For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) বরফ আর অ্যাডভেঞ্চার চাইলে এই শীতেই ঘুরে আসুন গুলমার্গ

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর উপত্যকাকে ভূ-স্বর্গ বলা হয়ে থাকে। পৃথিবীতে এমন সৌন্দর্য খুঁজে পাওয়া ভার। বরফ, পাহাড়, নদী, নীল আকাশ, চিরসবুজ অরণ্য, সবমিলিয়ে সত্যিকারের স্বর্গ যেন রয়েছে এখানেই। [বরফের মধ্যে ট্রেকিং করতে চাইলে যেতে পারেন এমন জায়গায়]

কাশ্মীরের অন্যতম সেরা ও পরিচিত জায়গা গুলমার্গ। জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশনে সারাবছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। গরমের সময়ে যেমন ঠান্ডা আবহাওয়ায় মানুষ ছুটি কাটাতে আসেন, তেমনই শীতের সময়ে আসেন বরফ দেখতে।

এশিয়ার অন্যতম সেরা স্কিয়িং করার জায়গা রয়েছে গুলমার্গেই। এখানে বিংশ শতকে ব্রিটিশ শাসনের সময়ে স্কিয়িং ক্লাব তৈরি হয়। এছাড়াও শীতকালে আরও নানা ধরনের খেলা হয় এখানে। শীতের সময়ে গুলমার্গ পুরোটাই বরফে ঢেকে যায়। ফলে কেমন হয় গুলমার্গের চেহারা তা দেখে নিন নিচের স্লাইডগুলিতে।

পীর পঞ্জাল রেঞ্জ

পীর পঞ্জাল রেঞ্জ

গুলমার্গ জম্মু ও কাশ্মীরের পীরপঞ্জাল রেঞ্জে অবস্থিত একটি হিল স্টেশন। এটি হিমালয়েরই একটি অংশ যা হিমাচল প্রদেশ থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত বিস্তৃত হয়েছে।

বাবা ঋষি মন্দির

বাবা ঋষি মন্দির

গুলমার্গ থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই নামেই একটি গ্রাম রয়েছে। সুফি সন্ত বাবা পায়মুদ্দিনের নামে এটি নামাঙ্কিত। গুলমার্গে এলে এখানে আসতেই হবে।

অপহর্বত চূড়া

অপহর্বত চূড়া

এই পর্বতের ঢালে শীতে স্কিয়িং হয়ে থাকে। এছাড়া আরও নানা ধরনের শীতকালীন ক্রীড়া আয়োজিত হয় এখানে।

গণ্ডোলা

গণ্ডোলা

এই নামের কেবল গাড়ি পর্যটকদের গুলমার্গ থেকে খিলানমার্গ পর্যন্ত নিয়ে যায়। পর্যটকদেক কাছে এটি বিশেষ আকর্ষণের।

কংডোর

কংডোর

গুলমার্গের কাছেই আর ওকটি উপত্য়কা কংডোর বা কংডোরি। এখানেও ঈশ্বর যেন মনের মতো করে প্রকৃতিকে সাজিয়ে তুলেছেন।

স্কিয়িংয়ের আদর্শ জায়গা

স্কিয়িংয়ের আদর্শ জায়গা

গুলমার্গ হল এশিয়ার সপ্তম সেরা স্কিয়িংয়ের জায়গা। শীতকালে অনেকে শুধু স্কিয়িং করতেই গুলমার্গে আসেন।

গুলমার্গের শোভা

গুলমার্গের শোভা

ফুল ও সবুজের সমারোহ ছড়িয়ে রয়েছে সারা গুলমার্গ জুড়ে।

ট্রাভেল সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

শীতের আগেই ঢুঁ মেরে আসুন স্বপ্নসুন্দর দার্জিলিংয়েশীতের আগেই ঢুঁ মেরে আসুন স্বপ্নসুন্দর দার্জিলিংয়ে

'পূর্ব ভারতের স্কটল্যান্ড' শিলংয়ে ঘুরে আসুন কয়েকদিন'পূর্ব ভারতের স্কটল্যান্ড' শিলংয়ে ঘুরে আসুন কয়েকদিন

ঘুরে আসুন ভারতে অবস্থিত মিনি সুইৎজারল্যান্ডেঘুরে আসুন ভারতে অবস্থিত মিনি সুইৎজারল্যান্ডে

দেশের সেরা লেকগুলি সম্পর্কে জেনে নিনদেশের সেরা লেকগুলি সম্পর্কে জেনে নিন

English summary
Gulmarg Tourism: A Winter Adventure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X