For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) এখুনি যেতে পারছেন না? ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ

  • |
Google Oneindia Bengali News

জীবনে একবার ভূস্বর্গ কাশ্মীরে যাওয়ার স্বপ্ন দেখি আমরা প্রত্যেকেই। উপরে নীলাকাশ, নিচে যেদিকে চোখ যায় শুধুই দুধ-সাদা বরফের চাদর বিছানো। এককথায় অনন্য, মনে হবে পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে তা রয়েছে কাশ্মীরেই।

<strong>এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়</strong></a> , <a href=এই এপ্রিলে বেড়িয়ে আসুন উত্তর ভারত" title="এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায় , এই এপ্রিলে বেড়িয়ে আসুন উত্তর ভারত" />এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায় , এই এপ্রিলে বেড়িয়ে আসুন উত্তর ভারত

এহেন কাশ্মীরেও কিছু জায়গা এমন রয়েছে যা 'বেস্ট অব দ্য বেস্ট'। এই যেমন ধরুন লাদাখ। ইন্দাস নদীর তীরে অবস্থিত এই জায়গা ঘুরে না দেখলে মানবজনম পূর্ণতা পাবে না।

লাদাখ স্থানীয়দের কাছে নানা নামে পরিচিত। যেমন, 'দ্য লাস্ট শাঙ্গরী লা', 'লিটল টিবেট', 'দ্য মুন ল্যান্ড' ও 'দ্য ব্রোকেন মুন'।

এখানকার সুদৃশ্য প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মনাস্ট্রি, গোম্ফাগুলিও আপনার মন ভরিয়ে দেবে। আপাতত যদি সশরীরে লাদাখ যাওয়ার ইচ্ছেয় দাঁড়ি টানতেও হয়, মনে মনে আপনার যাওয়া আটকাচ্ছে কে? নিচের স্লাইডগুলিতে অপূর্ব লাদাখের মনমাতানো দৃশ্য দেখে একবার চোখ জুড়িয়ে নিন।

বারালাচা

বারালাচা

বরফ কেটে পাহাড়ি রাস্তায় এগোতে হবে আপনাকে।

ফোতু লা

ফোতু লা

এখানে কিন্তু যেতেই হবে আপনাকে।

গারনেট হিল

গারনেট হিল

এখানে বাইক রেসও জমে উঠতে পারে।

গাটা লুপস

গাটা লুপস

এই আঁকা-বাঁকা রাস্তায় গাড়ি চালিয়ে যেতে দারুণ লাগবে।

হিমালয়ান হাইওয়ে

হিমালয়ান হাইওয়ে

এর মাঝখান দিয়ে গাড়ি নিয়ে গেলে স্বর্গীয় রোমাঞ্চ অনুভব করবেন।

পাহাড়

পাহাড়

লাদাখের অনন্য পাহাড়ি শোভা।

নুবরা উপত্যকা

নুবরা উপত্যকা

নুবরার মনমাতানো দৃশ্য

পানগং লেক

পানগং লেক

এখানে একবার ডুব দিয়ে আসতে পারলে বয়স এক কুড়ি কমেও যেতে পারে আপনার।

ফোবরাং

ফোবরাং

উপরে নীলাকাশ, নিচে পাহাড়ি শোভায় সেজে রয়েছে ফোবরাং।

ফিয়াং গুমফা

ফিয়াং গুমফা

পাহাড়ের কোলে সুদৃশ্য ফিয়াং গুমফা।

শে গুমফা

শে গুমফা

পিছনে বরফ ঢাকা পাহাড়, সামনে গুমফা। এককথায় অনন্য।

স্পান্গনিক

স্পান্গনিক

স্পান্গনিকের স্বর্গীয় দৃশ্য।

সুরু উপত্যকা

সুরু উপত্যকা

পাহাড়ের মাঝদিয়ে চলে গিয়েছে আঁকা-বাঁকা রাস্তা।

তাগলাং লা

তাগলাং লা

আকাশের মেঘ ভেসে এসে পাহাড়ের চূড়োয় ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে।

থিকসে মনাস্ট্রি

থিকসে মনাস্ট্রি

নয় খানা স্তুপা রয়েছে এই মনাস্ট্রিতে।

সো ক্যোগার

সো ক্যোগার

এরকম কোনও এক জায়গায়ই আমির খানের থ্রি ইডিয়টসের শুটিং হয়েছিল।

সো মোরিরি

সো মোরিরি

পাহাড়ের কোলে মোরিরি লেক। অসাধারণ।

জেনারেল জোরওয়ার কেল্লা

জেনারেল জোরওয়ার কেল্লা

কেল্লার এরিয়াল ভিউ

English summary
Heavenly Vistas of Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X