For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচন ২০১৬ : পঞ্চম দফায় ভোট পড়ল গড়ে ৭৮.২৫%

Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ এপ্রিল : নির্বাচন প্রায় শেষ পর্বে। আজ শনিবার পঞ্চম দফার ভোটগ্রহণ হবে রাজ্যের তিন জেলার ৫৩টি আসনে। এরমধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্র, হুগলির ১৮টি কেন্দ্র ও কলকাতার ৪টি কেন্দ্র।

<strong>বিধানসভা নির্বাচন ২০১৬ : পঞ্চম দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?</strong>বিধানসভা নির্বাচন ২০১৬ : পঞ্চম দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?

<strong>পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা</strong>পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা

<strong>পঞ্চম দফা : হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে</strong>পঞ্চম দফা : হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে

<strong>(ছবি) বিধানসভা নির্বাচন : ভবানীপুরের লড়াইটা স্পষ্টতই 'দিদি' বনাম 'বৌদি'র</strong>(ছবি) বিধানসভা নির্বাচন : ভবানীপুরের লড়াইটা স্পষ্টতই 'দিদি' বনাম 'বৌদি'র

<strong>ভবানীপুরের বাম সমর্থকরা কংগ্রেস নয় বিজেপির পক্ষে, তাই লড়াইটাও আমার আর মমতার, দাবি চন্দ্র বসুর</strong>ভবানীপুরের বাম সমর্থকরা কংগ্রেস নয় বিজেপির পক্ষে, তাই লড়াইটাও আমার আর মমতার, দাবি চন্দ্র বসুর

<strong>(ছবি) গরম ভোটবাজারে সকাল সকাল ভোট দিলেন তারকারা</strong>(ছবি) গরম ভোটবাজারে সকাল সকাল ভোট দিলেন তারকারা

উল্লেখ্য এদিন কলকাতার ৪টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদলের ৪ হেভিওয়েট প্রার্থীর ভাগ্যগণনা হবে। এই চার আসনের দিকে তাকিয়ে রয়েছে রাজৈনিতক দলগুলি। এই দফায় মোট ৫৩টি বিধানসভা আসনে বাম-কংগ্রেস জোটের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের মূলত লড়াই হবে।

বিধানসভা নির্বাচন ২০১৬ : পঞ্চম দফায় ভোট পড়ল গড়ে ৭৮.২৫%

পঞ্চম দফা নির্বাচনের লাইভ আপডেট দেখুন এখানে

সন্ধ্যা ৭ টা ৪০ মিনিট : এদিন পঞ্চম দফায় তিন জেলায় গড়ে ভোট পড়ল ৭৮.২৫ শতাংশ

কলকাতায় গড় ভোটের হার ৬৩.১০ শতাংশ

দক্ষিণ ২৪ পরগনায় গড় ভোট ৭৯.৬৯ শতাংশ

হুগলিতে গড়ে ভোট পড়েছে ৭৮.৯৮ শতাংশ

সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট : এদিন নির্বাচন কমিশনে মোট ২৯৭০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২৮৪৬টি ক্ষেত্রে কমিশন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন।

সন্ধ্যা ৭ টা ০৫ মিনিট : আরামবাগের ২৭১ নম্বর বুথের ও তারকেশ্বরের ২৬৫ নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে সরানো হয়েছে।

সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট : পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ হল।

বিকেল ৫ টা ৪৭ মিনিট : আরামবাগের ২৭১ বুথে প্রিসাইডিং অফিসার স্বপনকুমার রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের। তার বিরুদ্ধে অভিযোগ, তাঁর সামনেই ছাপ্পা ভোট চলছিল বুথে। কমিশনের পক্ষ থেকে এই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়।

বিকেল ৫ টা ২৫ মিনিট : বিক্ষিপ্ত বিভিন্ন ঘটনায় কলকাতা থেকে এখনও পর্যন্ত গ্রেফতার ২৭ জন। শুধু কলকাতা বন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।

বিকেল ৫ টা ২৩ মিনিট : ক্যানিংয়ের কাঠালবেড়িয়ায় চলল গুলি। বেআইনি জমায়েত হঠাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। শূন্যে গুলি চালায় পুলিশ। এক শিশুর গায়ে আঘাত পুলিশের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু। আহত হয়েছেন পঞ্চায়েত প্রধানও।

বিকেল ৪ টে ৩২ মিনিট : দুপুর ৩টে পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৭২.১৯%।

