For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫২ জন প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির, মমতা বিরুদ্ধে দলের বাজি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১০ মার্চ : তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেসের পর এবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০১৬-এর জন্য প্রথম দফায় ৫২ জন প্রার্থীর নাম প্রকাশ করল বিজেপি। প্রার্থী তালিকার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাই ভোল্টেজ প্রার্থীর বিরুদ্ধে বিজেপির বাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু।

তৃণমূলের প্রার্থী তালিকা

বামেদের প্রার্থী তালিকা (প্রথম দফা)

কংগ্রেসের প্রার্থী তালিকা (প্রথম দফা)

চন্দ্র বসুকেই কী বিজেপি এবার বাংলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চলেছে এই প্রশ্নে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, এই বিষয়ে দলের তরফে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে চন্দ্র বসু দাঁড়াচ্ছেন তা পাকা।

৫২ জন প্রার্থীর তালিকা প্রকাশ বিজেপির, মমতা বিরুদ্ধে দলের বাজি নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু

৫৫ বছরের চন্দ্র বসু নেতাজির দাদা শরৎচন্দ্র বসুর নাতি। গত ২৫ জানুয়ারি হাওড়ায় একটি জনসভায় বিজেপির সভাপতি অমিত শাহের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন।

এই তালিকায় ৫২ জনের মধ্যে ৫ জন মহিলা প্রার্থী রয়েছেন। তারকা নেত্রী লকেট চট্টোপাধ্য়ায় দাঁড়াবেন ময়ুরেশ্বর থেকে। ধনেখালি থেকে দাঁড়াচ্ছেন প্রাক্তন ফুটবল তারকা ষষ্ঠী দুলে। বিজেপির হেভিওয়েট নেতা শমীক ভট্টাচার্য দাঁড়াচ্ছেন তাঁর পুরনো কেন্দ্র বসিরহাট দক্ষিণ থেকেই।

একঝলকে বিজেপির প্রার্থী তালিকা

  • বসিরহাট দক্ষিণ - শমীক ভট্টাচার্য
  • ভবানীপুর - চন্দ্র বসু
  • ধনেখালি - ষষ্ঠী দুলে
  • দাঁতন - শক্তি নায়েক
  • নয়াগ্রাম - বকুল মুর্মু
  • গোপীবল্লভপুর - সুশীল ঘোষ
  • ঝাড়গ্রাম - অজয়কুমার সেন
  • কেশায়াড়ি - মঙ্গল হাঁসদা
  • খড়গপুর সদর - দীলিপ ঘোষ
  • নাড়ায়নগড় - কৃষ্ণপদ রায়
  • সবং - কাশীনাথ বসু
  • পিংলা - অন্তরা ভট্টাচার্য
  • খড়গপুর - গৌতম ভট্টাচার্য
  • দেবড়া - সুকুমার ভুঁইয়া
  • দাসপুর - দীপক প্রামাণিক
  • ঘাঁটাল - অনুশ্রী দলুই
  • চন্দ্রকোণা - বিলাস দলুই
  • গড়বেতা - প্রদীপ লোধা
  • শালবনী - ধীমান কোলে
  • কেশপুর - দীপক পাত্র
  • মেদিনীপুর - তুষার মুখোপাধ্যায়
  • বীনপুর - মুরারিমোহন বাস্কে
  • বান্দোয়ান - লাপ্সেন বাস্কে
  • বলরামপুর - সুভাষ দাস গোস্বামী
  • বাঘমুণ্ডি - জ্যোতির্ময় মাহাতো
  • জয়পুর - শ্রীপতি মাহাতো
  • পুরুলিয়া - ডঃ সৌম্যদীপ সাহা
  • মানবাজার - গৌরি সিং সর্দার
  • কাশীপুর - কমলাকান্ত হাঁসদা
  • পারা - সমীর বাউল
  • রঘুনাথপুর - সুভাষ মণ্ডল
  • শালতোড়া - স্নেহাশিস মণ্ডল
  • ছাতনা - স্বপন মুখোপাধ্যায়
  • রানীবাঁধ - ক্ষুদিরাম টুডু
  • রাইপুর - সুধাংশু হাঁসদা
  • তালড্যাংড়া - মহাদেব কাহন
  • বাঁকুড়া - ডঃ সুভাষ সরকার
  • ওন্দা - অমর শাখা
  • বিষ্ণুপুর - নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়
  • কাতুলপুর - তরুণ কোটাল
  • ইন্দোস - নির্মল ধারা
  • সোনামুখী - দেবযানী রায়
  • পাণ্ডবেশ্বর - জিতেন চট্টোপাধ্যায়
  • দুর্গাপুর পূর্ব - অখিল মণ্ডল
  • দুর্গাপুর পশ্চিম - কল্যাণ দুবে
  • রাণীগঞ্জ - মণীশ শর্মা
  • জামুরকা - সন্তোষ সিং
  • আসানসোল উত্তর - নির্মল কর্মকার
  • কুলটি - ডঃ অজয় পোদ্দার
  • বারাবণী - অমল রায়
  • সিউড়ি - জয় বন্দ্যোপাধ্যায়
  • ময়ুরেশ্বর - লকেট চট্টোপাধ্যায়
English summary
WB Assembly poll: BJP releases first list of 52 candidates, Netaji's grandnephew up against Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X