For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাভা থেকে হাত বাড়ালেই অপরূপ কোলাখাম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পাহাড়-জঙ্গল-জলপ্রপাত। সঙ্গে উপরি পাওনা কোলাহলহীন অবকাশ। এই নিয়ে হল কোলাখাম।

কেন যাবেন: কোলাখাম তার অপূর্ব নিসর্গ নিয়ে তৈরি পর্যটকদের স্বাগত জানাতে। চোখ মেললে সামনে দেখবেন ছাঙ্গে জলপ্রপাত আর তুষারধবল কাঞ্চনজঙ্ঘা। কোলাখাম থেকে যে রাস্তাটি চলে যাচ্ছে লাভার দিকে, তার প্রায় গোটাটা গিয়েছে নেওড়া ভ্যালি জঙ্গলের ভিতর দিয়ে। এই রাস্তা ধরে এগোলে চোখে পড়ে অজস্র পাখি। ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার, রুফাস সিবিয়া, গ্রিন-ব্যাকড টিট ইত্যাদি। সন্ধেবেলা কোলাখাম থেকে দেখবেন আলো ঝলমলে রিশপ। মনে হয় অন্ধকার পাহাড়ের গায়ে অজস্র উজ্জ্বল হীরকখণ্ড। ছাঙ্গে জলপ্রপাতের উদ্দেশে যেতে হবে ঘন জঙ্গল চিরে। কানে আসবে জলপ্রপাতে প্রবল গর্জন। ৩০০ ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়ছে জলধারাটি। যদি বাংলোর চৌহদ্দিতেও গা এলিয়ে বসে থাকেন, তবুও ঝকঝকে নীল আকাশের গায়ে চকচকে কাঞ্চনজঙ্ঘাকে দেখে চোখ জুড়িয়ে যাবে।

আরও পড়ুন: উত্তরে মায়াবী নিসর্গ দেখতে চলুন উত্তরে

কীভাবে যাবেন: কোলাখাম যেতে হলে লাভা ছুঁয়ে যেতে হবে। শিয়ালদহ বা হাওড়া থেকে আসুন নিউ মাল জংশন বা নিউ জলপাইগুড়ি। সেখান থেকে গাড়িতে লাভা। লাভা থেকে আট কিলোমিটার দূরে কোলাখাম। নিউ মাল থেকে লাভার দূরত্ব ৫২ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি থেকে ১১৭ কিলোমিটার।

কোথায় থাকবেন: কোলাখামে থাকার জন্য রয়েছে নেওড়া ভ্যালি ইকো হাট। ভাড়া ১৬০০-২৩০০ টাকা দিনপ্রতি। এর সঙ্গে ব্রেকফাস্টের খরচ ধরা আছে। এ ছাড়াও রয়েছে কোলাখাম রিট্রিট। এখানেও ভাড়ার পরিমাণ নেওড়া ভ্যালি ইকো হাটের অনুরূপ।

বিশদে জানতে যোগাযোগ করতে পারেন: (১) নেওড়া ভ্যালি ইকো হাট (৯৬৭৪৯০০১০১/9674900101) বা (২) কোলাখাম রিট্রিট (৯৮৩০১৪৭৭১৮/9830147718)।

English summary
Mountain, waterfall and forest: Kolakham is a three-in-one destination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X