  • দক্ষিণ ২৪ পরগনা - ৭৩.১৯%
  • দক্ষিণ কলকাতা - ৫৮.০৫%
  • হুগলি - ৭২.৪৬%

বিকেল ৪ টে ২১ মিনিট : আরামবাগের চাদুরবাজারে বহিরাগতদের ভিড় ঘিরে সিপিএম-তৃণমূল আহত। সংঘর্ষে আহত সিপিএম কর্মী। এপরই তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর। পুলিশের সামনে এখানে মজুত বোমা ফেটেছে বলে অভিযোগ।

বিকেল ৪ টে ১৭ মিনিট : ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিকেল ৪ টে ৬ মিনিট : বারুইপুরের নবগ্রামে বাম সমর্থিত একদল দুষ্কৃতী তৃণমূলের দুই কর্মীর উপর হামলা করা হয়। গুলিবিদ্ধ হয়েছেন একজন। আর একজ গুলির আঘাতে আহত হয়েছেন এক প্রতিবন্দী। এই ঘটনায় গ্রেফতার ৬ জন। স্বতঃপ্রণোদিত ভাবে রিপোর্ট তলব করল কমিশন।

দুপুর ৩ টে ৫২ মিনিট : ক্যানিং পশ্চিমে ভোটারের হয়ে অন্য লোকের ভোট দেওয়ার ঘটনায় ওই বুথের প্রিসাইডিং অফিসারকে সরালো কমিশন।

দুপুর ৩ টে ২২ মিনিট : ভোট দিলেন আনন্দমার্গীরা।

(Live) নির্বাচন: ৩টে পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৭২.১৯%, বিক্ষিপ্ত ঘটনায় কলকাতা থেকে ধৃত ২৭

দুপুর ৩ টে ১৯ মিনিট : ভাঙড়ে তৃণমূল গোষ্ঠীকোন্দল প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তৃণমূল নেতা রেজ্জাক মোল্লা বলেন, "আরাবুল ইসলাম আগে ফ্যাক্টর ছিল, এখন ট্রাক্টর। যা ব্যবস্থা নেওয়ার দল নেবে।"

দুপুর ৩ টে ৩ মিনিট : ভাঙড়ে তৃণমূলে দুই নেতা রেজ্জাক মোল্লা ও আরাবুল ইসলামের গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে। রেজ্জাক মোল্লা সমর্থক ২জন ভোট দিতে গেলে আরাবুস ইসলামের লোকেরা তাদের বন্দুকের বাট ও ব্যাট দিয়ে মাথায় মারে। আহত ২ জন।

দুপুর ২ টো ৪৫ মিনিট : দুপুর ১টা পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৫৭.১০%।

  • দক্ষিণ ২৪ পরগনা - ৫৮.২৪%
  • দক্ষিণ কলকাতা - ৪৬.৩৫%
  • হুগলি -৫৯.৮৩%

দুপুর ২ টো ৪০ মিনিট : বারুইপুর ১৩৯ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে হামলা চালাল একদল দুষ্কৃতী।

দুপুর ২ টো ৩৬ মিনিট : কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করছে। মহিলা ও ভোটারদের হেনস্থা করছে।কেন্দ্রের অঙ্গুলিহেলনে সব হচ্ছে। তবুও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছি। মন্তব্য তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের।

দুপুর ২টো ৩৫ মিনিট : ভবানীপুরের কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির গাড়ি ধাওয়া করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর অসীম বসুর বিরুদ্ধে।

দুপুর ২টো ৩১ মিনিট : দুই মেয়ে রিয়া ও রাইমাকে নিয়ে ভোট দিলেন মুনমুন সেন।

দুপুর ২ টো ৬ মিনিট : বাসন্তীতে ফরওয়ার্ড ব্লক ও তৃণমূল সমর্থকদের মধ্যে বুথ জ্যাম নিয়ে হাতাহাতি সংঘর্ষ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী।

দুপুর ১ টা ৪৩ মিনিট : সোনালি গুহর বিরুদ্ধে জেলা প্রশাসনকে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন।

দুপুর ১ টা ৭ মিনিট : কলকাতা বন্দরে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। এরপর পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করা হয়। ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাঞ্চল্য রয়েছে। গোটা এলাকায় টহলদারি দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

দুপুর ১ টা ৫ মিনিট : ইসকনের সন্ন্যাসী মতদানের জন্য লাইনে দাঁড়িয়ে।

(Live) নির্বাচন: ৩টে পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৭২.১৯%, বিক্ষিপ্ত ঘটনায় কলকাতা থেকে ধৃত ২৭

দুপুর ১ টা ৪ মিনিট : পাঠভবন স্কুলে সস্ত্রীক ভোট দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

