For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ভারতের সেরা ৬ মিউজিয়াম যার সংগ্রহশালা অনন্য

  • |
Google Oneindia Bengali News

মিউজিয়ামে যাওয়া মানেই এক অজানা অভিজ্ঞতা নিয়ে ফেরা। ইতিহাস, জ্ঞান-বিজ্ঞানের এক অভিনব মিশেলের নামই হল মিউজিয়াম। ভারতের যেকোনও জায়গার মিউজিয়ামেই যান না কেন, সেখানকার সংগ্রহশালা দেখলে চমকে উঠতে হয়। [ভারতের এই অচেনা জায়গাগুলিতে একবার যেতেই হবে আপনাকে]

বিভিন্ন সময়ের এক অনবদ্য দলিল হল মিউজিয়ামের সংগ্রহশালাগুলি। দেশের তো বটেই বিদেশেরও নানা বহুমূল্য জিনিস আপনি দেখতে পাবেন নানা মিউজিয়ামে ঘুরলেই। [ঘুরে আসুন ভারতে অবস্থিত এই মিনি সুইৎজারল্যান্ডে]

ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে ফিরে দেখলে চাইলে ভারতের কোন কোন মিউজিয়ামের সংগ্রহশালায় যেতেই হবে তা দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে। [ভারতের এই দশটি অদ্ভুত মন্দির সম্পর্কে আপনি জানেন না]

ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা

ছত্রপতি শিবাজি মহারাজ বাস্তু সংগ্রহশালা

১৯০০ শতকে তৈরি এই যাদুঘরের আগের নাম ছিল 'প্রিন্স অব ওয়েলস মিউজিয়াম'। ওয়েলসের রাজার ভারতে আগমনের স্মৃতিতে এটি তৈরি হয়।মুম্বইয়ের অন্যতম দ্রষ্টব্য স্থান এটি।

ইন্ডিয়ান মিউজিয়াম

ইন্ডিয়ান মিউজিয়াম

এশিয়ার সবচেয়ে পুরনো ও সুবিশাল মিউজিয়ামের একটি এই ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতায় অবস্থিত এই যাদুঘরটি ১৮১৪ সালে তৈরি হয়। এশিয়াটিক স্যোসাইটি এটিকে তৈরি করেছিল।

শঙ্কর ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়াম

শঙ্কর ইন্টারন্যাশনাল ডলস মিউজিয়াম

দিল্লিতে অবস্থিত এই যাদুঘরটি ১৯৫৭ সালে তৈরি করেন কে শঙ্কর নামে এক কার্টুনিস্ট। হাঙ্গেরি নিবাসী ভদ্রলোকের থেকে একটি পুতুল উপহার পান তিনি। তারপর থেকে দেশ-বিদেশের নানা ধরনের পুতুল নিয়ে এটি তৈরি হয়। এখানে ৬৫০০ ধরনের পুতুল রাখা রয়েছে।

কালিকো মিউজিয়াম

কালিকো মিউজিয়াম

আহমেদাবাদে অবস্থিত এই সংগ্রহশালাটি একটি টেক্সটাইল মিউজিয়াম। নানা ধরনের ও নানা জায়গার কাপড় সংগ্রহ করা হয়েছে এখানে।

গৌতম সারাভাইয়ের হাতে তৈরি এই মিউজিয়ামে মোঘল আমল থেকে শুরু করে এখনকার নানা কাপড় সংগৃহীত হয়ে রয়েছে।

ডঃ ভাউ দাজি লাড মিউজিয়াম

ডঃ ভাউ দাজি লাড মিউজিয়াম

১৮৫৫ সালে তৈরি এই মিউজিয়ামটি মুম্বইয়ের সবচেয়ে পুরনো সংগ্রহশালা। এর মূল সংগ্রহ ইন্ডাস্ট্রিয়াল আর্টের উপরে। স্থাপত্য শিল্পের নানা নিদর্শন, মাটির পুতুল ও মুম্বই শহরের নানা সময়ের ছবি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ।

ন্যাশনাল রেল মিউজিয়াম

ন্যাশনাল রেল মিউজিয়াম

এই মিউজিয়ামে ভারতীয় রেলের নামা সময়ের ট্রেনকে রেখে দেওয়া হয়েছে। এখানে টয় ট্রেন পরিষেবার মাধ্যমে দর্শকদের পুরো এলাকা ঘুরিয়ে দেখানো হয়। দিল্লিতে অবস্থিত এই ট্রেনটি মিউজিয়ামে প্রথম সময় থেকে শুরু করে এখনকার সমস্ত ট্রেনের মডেল দেখতে পাওয়া যায়।

English summary
6 Famous Museums in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X