For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন ২০১৬: চতুর্থ দফায় বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়ল ৭৮.০৫ শতাংশ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : আজ রাজ্যে চতুর্থ দফার নির্বাচন। এই দফায় উত্তর ২৪ পরগনা ও হাওড়া এই দুই গুরুত্বপূর্ণ ২ জেলার ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনে এবং হাওড়ায় ১৬টি আসনে মোট ৩৪৫ জন নির্বাচন প্রার্থীর ভাগ্যগননা।

বিধানসভা নির্বাচন ২০১৬ : চতুর্থ দফার ভোটগ্রহণ কোন কোন বিধানসভা কেন্দ্রে?

চতুর্থ দফায় কোন কোন তারকা প্রার্থী লড়ছেন ভোটে, দেখে নিন একনজরে

চতুর্থ দফায় কোন হেভিওয়েটরা লড়ছেন? জেনে নিন একনজরে

চতুর্থ দফার ভোট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য একনজরে

কড়া নিরাপত্তার মধ্যেই ভোটের প্রস্তুতি নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২৫৭ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। জেলার স্পর্ষকাতর এলাকা বলে চিহ্নিত করা হয়েছে ২৩২৩টি বুথকে। মোট ভোটগ্রহণ কেন্দ্রে সংখ্যা ১২,৫০০ এবং ভোটারের সংখ্যা ১ কোটি ৮ লক্ষ।

(Live)নির্বাচন ২০১৬: সকাল ১১ টা পর্যন্ত গড় ভোটের হার ৪২.০১%, কামারহাটিতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

নির্বাচনের যাবতীয় লাইভ আপডেট পড়ুন এখানে

সন্ধ্যা ৭ টা ২০ মিনিট : চতুর্থ দফায় বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়ল ৭৮.০৫ শতাংশ। এমনটাই জানাল নির্বাচন কমিশন।

  • উত্তর ২৪ পরগনা - ৭৯.১৬%
  • হাওড়ায় ভোটের হার ৭৫.৪৬%

সন্ধ্যা ৭ টা : হাওড়ায় সিপিএম-তৃণমূল সংঘর্ষে দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট : চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হল। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে সাধুবাদ জানালেন রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত।

বিকেল ৫ টা ৪৫ মিনিট : রাজারহাট-গোপালপুরে ছাপ্পা ভোট পড়েছে, রিগিং হয়েছে। এই দাবি জানিয়ে সেখানে পুনর্নির্বাচনের দাবি জানাল বিজেপি নেতৃত্ব।

বিকেল ৪ টে ৪৩ মিনিট : উলুবেড়িয়ার উত্তর জোয়ারগুড়ি এলাকায় তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙল কেন্দ্রীয় বাহিনী।

বিকেল ৪ টে ৪২ মিনিট : বিকেল ৩টে পর্যন্ত কমিশনে অভিযোগ জমা পড়ল ২০০০-এর বেশি।

বিকেল ৪ টে ৩২ মিনিট : বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৭.২৮%

  • হাওড়া - ৬৭.৩১%
  • উত্তর ২৪ পরগনা - ৬৭.২৭%

বিকেল ৪ টে ২০ মিনিট : বাগুইআটির বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় রাজারহাট-গোপালপুরের তৃণমূল প্রার্থী পূর্ণেন্দু বসু।

বিকেল ৪টে ১৫ মিনিট : বরানগরে আক্রান্ত আরএসপি-র পোলিং এজেন্ট।

দুপুর ৩ টে ৪৫ মিনিট : উত্তর দমদমের নারায়ণপল্লিতে বহিরাগতদের হামলার অভিযোগ। একাধিক বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ।

দুপুর ২ টো ৩৭ মিনিট : আড়িয়াদহে ভোট দিতে এসে নির্দল প্রার্থীর এজেন্টের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। [অভিনেত্রী থেকে বিজেপি নেত্রী হলেই বুঝি লাল টিপ, হাল্কা শাড়ি আর কোমর বেঁধে আঙুল উঁচিয়ে 'প্রতিবাদ'?]

দুপুর ২ টো ৩৬ মিনিট : ভোট শান্তিপূর্ণ হচ্ছে। বিজেপি নেত্রী রূপা গঙ্গোাপাধ্যায়ের অভিযোগ ভিত্তিহীন। জানিয়ে দিল কমিশন।

দুপুর ২ টো ২১ মিনিট : পশ্চিম জয়গ্রামে ৩০০-রও বেশি ভোটার ঘরবন্দি। গ্রামবাসীদের বাড়ি থেকে বেরতে বাধা দেয় তৃণমূল। ভোট দিতে পারলেন না মজিদ মাস্টার।

দুপুর ২ টো ১১ মিনিট : দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৫২.২২%

