For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গল আর বন্যপ্রাণ ভালো লাগে? চলুন ধূপঝোরা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

জঙ্গল আর জীবজন্তু ভালোবাসেন? তা হলে চলুন ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প। নিরালায় নির্বিঘ্নে অবকাশ যাপনের দারুণ জায়গা।

আরও পড়ুন: সুন্দর সিকিমের দুই অপরূপা: রিনচেনপং ও কালুক

কেন যাবেন: গরুমারা জঙ্গলে ঢোকার পর বিস্তীর্ণ চা বাগানকে বাঁদিকে রেখে সোজা পথ চলে গিয়েছে ধূপঝোরা পর্যন্ত। এই পথে এগিয়ে গেলে দেখতে পাবেন গাছের গায়ে তৈরি কটেজ। কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠলে চোখে পড়বে দিগন্তজোড়া চা বাগান আর জঙ্গল। এটাই তিস্তা কটেজ নামে খ্যাত পর্যটক মহলে।

কক

ধূপঝোরার আরও পাওনা সকাল ও বিকেল হাতির পিঠে চেপে সওয়ারি হয়ে জঙ্গল ঘুরে বেড়ানো। বুনো জানোয়ার ছাড়াও রং-বেরঙের পাখি চোখে পড়ে। রাতে কটেজে বসে শুনতে পাওয়া যায় আদিবাসী মাদলের শব্দ।

কীভাবে যাবেন: শিয়ালদহ থেকে পৌঁছতে হবে নিউ মাল জংশন। দূরত্ব ২৫ কিলোমিটার। শিলিগুড়ি থেকে ৭৫ কিলোমিটার দূরে ধূপঝোরা এলিফ্যান্ট ক্যাম্প।

কোথায় থাকবেন: ধূপঝোরায় থাকার সেরা জায়গা হল তিস্তা গাছবাড়ি। দু'জনের থাকা-খাওয়ার সাড়ে তিন হাজার টাকা দিনপ্রতি।

English summary
If you visit forest and wildlife, visit Dhupjhora Elephant Camp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X