For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) এখন যাওয়া হয়ে ওঠেনি? এবার ঘুরেই আসুন মোহময়ী গোয়ায়

  • |
Google Oneindia Bengali News

ছেলেমেয়ে এখন খানিকটা বড় হয়েছে। আপনিও টাকাকড়ির দিক থেকে অনেকটা সামলে নিয়েছেন নিজেকে। তাছাড়া অনেকদিন বড় কোনও ট্রিপেও যাননি বলে মনটা কেমন কেমন করছে! তাহলে আর চিন্তা না করে চোখ বন্ধ করে গোয়া ঘুরে আসুন। এর চেয়ে ভালো ট্রিপ আর কিছু হতে পারে না।

গোয়ার সংস্কৃতি ও ঐতিহ্য যেমন অনন্য তেমনই এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ফলে প্রকৃতি ও ইতিহাস দুটোকেই একসঙ্গে ছুঁয়ে দেখতে পারবেন।

বস্তুত গোয়া আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্বে ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর। পর্তুগিজরাই এখানে শাসন করেছে বহুবছর। এরপর ১৯৬১ সালে ভারত সরকার গোয়াকে ভারতের অংশ করে নেয়।

কী কী দেখবেন গোয়ায়? এখানকার সমুদ্রসৈকত, উপাসনালয় এবং ঐতিহ্যবাহী স্থাপত্যগুলি বিখ্যাত। প্রতি বছর এসবের টানেই লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক গোয়ায় ভিড় জমান। একদিকে পশ্চিমঘাট পর্বতমালা অন্যদিকে মোহময়ী সমুদ্রসৈকত, সবমিলিয়ে গোয়া অনন্য গোয়ায় না গেলে স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।

নিচের স্লাইডগুলিতে দেখে নিন গোয়ায় সুদৃশ্য বিচ ও দর্শনীয় স্থানগুলির ছবি।

{photo-feature}

English summary
Alluring Vistas of Goa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X