  • হাওড়া ৫২.৪৩%
  • উত্তর ২৪ পরগনা ৫২.১২%

দুপুর ১ টা ৩৬ মিনিট :

দুপুর ১ টা ৩৫ মিনিট : তৃণমূলকে হঠিয়ে মানুষ জবাব দেবে। ভয় পাবেন না, তৃণমূল সন্ত্রাসকে যৌথভাবে আটকাতে হবে। আপনার ভোট আপনার সাংবিধানিক অধিকার। তা অবশ্যই প্রয়োগ করতে হবে। সাংবাদিক সম্মেলন করে বললেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরি।

দুপুর ১ টা ২৮ মিনিট : রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ফের উত্তেজনার খবর। বিজেপি কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

দুপুর ১ টা ২৩ মিনিট : মদন মিত্রকে জেতাতে বীরভূম থেকে কামারহাটি এসেছেন তৃণমূল নেতা আশিস দে। কামারহাটিতে ক্যাম্প তৈরি করে গ্লুকোজ জল বিলি করছেন এই আশিস দে। আশিসের বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ দায়ের করল সিপিএম।

দুপুর ১ টা ১৭ মিনিট : সল্টলেকে ভোট দিলেন মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল গুপ্ত।

দুপুর ১ টা ১৪ মিনিট : কামারহাটিতে বহিরাগতদের ভিড় হঠাতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। তারা বহিরাগত নয়, সবাই তৃণমূলের সমর্থক দাবি তৃণমূলের। এই ঘটনার জেরে তৃণমূলের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় বাহিনী এবং রিটার্নিং অফিসারও।

দুুপুর ১ টা ৫ মিনিট : বারাকপুরের সিপিএম প্রার্থী দেবাশিস ভৌমিককে হেনস্থার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ১ টা ১ মিনিট : এখনও পর্যন্ত কনিশনের কাছে অভিযোগ জমা পড়েছে ১২০০টিরও বেশি।

দুপুর ১২ টা ৫৮ মিনিট : বারাসতের ২৪৮ নম্বর বুথে ঢুকে পোলিং এজেন্টকে মুখে ঘুষি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই পোলিং এজেন্ট ।

দুপুর ১২ টা ৪৫ মিনিট : খড়দহের নন্দনগড়ে আক্রান্ত বৃদ্ধ। সিপিএম এজেন্টের বাবা হওয়ার অপরাধে বৃদ্ধকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

দুপুর ১২ টা ১২ মিনিট : সকাল ১১ টা পর্যন্ত গড় ভোটের হার ৪২.০১%

  • হাওড়া ৪১.২৪%
  • উত্তর ২৪ পরগনা ৪২.৩৭%

দুপুর ১২ টা ৯ মিনিট : বাবা জেলে। তাই কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের হয়ে ছেলেই কন্ট্রোলরুম সামলাচ্ছেন সকাল থেকে। [ছেলেদের বলে দাও তৈরি থাকতে, ১৯ তারিখ ওদের সঙ্গে আবির খেলব : স্ত্রীকে বললেন জেলবন্দি মদন মিত্র]

দুপুর ১২ টা ৬ মিনিট : হালিশহরে ভোট বয়কটের জন্য যে সাড়ে তিন বছরের শিশু ও তার পরিবারের উপর হামলা চালানো হয়েছিল, কমিশনের হস্তক্ষেপে সেই পরিবার ভোট দিল।

দুপুর ১২টা : উত্তর হাওড়ায় বুথ জ্যাম করে নাটক করছেন বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরা। অভিযোগ উত্তর হাওড়ার তৃণমূল প্রার্থী লক্ষ্মীরতম শুক্লর।

সকাল ১১ টা ৫৯ মিনিট : নির্বাচনের সমস্ত লাইভ আপডেট দেখুন এখানেহাড়োয়ায় বহিরাগত সন্দেহে ভোটারকে কেন্দ্রীয়বাহিনী মারধর করে বলে অভিযোগ। শরীর অসুস্থ থাকায় গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় বহিরাগত ভেবে কেন্দ্রীয় বাহিনী ওই ব্যক্তিকে মারধর করে বলে অভিযোগ।

সকাল ১১ টা ৫৮ মিনিট : মালিপাঁচঘরা থানায় রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা ভোটারকে মাধর করার অভিযোগ দায়ের।

সকাল ১১ টা ৫৬ মিনিট : বারাসতের ৩৩ নম্বর ওয়ার্ডের ১৮৩ ও ১৮৪ নম্বর বুথে বাইরে সকেট বোমা মিলল বলে অভিযোগ।

সকাল ১১ টা ৫৪ মিনিট : সল্টলেকের এএ ব্লকে ভোট দিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