দুপুর ১২ টা ১৬ মিনিট : সকাল ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩৮.৩০ শতাংশ।

  • দক্ষিণ ২৪ পরগনা - ৩৯.৮১%
  • দক্ষিণ কলকাতা - ৩২.৫৮%
  • হুগলি - ৩৬.৯৭%

দুপুর ১২ টা ৯ মিনিট : কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় কেন্দ্রীয় বাহিনীর দাপট এদিন চোখে পরার মতো। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের গাড়িতে লাগানো লাল বাতি খোলালো কেন্দ্রীয় বাহিনী। যদিও লালবাতি কাপড় দিয়ে ঢাকা ছিল।

সকাল ১১ টা ৫৬ মিনিট : সোনালি গুহর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

সকাল ১১ টা ৪০ মিনিট : গোঘাটের বহড়াশোলের ১১৭ নম্বর বুথের কাছে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারক আক্রান্ত। একদল দুষ্কৃতী বাইকে করে এসে তাকে আক্রমণ চালানো হয়।

(Live) নির্বাচন : সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৯.৬৪ শতাংশ

সকাল ১১ টা ৩৯ মিনিট : লেক এলাকার কেয়াতলা লেন থেকে ফের ৩টি বোমা উদ্ধার করল পুলিশ।

সকাল ১১ টা ৩৩ মিনিট : সাতগাছিয়াক ১০৭ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ। তারই জেরে বুথের সামনে অবস্থান বিক্ষোভে বসেন সোনালি গুহ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ইভিএম বদলানো হয়েছে, ফের শুরু হয়েছে ভোটগ্রহণ।

সকাল ১১ টা ২৯ মিনিট : লেক এলাকার কেয়াতলা লেন থেকে ফের ৩টি বোমা উদ্ধার করল পুলিশ।

সকাল ১১ টা ২০ মিনিট : সিপিএম এজেন্টকে মেরে বের করে দেওয়ার জন্য ফোনে নির্দেশ দিতে শোনা গেল সাতগাছিয়ার তৃণমূল প্রার্থী সোনালী গুহকে। সোনালি গুহর গ্রেফতারের আবেদন সিপিএম নেতা মহম্মদ সেলিমের।

সকাল ১০ টা ৪২ মিনিট : ভোট দিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী চন্দ্র বসু।

সকাল ১০ টা ৩৩ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়ল ১৯.৬৪ শতাংশ

  • দক্ষিণ ২৪ পরগনা - ২০.১০%
  • দক্ষিণ কলকাতা - ১৫.৪৬%
  • হুগলি - ২০.০৪%

সকাল ১০ টা ২৮ মিনিট : আলিপুরের ২৮ নম্বর বুথে ঢুকতে গেলে বাধা দেওয়া হয় তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফোনে নির্বাচন কমিশনের তাছে অভিযোগ জানিয়েছেন।

সকাল ১০ টা ২২ মিনিট : বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল পাণ্ডুয়ার তৃণমূল প্রার্থী রহিম নবি। কমিশনের কাছে অভিযোগ জানালেন সিপিএম প্রার্থী। ১৬০, ১৫৬, ১৫৭, ১২৩ নম্বর বুথের ঘটনা।

সকাল ১০ টা ২১ মিনিট : দক্ষিণ ২৪ পরগনার একটি বুথে লম্বা লাইন

(Live) নির্বাচন: ৩টে পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৭২.১৯%, বিক্ষিপ্ত ঘটনায় কলকাতা থেকে ধৃত ২৭

সকাল ১০ টা ২০ মিনিট : যাদবপুরে ভোট নজরদারিতে ড্রোন। পঞ্চসায়রেও ড্রোনের সাহায্যে ভোটে নজরদারি চালাচ্ছে কমিশন।

সকাল ১০ টা ১৭ মিনিট : ফের সাজুয়াতেও ৫৫ ও ৫৬ নম্বর বুথে আবারও আটকানো হল সোনালি গুহকে। আটকায় কেন্দ্রীয় বাহিনী। ফের বচসায় জড়ান সোনালি।

সকাল ১০ টা ১২ মিনিট : ভোট দিলেন সিপিএম প্রার্থী শতরূপ ঘোষ। কসবার দোলনা ডে স্কুলে ভোট দিয়ে বেরিয়ে শতরূপ বলেন, "৩০ এপ্রিল হিটলারের মৃত্যুদিন।"

সকাল ১০ টা ১ মিনিট : ভাঙড়ে কেন্দ্রীয় বাহিনীর সামনে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। মাথা ফাটল ২ জনের। অনেকেই আহত হয়েছেন।

