For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা নববর্ষ থেকেই 'ওয়েস্ট বেঙ্গল' হবে 'পশ্চিমবঙ্গ'

Google Oneindia Bengali News

বাংলা নববর্ষ থেকেই 'ওয়েস্ট বেঙ্গল' হবে 'পশ্চিমবঙ্গ'
কলকাতা, ২৮ জানুয়ারি : আর ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল নয়। সব ঠিক থাকলে বাংলা নববর্ষ থেকেই ইংরাজি-সহ সব ভাষাতেই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। রাজ্য সরকারের প্রস্তাবে সায় দিতে বাধা নেই স্বরাষ্ট্রমন্ত্রকেরও। আগামী মাসের মাঝামাঝি সংসদের বাজেট অধিবেশনে ওয়েস্ট বেঙ্গল (অলটারেশন অফ নেম) আইন, ২০১৪ প্রণয়নের জন্য বিল পেশ করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রক। এর পরে নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্র৷

বাংলা সংবাদপত্র 'এই সময়'-এ প্রকাশিত খবর অনুযায়ী প্রায় আড়াই বছর আগে রাজ্য সরকারের তরফে রাজ্যের নাম বদলের জন্য প্রস্তাব জানানো হয়েছিল। সেই প্রস্তাব মেনেই রাজ্য সরকার নাম বদলে রাজি আছে এই সংক্রান্ত চিঠি পাঠালেই স্বরাষ্ট্রমন্ত্রক পরবর্তী পদক্ষেপ নেবে বলেও সূত্রের তরফে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গ নাম হলে বর্ণের ক্রম অনুসারে তালিকায় রাজ্য ২৮ থেকে ২১ নম্বরে উঠে আসবে

বাংলার এই নাম বদলের প্রস্তাবে বিভিন্ন স্তরে নানা প্রশ্ন উঠেছে। 'ক্যালকাটা' নাম বদলে কলকাতা হলেও ক্যালকাটা ইউনিভার্সিটি, হাইকোর্ট অ্যাট ক্যালকাটা নাম অপরিবর্তিতই রয়েছে। ফলে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়ে গিয়েছে। আবার নাম বদলালে সর্বত্র নতুন নাম লেখানোয় বিপুল খরচ হবে বলেও অনেকে এই নাম বদলের বিরোধিতা করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের যুক্তি ছিল, নামের বর্ণানুক্রম অনুযায়ী (West Bengal)রাজ্যগুলির তালিকায় পশ্চিমবঙ্গ আছে সবচেয়ে শেষে। সেক্ষেত্রে বাংলায় তো পশ্চিমবঙ্গ রয়েছেই, বাংলার সঙ্গে অন্যান্য ভাষাতেও যদি সেই নামই রাখা হয় তাহলে (Paschim Banga) রাজ্যের নামের তালিকায় ২৮ থেকে ২১ নম্বরে উঠে আসবে রাজ্য।

পশ্চিমবঙ্গ নাম ঠিক হওয়ার আগে 'বঙ্গ', 'বঙ্গভূমি', 'বাংলা', 'বঙ্গপ্রদেশ' ইত্যাদি বহু নাম আলোচনায় ছিল। শেষপর্যন্ত বাংলা নাম অপরিবর্তিত রেখে ইংরাজি নামটাকে বিসর্জন দেওয়াতেই শেষে একমত হয় সর্বদল।

English summary
West Bengal will be Paschimbanga from Bengali new year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X