বড়সড় বিপর্যয়ে কঙ্গনার 'মণিকর্ণিকা'! আরও এক নামী ব্যক্তিত্ব ছাঁটাই ফিল্ম থেকে

বড়সড় সমস্যার মুখে কঙ্গনা রানাওয়াতের ছবি 'মণিকর্ণিকা'। ছবি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন পরিচালক। তারপর ছবির বাকি অংশের শ্যুটিং এর জন্য পরিচালনার দায়িত্ব নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।


বড়সড় সমস্যার মুখে কঙ্গনা রানাওয়াতের ছবি 'মণিকর্ণিকা'। ছবি থেকে ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন পরিচালক। তারপর ছবির বাকি অংশের শ্যুটিং এর জন্য পরিচালনার দায়িত্ব নেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এরপরই ছবি ছেড়ে বেরিয়ে যান অভিনেতা সোনু সুদ। আর এত ঝড়ের পর, এবার ছবির দায়িত্ব থেকে ছাঁটাই ছবির অন্যতম প্রযোজক।

Advertisement

'মণিকর্ণিকা' ছবির পরিচালক কৃশ অনেকদিন আগেই ছবি ছেড়ে বেরিয়ে যান। এনটিআর-এর বায়োপিকে তিনি পরিচালনা করবেন বলে, মাঝ পথেই ছেড়ে দেন পরিচালনার কাজ। এরপর কঙ্গনা দায়িত্ব নেন ছবির বাকি অংশের জন্য। কিন্তু কঙ্গনা পরিচালনার দায়িত্ব নিতেই ফিল্ম ছেড়ে দেন অভিনেতা সোনু সুদ। যা নিয়ে বিতর্ক কিছু কতম হয়নি। বিতর্কের ঝড় থামতে না থামতেই, আরও এক নয়া বিতর্ক 'মণিকর্ণিকা' ঘিরে। এবার ছাঁটাই ফিল্মের অন্যতম প্রযোজক তথা জি স্টুডিও -র বিজনেস হেড সুজয় কুট্টি।

Advertisement

[আরও পড়ুন:'সীমারেখা' থেকে 'কৃষ্ণকলি', এই সপ্তাহে কোন সিরিয়ালে থাকছে কী চমক! জেনেনিন ]

জানা গিয়েছে, ফিল্মের কয়েকটি দৃশ্য ফের একবার শ্যুট করার জন্য ফিল্ম প্রযোজনায় আরও ৩০ কোটি টাকা খরচ হয়েছে। যার মোট খরচ আপাতত ৭০ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর সেজন্যই ফিল্মের প্রযোজক সুজয়ের ওপর কোপ বসানো হয়েছে বলে খবর।

[আরও পড়ুন:শাহিদ-মীরার পর করিনা-সইফও দ্বিতীয় সন্তানের অপেক্ষায়! মুখ খুললেন বেবো ]

[আরও পড়ুন: বিক্ষোভ-বিতর্কেরই মধ্যেই প্রেসিডেন্সির সমাবর্তেন সৌমিত্রকে অনন্য সম্মান]

English Summary

Kangana Ranaut's Manikarnika in HUGE trouble, the producer gets SACKED
Advertisement