সকাল ৯ টা ৫০ মিনিট : হুগলির চাপদানির শ্রীরামপুর বেন্টিং বাজারেও বীরভূমের গুড় বাতাসা। তৃণমূল কর্মীরা জল, গুড়, বাতাসা বিলি করছেন।

সকাল ৯ টা ৪৪ মিনিট : জোটের তাৎক্ষণিক প্রভাব হয়। তবে জ্যোতি বসুর কথায় এটা একটা ঐতিহাসিক ভুল। সুব্রত মুখোপাধ্যায়।

সকাল ৯ টা ৩১ মিনিট : ভোট দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। ভোট ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করলেন প্রদীপবাবু।

(Live)বিধানসভা নির্বাচন ২০১৬ : নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের পরিবারকে ধর্ষণের হুমকি-মারধরের অভিযোগ

সকাল ৯টা ২৮ মিনিট : সাতগাছিয়ায় নন্দভাঙা হাইস্কুলের ৩৯, ৪০, ৪১ নম্বর বুথে তৃণমূল প্রার্থী সোনালি গুহ ঢুকতে গেলে তাকে কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় হলে অভিযোগ। নিয়ম মেনে একা ঢুকতে গেলেও কেন সোনালী গুহকে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর কর্তব্যরত ওই জওয়ান তা নিয়ে প্রশ্ন তোলেন সোনালি।

সকাল ৯ টা ২৫ মিনিট : ভোট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সকাল ৯ টা ২৩ মিনিট : সকাল সকাল ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও।

(Live)বিধানসভা নির্বাচন ২০১৬ : নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের পরিবারকে ধর্ষণের হুমকি-মারধরের অভিযোগ

সকাল ৯ টা ২১ মিনিট : ভবানীপুরের ৫৬ নম্বর বুথে ভোট দিতে এসে ভোটার জানলেন তিনি মৃত। ভোটারের নাম পৃথ্বীসুন্দর দাস। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে আগেই উদ্যোগ নিয়ে ভোটার তালিকার ভুল শুধরে নেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া ও প্রচার করা হয়েছিল কমিশনের তরফে। এখন ভুল সংশোধন করা সম্ভব নয়। তবে তিনি আজ ভোট দিতে পারবেন কি পারবেন না তা নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কমিশন।

(Live)বিধানসভা নির্বাচন ২০১৬ : নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের পরিবারকে ধর্ষণের হুমকি-মারধরের অভিযোগ

সকাল ৯ টা ১৬ মিনিট : কসবা থেকে দুই দুষ্কৃতী বাপি নাইয়া ও ছবি মন্ডল-সহ ৬ জনকে থেকে আটক করল পাটুলি থানার পুলিশ। এদের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

সকাল ৯ টা ১০ মিনিট : ৮৮ নম্বর বুথে পোলিং এজেন্টদের সঙ্গে দেখা করতে যান। কেন্দ্রীয় বাহিনী আটকাতে গেলে বচসায় জড়িয়ে পরেন। এরপর নিষেধ উপেক্ষা করেই ভিতরে ঢুকে নিজের পোলিং এজেন্টের সঙ্গে কোলাকুলিও করেন রেজ্জার। কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে বলেন , "ক্যানডিডেটকো রোকনেওয়ালা কউন হ্যায়?"

সকাল ৯ টা ৭ মিনিট : টালিগঞ্জের একটি বুথের সামনে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর নেতৃত্বে বেআইনি জমায়েত। কেন্দ্রীয়বাহিনী সরাতে গেলে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর।

সকাল ৯ টা : রাসবিহারি বিধানসভা কেন্দ্রের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ২০৬ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার রিয়া সরকার। রিয়াই ভারতে প্রথম রূপান্তরিত মহিলা যিনি পোলিং বুথে নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে রয়েছেন

(Live)বিধানসভা নির্বাচন ২০১৬ : নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের পরিবারকে ধর্ষণের হুমকি-মারধরের অভিযোগ

সকাল ৮ টা ৪৮ মিনিট : আরামবাগে সিপিএম কর্মীর মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮ টা ৩০ মিনিট : ভোট দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন।

(Live)বিধানসভা নির্বাচন ২০১৬ : নির্দল প্রার্থীর পোলিং এজেন্টের পরিবারকে ধর্ষণের হুমকি-মারধরের অভিযোগ

সকাল ৮ টা ২৩ মিনিট : যাদবপুরের একটি বুথ থেকে সরানো হল বহিরাগত এক মহিলাকে।

সকাল ৮ টা ১৬ মিনিট : এটা গণতন্ত্রের উৎসব। মমতাদির জয় নিশ্চিত। এই জয় মানুষের জয়। বললেন ডেরেক ওব্রায়েন।

