For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভরা বর্ষায় দক্ষিণ ভারতে ঘোরার আদর্শ জায়গা একনজরে

  • |
Google Oneindia Bengali News

ভরা বর্ষায় অনেকেই ঘুরতে যেতে চান না। এই সময়টাকে নানা রাজ্যে ঘুরতে যাওয়ার 'অফ সিজন' বলে গণ্য করা হয়। তবে দক্ষিণ ভারতে কিন্তু সে নিয়ম খাটে না। বরং বর্ষার সময়ে যেন আরও রঙীন হয়ে ওঠে ভারতের এই প্রান্ত। [ভারতের সেরা হিল স্টেশনগুলির একঝলক]

বর্ষাকালে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলে প্রচুর মানুষ ঘুরতে আসেন। এখানকার পাহাড়ি জায়গা, ঝরনা, জঙ্গলগুলি যেন আরও আকর্ষণীয় হয়ে ওঠে এই সময়ে। [প্রকৃতির কোলে এই জায়গাতেই খুঁজে পাবেন নিজেকে]

তাই ভরা বর্ষায় দক্ষিণ ভারতে ছুটি কাটাতে এলে আনন্দের কোনও খামতি থাকবে না। নিচের স্লাইডে দেখে নিন দক্ষিণ ভারতের কয়েকটি অপূর্ব সুন্দর দর্শনীয় স্থান সম্পর্কে যেখানে এই বর্ষায় পরিবার নিয়ে আসতেই পারেন আপনি। [হানিমুনের মজা দ্বিগুণ হবে এই সমুদ্র সৈকতগুলিতে]

কোড়াচাদরি, কর্ণাটক

কোড়াচাদরি, কর্ণাটক

পশ্চিমঘাট পর্বতমালার কোলে দক্ষিণ ভারতের অন্যতম দর্শনীয় স্থান এই কোড়াচাদরি। কর্ণাটকের দশম উচ্চতম চূড়া এটি। ঘন জঙ্গলে ঢাকা এই শৃঙ্গে ওঠার জন্য বেশ কয়েকটি ট্রেকিং রুট রয়েছে। বর্ষাকালে এই জায়গার শোভা আরও বেড়ে যায়।

আগুম্বে, কর্ণাটক

আগুম্বে, কর্ণাটক

কর্ণাটকের শিমোগা জেলার একটি ছোট গ্রাম আগুম্বে। 'রেইন ফরেস্ট' হিসাবে পর্যটকদের কাছে এর মূল আকর্ষণ রয়েছে।

পাহাড়ের গায়ে গহন অরণ্য ও সঙ্গে নিরন্তর বৃষ্টি, যার ফলে এই জায়গাকে দক্ষিণ ভারতের চেরাপুঞ্জি বলে ডাকা হয়।

কুর্গ, কর্ণাটক

কুর্গ, কর্ণাটক

কুর্গ অথবা কোড়াগু কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশনগুলির অন্যতম। এখানে কফি বাগান রয়েছে। এছাড়াও এই কুর্গ থেকেই কাবেরী নদীর উৎপত্তি হয়েছে।

আরাকু উপত্যকা, অন্ধ্রপ্রদেশ

আরাকু উপত্যকা, অন্ধ্রপ্রদেশ

বিশাখাপত্তনমের পূর্বঘাটের একটি হিল স্টেশন আরাকু ভ্যালি। গলিকোণ্ডা, রত্নকোণ্ডা, চিতামোগোন্ডি ইত্যাদি পাহাড়ে ঘেরা এই জায়গা বর্ষায় অপূর্ব রূপ ধারণ করে।

অনন্তগিরি পাহাড়, তেলেঙ্গানা

অনন্তগিরি পাহাড়, তেলেঙ্গানা

রঙ্গ রেড্ডি জেলায় অবস্থিত অনন্তগিরি পাহাড়ও ঘন জঙ্গলে ঢাকা। মুশী নদীর উৎপত্তিস্থল এই পাহাড় যা পূর্বে প্রবাহিত হয়ে প্রবাহিত হয়ে কৃষ্ণা নদীতে গিয়ে মিশেছে।

কুন্নুর, তামিলনাড়ু

কুন্নুর, তামিলনাড়ু

নীলগিরি পর্বতের পাদদেশে দ্বিতীয় উচ্চতম হিল স্টেশন হল কুন্নুর। এখানকার চা বাগানগুলি দক্ষিণ ভারতে বিখ্যাত। দক্ষিণ ভারতের আর একটি পরিচিত হিল স্টেশন উটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত কুন্নুর।

কোটাল্লাম, তামিলনাড়ু

কোটাল্লাম, তামিলনাড়ু

কোটাল্লাম বা কুটরালাম তামিলনাড়ু তথা দক্ষিণ ভারতের অন্যতম পরিচিত জায়গা। চিত্তর নদী, মণিমুথর নদী, পাচাইয়ার নদী ইত্যাদির উৎপত্তি স্থল এই এলাকা। এখানে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে। ভরা বর্ষায় যা আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

ওয়েনাড়, কেরল

ওয়েনাড়, কেরল

কেরলের এই জায়গাটি বর্ষায় পর্যটকদের সেরা আকর্ষণ। কেরলের পশ্চিমঘাট পর্বতমালার পাদদেশে অবস্থিত এই জায়গা বর্ষা হোক অথবা বছরের যেকোনও সময়, পর্যটকদের পছন্দের জায়গা।

দেবীকুলম, কেরল

দেবীকুলম, কেরল

বলা হয় রামায়ণের দেবীরা এখানকার দেবীকুলম হ্রদে স্নান করেছিলেন। এখানকার চা বাগান, খাড়া পাহাড় পর্যটকদের বারবার এখানে টেনে নিয়ে আসে।

মারায়ুর

মারায়ুর

কেরলের ইড়ুক্কি জেলাতে অবস্থিত মারায়ুর চন্দনকাঠের জঙ্গলের জন্য বিখ্যাত। মুন্নার থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত মারায়ুরে প্রায় ৬০ হাজার চন্দনকাঠের গাছ রয়েছে। দক্ষিণ ভারতের এই জায়গাটি গুড়ের জন্যও বিখ্যাত।

English summary
Places to Visit in South India this September
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X