For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) স্বপ্নসুন্দর লাদাখে গেলে এই জায়গাগুলিতে যেতেই হবে

  • |
Google Oneindia Bengali News

পৃথিবীতে স্বর্গ বলে যদি কিছু থেকে থাকে তাহলে তা রয়েছে একমাত্র ভূস্বর্গ কাশ্মীরেই। এখানকার পাহাড়ি শোভা, বরফ, রুক্ষ সৌন্দর্যের সঙ্গে আর কোনও কিছুর তুলনা হয় না। [ছবিতে দেখে নিন লাদাখের স্বর্গীয় রূপ]

এর মধ্যেই সেরার সেরা জায়গা লাদাখ। বরফের এই মরুভূমিতে প্রতিবছর হাজারে হাজারে পর্যটক আসেন ও লাদাখের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। [ফটোগ্রাফির শখ থাকলে ভারতের এই জায়গায় যেতেই হবে]

লাদাখ স্থানীয় বাসিন্দাদের কাছে নানা নামে পরিচিত হয়ে রয়েছে। যেমন, 'দ্য লাস্ট শাঙ্গরী লা', 'লিটল টিবেট', 'দ্য মুন ল্যান্ড' ও 'দ্য ব্রোকেন মুন', ইত্যাদি নামে একে ডাকেন স্থানীয় অধিবাসীরা। [দেখে নিন ভারতের কোথায় তুলবেন পারফেক্ট 'সেলফি']

এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি মনাস্ট্রি, গোম্ফাগুলিও আপনার মন ভরিয়ে দেবে। তবে এই প্রতিবেদনে লাদাখের অপরিচিত বা কম পরিচিত কয়েকটি জায়গা সম্পর্কে জানানো হল। লাদাখে গেলে এখানে ঘুরে আসতেই হবে আপনাকে। [ভারতের সেরা 'রোমান্টিক স্পট']

বাসগো শহর

বাসগো শহর

১৫শ শতকে এই শহরটি গড়ে ওঠে। এখন এখানকার বাসগো মনাস্ট্রি ও দুর্গের ধ্বংসাবশেষ দেখতে বহু মানুষ আসেন।

লেহ প্যালেস

লেহ প্যালেস

লেহ প্যালেসের উপর থেকে এখানকার উপত্যকার দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। ১৭শ শতকে এখানে রাজবংশের বাস ছিল। তবে এই জায়গাটিকে এখন হেরিটজ সাইট ও মিউজিয়াম বানানো হয়েছে।

তুরতুক

তুরতুক

ভারত-পাকিস্তান সীমান্তে একেবারে ভারতের উত্তরে এই তুরতুক গ্রামটি অবস্থিত। এই উপত্যকা সিয়াচেন হিমবাহে প্রবেশের পথ হিসাবে পরিচিত।

লামায়ুরু মনাস্ট্রি

লামায়ুরু মনাস্ট্রি

লামায়ুরু মনাস্ট্রি বা য়ুরু মনাস্ট্রি তিব্বতীয় ভাবধারায় গড়ে উঠেছে। লাদাখের অন্যতম পুরনো মনাস্ট্রির একটি এটি।

সো মোরিরি লেক

সো মোরিরি লেক

লাদাখে সো মোরিরি লেকের শোভা অবর্ণনীয়। দেশের অন্যতম উচ্চতম লেক এটি।

খারদাং লা পাস

খারদাং লা পাস

নুব্রা ও শায়ক উপত্যকায় যাওয়ার গেটওয়ে হল এই খুরদাং লা পাস। মাউন্টেন বাইকিংয়ের জন্য এই জায়গাটি বিখ্যাত।

ম্যাগনেটিক হিল

ম্যাগনেটিক হিল

ম্যাগনেটিক হিল জায়গাটি অসাধারণ। এই জায়গাটি চোখে ধাঁধার সৃষ্টি করে। পাহাড় থেকে গাড়ি নিয়ে নিচে নামতে থাকলেও মনে হবে যেন উপরে উঠছেন।

English summary
Destinations in Ladakh That'll Amaze You!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X