সকাল ৭ টা ৫২ মিনিট : ভবানীপুরের ১০৩ নম্বর পার্টে তৃণমূলের ক্যাম্পঅফিস সরাল পুলিশ। বুথ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প অফিস সরানো হয়েছে।

সকাল ৭ টা ৪৮ মিনিট : হরিপালের একটি স্কুলে ইভিএম খারাপ হওয়ায় শুরুই হল না ভোটগ্রহ

সকাল ৭ টা ৪৭ মিনিট : হরিপাল কেন্দ্রের প্রার্থী বেচারাম মান্না নিজের ভোট দিলেন। সিঙ্গুরের ১০৩ নম্বর বুথে তিনি ভোট দেন।

সকাল ৭ টা ৪০ মিনিট : ক্যানিং পশ্চিমের ৯৩ নম্বর বুথে বুথ জ্যামের বিরোধিতায় পোলিং এজেন্টদের গায়ে লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

সকাল ৭ টা ৩৬ মিনিট : যাদবপুরের ২০৮ নম্বর বুথে ইভিএম খারাপ। ভোট শুরু হওয়ার কয়েক মিনিট পর থেকেই বন্ধ ভোটগ্রহণ।

সকাল ৭ টা ৩৩ মিনিট : ভবানীপুরের ৯৭ নম্বর বুথে কংগ্রেসের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সকাল ৭ টা ৩০ মিনিট : ভাঙড়ের ১৩৭ নম্বর বুখে সিপিএম এজেন্টকে বসতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ২৫ মিনিট :

সকাল ৭ টা ২৩ মিনিট : বেহালা পূর্বের নির্দল এজেন্টের পরিবারকে হুমকি। স্ত্রী-মেয়েকে মারধর ও ধর্ষণের অভিযোগ। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সকাল ৭ টা ১৭ মিনিট :

সকাল ৭ টা ১৬ মিনিট : হরিপালের ৯০ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মার। বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ১৩ মিনিট : কলকাতা বন্দরের ২২৯ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ। তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে বাধা।

সকাল ৭ টা ১০ মিনিট : সোনারপুর দক্ষিণে সিপিএম এজেন্টকে মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৮ মিনিট : খানাকুলে সিপিএম এজেন্টকে হুমকির অভিযোগ। বের করে দেওয়া হয় সিপিএম এজেন্টকে এই অভিযোগটা উঠে এসেছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

সকাল ৭ টা ৩ মিনিট :

সকাল ৭ টা : শুরু হল ভোটগ্রহণ। রাজ্যে কড়া নজরদারি রাখা হয়েছে। পঞ্চম দফার ভোটে প্রায় ১ লক্ষ নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। মোতায়েন ৬৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রায় ২৬ হাজার রাজ্য পুলিশের কড়া নজরদারি থাকবে। ভোটের সাধারণ পর্যবেক্ষক হিসাবে থাকছেন ৩৪ জন এবং পুলিশ পর্যবেক্ষক হিসাবে থাকছেন ৬ জন।

(Live) নির্বাচন: ৩টে পর্যন্ত পর্যন্ত ভোট পড়ল ৭২.১৯%, বিক্ষিপ্ত ঘটনায় কলকাতা থেকে ধৃত ২৭

সকাল ৬ টা ৪০ মিনিট : কমিশনের তরফে যে তথ্যগুলি জানানো হয়েছে তা একনজরে

মোট ভোটারের সংখ্যা - ১ কোটি ২৩ লক্ষ ৯৯ হাজার ভোটার।

  • দঃ কলকাতা ৮ লক্ষ ৭০ হাজার
  • হুগলি ৪২ লক্ষ ৯০ হাজার
  • দঃ ২৪ পরগনা ৭২ লক্ষ ৩৮ হাজার

মোট প্রার্থী সংখ্যা - ৩৪৯
মোট বুথ কেন্দ্র - ১৪,৬৪২

  • দঃ কলকাতা স্পর্শকাতর এলাকা - ১৬০৫টি
  • হুগলি স্পর্শকাতর এলাকা - ১০০৮টি
  • দঃ ২৪ পরগনা স্পর্শকাতর এলাকা - ২৬৮৫টি

সকাল ৬ টা ৩০ মিনিট : সকাল থেকে নিরাপত্তার বজ্র আটুঁনিতে শুরু হচ্ছে নির্বাচনের প্রস্তুতি।

English summary
West Bengal Assembly Election 2016 5th Phase Live Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X