For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নিখোঁজ' শুভাপ্রসন্ন, হুলিয়া জারির কথা ভাবছে ইডি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

শুভা
কলকাতা, ২৬ নভেম্বর: কোথায় গেলেন শুভাপ্রসন্ন?

সারদা-কাণ্ডে ইডি এবং সিবিআইয়ের নজর এখন শিল্পী শুভাপ্রসন্নের ওপর। কিন্তু এখন তিনি 'নিখোঁজ' হয়ে গিয়েছেন। গত কয়েকদিন ধরে তাঁকে পাওয়া যাচ্ছে না। ওয়াকিবহাল মহলের ধারণা, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ঝেড়ে ফেলতেই গা-ঢাকা দিয়েছেন শুভাপ্রসন্ন। ইডি তাঁর বাড়িতে তলব পাঠালেও তিনি নিজেও আসছেন না। কোনও প্রতিনিধিকেও পাঠাচ্ছেন না।

সারদা-কাণ্ডে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে শুভাপ্রসন্নের বিরুদ্ধে। তাঁকে কয়েকবার জিজ্ঞাসাবাদও করেছে ইডি। কিন্তু এতদিন মমতা তাঁর পাশে থাকায় কাউকে ডরাননি তিনি। এখন পরিস্থিতি পাল্টেছে। ৫ নভেম্বর পৈলানের একটি সভায় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে, "আমি ওঁকে সাপোর্ট করছি না" গত শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও শুভাপ্রসন্নের পাশে দাঁড়াননি মুখ্যমন্ত্রী। তার পর থেকেই তিনি 'নিখোঁজ' বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে শিল্পীর ২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'সিল' করে দিয়েছে ইডি। তাঁর নাগাল পেতে কখনও ভাঙড়ের আর্টস একরে, কখনও রায়চকের বাড়িতে, কখনও আবার সল্ট লেকের বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কোথায় গিয়েছেন, তা বলতে অস্বীকার করেছেন শিল্পীর স্ত্রী শিপ্রা ভট্টাচার্য।

এই পরিস্থিতিতে আরও কয়েকদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ইডি। যদি নিজে হাজিরা না দেন, তা হলে তাঁর নামে হুলিয়া জারি করা হবে বলে খবর। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো শুভাপ্রসন্নের সম্পত্তিরও সাময়িক দখল নেবে ইডি।

English summary
Where is Suva Prasanna, ED may attach his property as well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X