলিউডের সিলভার স্ক্রিন মাত করতে দেখা গেল 'টোটাল দাদাগিরি' ছবির মাধ্য়মে।


আবার একবার যশ-মিমি জুটি। বিরসা দাশগুপ্তের 'গ্য়াংস্টার' ছবিতে দুজনের জোরালো পারফরম্যান্সের পর , আবারও টলিউডের সিলভার স্ক্রিন মাত করতে দেখা গেল 'টোটাল দাদাগিরি' ছবির মাধ্য়মে। ছবিতে দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত সহ একাধিক গুণী অভিনেতা অভিনেত্রী।

Advertisement

ছবির গল্প

ইঞ্জিনিয়ারং এর পড়ুয়া জয় (যশ) । ক্লাসে দু'বার পেল করার পর নিজেকে খুব একটা সমলাতে পারেনি পড়শুনোর দিক থেকে। কিন্তু এরই মধ্যে সে পড়ে গিয়েছে জোনাকি(মিমি) র প্রেমে। জোনাকি এমবিএর ছাত্রী। একই কলেজে দুজনের পড়াশুনো। প্রেমে পড়ার পর সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎই জয় জানতে পারেন, যে জোনাকির বাবা সেই কলেজেরই অধ্যাপক, যিনি জয় কে কলেজ থেকে বার করতে চাইছেন। তারপর কী হয় জানতে গেলে দেখতে হবে এই ছবি।

Advertisement
পরিচালনা

এই ছবির পরিচালনা করেছেন পথিকৃত বসু। তিনি প্রথম থেকে জানিয়ে এসেছেন এটি অন্য ধরনের প্রেম কাহিনি। আর সেই মেনেই গোটা ছবিতে প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে কমেডির মোড়কে। তবে ছবির কাঠামো খুব একটা পোক্ত ভাবতে গড়তে পারেননি পরিচালক। তাই কমেডির দিকটিও খানিকটা ভোঁতা হয়ে গিয়েছে।

অভিনয়

যশ মিমি জুটির এটি দ্বিতীয় ছবি। ইন্ডাস্ট্রিতে মাত্র ২ ফিল্ম পুরনো যশ। সেদিক থেকে দেখতে গেলে নিজের মতো করে তিনি সমস্তরকম চেষ্টা করেছেন অভিনয়ের দিক থেকে। অভিনয় তাংর যেমনই থাকুক , 'হল' জুড়ে তাঁর মহিলা ভক্তরা ছবিটি উপোবোগ করেছেন প্রচুর। অন্যদিকে. মিমিকে আবারও দেখা গেল চেনা মোড়ক ছেডে় বেরতো। অন্যভাবে ছবিতে দৃষ্টি আকর্ষম করেছেন রজতাভ।

সবশেষে

ছবির গান হিট করলেও, সেভাবে ছুঁতে পারেনি খ্যাতি। তবে উইকএন্ডে প্রমিকার সঙ্গে হালকা মেজাজে কোনও ছবি দেখতে চাইলে দেখতেই পারেন 'টোটাল দাদাগিরি'। যদিও শবর দাশগুপ্তকে এই ছবি হারাতে পারেনি।

English Summary

bengali film total dadagiri movie review