For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেট ২০২০: কিষাণ রেলে লাভবান হবে পশ্চিমবঙ্গ

কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য ঢালাও প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার।

Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য ঢালাও প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। যার মধ্যে অন্যতম কিষাণ রেল। এই কিষাণ রেল প্রকল্পে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গই। এমনই মনে করা হচ্ছে। রাজ্যের সবজি এবং ফুল চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন।

কিষাণ রেলের সুবিধা

কিষাণ রেলের সুবিধা

মোদী সরকারের কিষাণ রেলে সুবিধা পাবেন রাজ্যের কৃষকরা। কারণ এই ট্রেনে থাকছে শীতাতপ নিয়ন্ত্রিক কোচ যাতে সবজি এবং ফুল অনেকদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। সহজে নষ্ট হয়ে যাবে না। রাজ্যে বিপণন দফতরের আধিারিকরা জানাচ্ছেন পরিবহণে সঠিক বন্দোবস্ত না থাকার করাণে রাজ্যে উৎপাদিত সবজি, ফুল এবং ফলের ১৮ থেকে ২৫ শতাংশ নষ্ট হয়ে যায়। ট্রাকে করে অন্য রাজ্যে পাঠানো হয় ফল। যা সংরক্ষণের সঠিক বন্দোবস্ত থাকে না।

 পিপিপি মডেলে হবে কিষাণ রেল

পিপিপি মডেলে হবে কিষাণ রেল

মোদী সরকার পিপিপি মডেলে এই রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এতে শুধু সবজি, ফুল, ফল নয় দুধ, ডিম, মাছও এক রাজ্য থেকে অন্য রাজ্যে সরবরাহ করা হবে। এবং পরিবহণের খরচ অনেকটাই কমবে। বড় ফ্রিজের আকারে তৈরি করা হবে কোচগুলি।

সবচেয়ে বেশি সবজি হয় রাজ্যে

সবচেয়ে বেশি সবজি হয় রাজ্যে

সবজি উৎপাদনে দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৮-১৯ অর্থবর্ষে ২৯.৫৫ মিলিয়ন সবজি উৎপাদিত হয়েছে রাজ্যে। গোটা দেশের প্রায় ১৫.৯ শতাংশ সবজি উৎপন্ন হয় রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এমনই প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কোনও কারণে সেসময় সেটি বাস্তবায়িত করা যায়নি।

English summary
Kishan rail will help bengal farmers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X