For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) একসপ্তাহের ছুটিতেই ঘুরে আসুন স্বপ্নসুন্দর মানালি

  • |
Google Oneindia Bengali News

গরমে হাঁসফাঁস অবস্থা সারা রাজ্যের। সকলে আকাশের দিকে করুণ চোখে তাঁকিয়ে রয়েছেন বরুণ দেবতার কৃপা চেয়ে। বৃষ্টি না হলে গরম আরও বাড়বে। আর তা থেকে বাঁচার একটাই উপায়। পরিবার নিয়ে সপ্তাহখানেক কোথায় ঘুরে আসা।

ভাবছেন, তার জন্য আবার গাঁটের কড়ি খসাতে হবে আপনাকে। মোটা টাকা গচ্ছা যাবে। তবে জায়গাটির নাম যদি হয় মানালি, ভেবে দেখতেই পারেন আপনি। সারা দেশে এমন সুন্দর জায়গা খুব কমই রয়েছে। সপ্তাহখানেকের ছুটি পেলেই হিমেল পরশ গায়ে মেখে ঘুরে আসুন, মন ভালো হয়ে যাবে।

হিমাচলের মধ্যে অন্যতম দর্শনীয় স্থান মানালি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০৫০ মিটার উচ্চতায় আবস্থিত। হিন্দু পুরাণ অনুযায়ী মনু নামে দেবতার নাম থেকে এই জায়গার নাম হয়েছে মানালি।

হিমালের মূল শহর সিমলা থেকে ২৭০ কিলোমিটার দূরে কুলু জেলায় অবস্থিত। এখানকার জনসংখ্যা মাত্র ৮০৯৬ জন।

মানালি ও তার কাছাকাছি দর্শনীয় জায়গাগুলির মধ্যে অন্যতম হল রোহটাং পাস, সোলাং উপত্যকা, হিড়িম্বাদেবী টেম্পল, পানদোহ বাঁধ, বিজলি মহাদেব টেম্পল, ভৃগু লেক, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক সহ আরও অনেক কিছু।

নিচের স্লাইডে দেখে নিন মানালির স্বর্গীয় সৌন্দর্য।

বীর

বীর

হিমাচলের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট এই বীর।

কাংরা

কাংরা

১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর এই এলাকা পাঞ্জাবের অন্তর্ভুক্ত হয়ে যায়। পরে ১৯৬৬ সালে তা হিমাচলের মধ্যে ঢুকে যায়।

কেলং

কেলং

অপূর্ব সুন্দর কেলং পরিচিত 'ল্যান্ড অব মনাস্ট্রি' নামে।

লাহউল

লাহউল

ইন্দো-তিব্বত সীমান্তে অবস্থিত এই বরফে মোড়া এলাকা।

মান্ডি

মান্ডি

মান্ডি পরিচিত 'বারানসী অব হিলস' নামে। আগে এটি মান্ডব নগর নামে পরিচিত ছিল।

পালামপুর

পালামপুর

পালামপুরে একদিকে যেমন রয়েছে পুরনো স্থাপত্য তেমনই রয়েছে পাইন ও দেবদারুর ঘন জঙ্গল।

স্পিতি

স্পিতি

হিমাচলের অন্যতম সুন্দর পাহাড়ঘেরা উপত্যকা এই স্পিতি।

রোটাং পাসের বরফে মোড়া পাহাড়

রোটাং পাসের বরফে মোড়া পাহাড়

এখানে বরফের নানা স্পোর্টস অনুষ্ঠিত হয়।

সোলাং

সোলাং

মানালি থেকে ১২ কিমি দূরে অবস্থিত সোলাংয়ে স্কিয়িং অন্যতম আকর্ষণ।

মানালি

মানালি

রোটাং পাসের বরফে মোড়া পাহাড়

মানালি

মানালি

জঙ্গলের মাঝ দিয়ে চলেছে পাহাড়ি রাস্তা।

মানালি

মানালি

পাহাড়ি নদীর অপূর্ব শোভা

মানালি

মানালি

বরফে মোড়া পাহাড়ের অপূর্ব দৃশ্য।

মানালি

মানালি

পাহাড়ি গ্রামের কটেজ থেকে মানালির শোভা।

মানালি

মানালি

পাহাড়ি নদীর অপূর্ব শোভা

English summary
Weekend Getaways Around Manali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X