For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোট্ট সফরে চলুন স্বপ্নসুন্দর বার্মিওক-ছায়াতাল

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

গ্যাংটক, পেলিং তো অনেক হল। চেনা জায়গা। এ বার চলুন বার্মিওক-ছায়াতাল। একদমই অচেনা গন্তব্য। তাই ভিড় নেই। নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে পারবেন।

আরও পড়ুন: পাহাড় ভালোবাসেন? তবে ঘুরেই আসুন নামচি

কেন যাবেন: আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কোকতাং, রাথোং, কুম্ভকর্ণ, কাবরু ইত্যাদি তুষারাবৃত শৃঙ্গ। সবুজ উপত্যকা যেখানে শেষ হচ্ছে, সেখান থেকে শুরু হচ্ছে শ্বেতশুভ্র পাহাড়। বার্মিওক-ছায়াতাল বেড়াতে গিয়ে দেখে নিতে হবে ইয়ুমা স্যামিও মাংখিম, হিখোলা ওয়াটার গার্ডেন, সিরিজংঘা ঝরনা, সিংশোর ব্রিজ, পনির কারখানা ইত্যাদি।

ততত

মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেড়াতে গেলে উপরি পাওনা কালেজ ভ্যালি উৎসব। পাহাড়ি উপজাতিদের সংস্কৃতি প্রত্যক্ষ করার সুযোগ হবে এখানে।

শরীর অনুমোদন দিলে ও হাতে সময় থাকলে চলুন ছায়াতাল ছাড়িয়ে লাল পান্ডা দেখতে। রডোডেনড্রন গাছের জঙ্গল ভেদ করে যেতে হবে। আরণ্যক রাস্তা ধরে পায়ে-পায়ে চলে যাওয়া যায় আর এক পর্যটনস্থল বার্সে পর্যন্ত।

কীভাবে যাবেন: সিকিমের বার্মিওক-ছায়াতাল যেতে গেলে প্রথমে হাওড়া বা শিয়ালদহ থেকে আসতে হবে নিউ জলপাইগুড়ি বা এনজেপি। এনজেপি থেকে বার্মিওকের দূরত্ব ১৪০ কিলোমিটার। গাড়িভাড়া করে অথবা শেয়ার জিপে আসা যায়। বার্মিওক থেকে চড়াই ভেঙে পৌঁছতে হবে চার কিলোমিটার দূরের ছায়াতাল।

কোথায় থাকবেন: বার্মিওকে থাকার জন্য রয়েছে হোটেল কাঞ্চনভিউ। সরাসরি কথা বলতে ফোন করুন- ৯০৫১১৬৬৫৬৩/9051166563

ছায়াতালে রয়েছে ছায়াতাল ভিলেজ রিসর্ট ও সিঙ্গালিলা রিসর্ট। দু'জায়গাতে ঘর পেতে কথা বলুন: এন কে সুব্বা (৯৪৩৪০১২২১৩/9434012213)

English summary
For exotic vacation, spend a few days at Barmiok Chhayatal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X