For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারতে এমন আজব সংগ্রহশালা রয়েছে আপনি জানতেন?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

জাদুঘর বা সংগ্রহশালা বললেই একরাশ ভাবনা আমাদের মাথায় এসে ভিড় করে। পুরনো নানা জিনিসের এক অদ্ভুত সমাহার যার পরতে পরতে লেগে রয়েছে আশ্চর্য ইতিহাসের ছোঁয়া। এতে যেমন থাকে রহস্যের গন্ধ, তেমন থাকে অজানা উৎসাহ।

ভারতের এই বিলাসবহুল ট্রেনগুলির নাম শুনেছেন কি?

ভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন না

সেজন্যই ইতিহাসকে ছুঁয়ে দেখতে নেশার মতো অনেকেই বারবার ছুটে যান জাদুঘরে। ভারত এমনই এক ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ যার প্রদেশে প্রদেশে এমন হাজারো জাদুঘর না জানি কতো রহস্যকে নিজের মধ্যে লুকিয়ে রেখেছে।

পৃথিবীর এই জায়গাগুলো সম্পর্কে আপনি জানেন কি?

বিস্ময়কর 'রামসেতু' নিয়ে অদ্ভুত কয়েকটি তথ্য

তবে এমন কিছু জাদুঘর বা সংগ্রহশালা ভারতে রয়েছে যা এর মধ্যেও একেবারেই অন্যরকম। এর ভাবনা, বৈশিষ্ট্য সবই অন্য ধরনের। কেমন চরিত্র এই সংগ্রহশালাগুলির তার বিস্তারিত বিবরণ নিচের স্লাইডে দেওয়া হয়েছে।

নিজামের সংগ্রহশালা

নিজামের সংগ্রহশালা

হায়দ্রাবাদের শেষ নিজাম ওসমান আলি খানের পুরানি হাভেলিতে তাঁর পাওয়া নানা উপঢৌকন নিয়ে তৈরি এই সংগ্রহশালা। এতে নানা ধরনের হাতে তৈরি সামগ্রী ও কিছু পুরোনো গাড়ি রয়েছে।

মোটরসাইকেল মিউজিয়াম

মোটরসাইকেল মিউজিয়াম

পুরনো গাড়ির সংগ্রহশালা অনেক রয়েছে। তবে মোটরসাইকেলের সংগ্রহশালা বোধহয় এটিই প্রথম। বেঙ্গালুরুতে অবস্থিত এই মোটরসাইকেল সংগ্রহশালায় মোট ২০টি এমন দ্রষ্টব্য রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মোটরসাইকেলও এখানে রয়েছে।

ডাইনোসর ও ফসিলস পার্ক

ডাইনোসর ও ফসিলস পার্ক

টিভিতে ডাইনোসরদের ডিম না দেখে সত্যিকারের ডাইনোসরদের ডিম বা জীবাশ্ম দেখতে চাইলে গুজরাত চলে যান। এই ডাইনোসর ও ফসিলস পার্কে আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে। এই পার্ককে ভারতের জুরাসিক পার্কও বলা হয়।

সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম

সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম

পুরনো দিনে কেমন ধরনের শৌচালয় ছিল তার ধারণা এখানে গেলে আপনি পেয়ে যাবেন। নানা সময়ের শৌচালয়ে ব্যবহৃত সামগ্রী নিয়ে তৈরি এই সংগ্রহশালা। এটি নয়া দিল্লিতে অবস্থিত।

ঘুড়ি মিউজিয়াম

ঘুড়ি মিউজিয়াম

আহমেদাবাদের এই সংগ্রহশালাটি সংস্কার কেন্দ্রের মধ্যে অবস্থিত। এখানে ঘুড়ি ছাড়াও নানা ধরনের হস্তশিল্প, ছবি ও আঁকার সংগ্রহশালা রয়েছে।

আরবিআই মিউজিয়াম

আরবিআই মিউজিয়াম

ভারতে আদিম সময় থেকে মুদ্রা ব্যবস্থার প্রচলন ছিল। রিজার্ভ ব্যাঙ্কের এই সংগ্রহশালায় ভারতের মুদ্রা ও টাকার বিবর্তনকে সংগৃহীত করে রাখা রয়েছে।

রেল মিউজিয়াম

রেল মিউজিয়াম

ভারতীয় রেলের ইতিহাস ও ঐতিহ্যকে সামলে রাখতে এমন সংগ্রহশালা তৈরি করেছে ভারতীয় রেল। নানা সময়ের ট্রেন, তার ইঞ্জিন, বিবর্তনের ইতিহাস জানা যাবে এখানে গেলেই।

শঙ্কর ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়াম

শঙ্কর ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়াম

দিল্লিতে অবস্থিত এই যাদুঘরটি ১৯৫৭ সালে তৈরি করেন কে শঙ্কর নামে এক কার্টুনিস্ট। হাঙ্গেরি নিবাসী ভদ্রলোকের থেকে একটি পুতুল উপহার পান তিনি। তারপর থেকে দেশ-বিদেশের নানা ধরনের পুতুল নিয়ে এটি তৈরি হয়। এখানে ৬৫০০ ধরনের পুতুল রাখা রয়েছে।

আইএনএস কুরুসুরা সাবমেরিন মিউজিয়াম

আইএনএস কুরুসুরা সাবমেরিন মিউজিয়াম

ভারতীয় নৌসেনার একটি সাবমেরিন হল আইএনএস কুরুসুরা। ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এখন এটি সংগ্রহশালা হয়ে গিয়েছে। বিশাখাপত্তনমে রাখা আছে এই সাবমেরিনটি।

English summary
Uncommon Museums in India That're Quite Amazing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X