(Live)নির্বাচন ২০১৬ : সকাল ১১ টা পর্যন্ত গড় ভোটের হার ৪২.০১%, আক্রান্ত তৃণমূল নেতা তন্ময় ভট্টাচার্য

সকাল ১১ টা ৪৬ মিনিট : মিনাখাঁয় অপহৃত ৩ সিপিএম এজেন্ট। কমিশনে অভিযোগ জানাল সিপিএম।

সকাল ১১ টা ৩৭ মিনিট : বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের গতিবিধি নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন।

সকাল ১১ টা ৩৬ মিনিট : কামারহাটির যতীনদাস নগরে বোমাবাজির অভিযোগ।

সকাল ১১ টা ২৯ মিনিট : উত্তর দমদমে আক্রান্ত তৃণমূল প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তাঁর গাড়িতে ঢিল ছোঁড়ার আক্রমণ। হাত কেটে গিয়েছে তন্ময়বাবুর। অভিযোগ তৃণমূলের দিকে। "অভিযোগ অবান্তর। এর জবাব দেব না"- বললেন স্থানীয় তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য।

সকাল ১০ টা ৫৯ মিনিট : পক্ষপাতিত্বের অভিযোগে মিনাখাঁ থেকে সরানো হল প্রিসাইডিং অফিসারকে।

সকাল ১০ টা ২০ মিনিট : হালিশহরে সিপিএম সমর্থকের সাড়ে ৩ বছরের শিশুকে নিগ্রহ ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন।

সকাল ১০ টা ১৬ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত গড় ভোটের হার ২১.৮৭%

  • উত্তর ২৪ পরগনা - ২২.৬৩%
  • হাওড়া - ২০.৩৪%

সকাল ৯ টা ৫৫ মিনিট : হাওড়া শ্রীকৃষ্ণ স্কুলে এসে তৃণমূল সমর্থক ও পোলিং এজেন্টদের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পরেন রূপা গঙ্গোপাধ্যায়। সেখানেও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছেন তিনি। সোমা দাস নামে এক মহিলা ভোটারকে মারধরের অভিযোগ উঠল রূপার বিরুদ্ধে।

সকাল ৯ টা ৫০ মিনিট : হালিশহরের নবনগর এলাকায় বুথের সামনে ২০০ মিটার দুরে বোমাবাজি হয় বলে অভিযোগ। এক্ষেত্রে তৃণমূলের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে।

সকাল ৯ টা ৩২ মিনিট : প্রথম ২ ঘন্টায় কমিশনের কাছে জমা পড়ল ২০০ টোর বেশি অভিযোগ। গত নির্বাচনের তুলনায় এই নির্বাচনে প্রথম দুঘন্টায় অভিযোগের সংখ্যা কম। জানাল নির্বাচন কমিশন।

সকাল ৯ টা ২২ মিনিট : হালিশহরে বৃদ্ধ দম্পত্তির উপর শক্তি প্রয়োগের অভিযোগ। ভোট দিতে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

সকাল ৯ টা ২ মিনিট : নোয়াপাড়ায় আক্রান্ত ৩ ভোটার। মেরে মুখ ফাটিয়ে দেওযাক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

(Live)নির্বাচন ২০১৬ : সকাল ৯ টা পর্যন্ত গড় ভোটের হার ২১.৮৭%, আক্রান্ত তৃণমূল নেতা তন্ময় ভট্টাচার্য

সকাল ৮ টা ৫৩ মিনিট : কামারহাটির ৩৯ নম্বর বুথের জায়গায় ৩৫ নম্বর বুথে ঢুকে পড়ায় অমিত তিওয়াড়ি নামক এক তৃণমূল এজেন্টকে গ্রেফতার করল বেলঘড়িয়া থানার পুলিশ।

সকাল ৮ টা ৪৭ মিনিট :মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরূপ পায় বলেন, পুরো অভিযোগই মিথ্যা, যারা এজেন্ট না বসতে না দেওয়ার অভিযোগ তুলছেন তারা আমায় বলতে পারতেন, যদি হাতে ওদের এজেন্ট না থাকতো আমাকে বললে আমি ধার দিতাম কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। আমার নিরাপত্তারক্ষীকেও মারধর করা হয়েছে।

সকাল ৮ টা ৩২ মিনিট : উত্তর দমদমের সিপিএম এজেন্টের বাড়িতে ভাঙচুরের অভিযোগ। তার জেরে অসুস্থ সিপিএমের ওই এজেন্ট শিবতোষ চক্রবর্তী। প্রাণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

সকাল ৮ টা ২১ মিনিট : নিউটাউনের লস্করআটি বাজারে বাইক নিয়ে বহিরাগতদের ভিড়ের অভিযোগ। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

সকাল ৮ টা ১৫ মিনিট : হাওড়া উত্তরের ৯২,৯৩,৯৪,৯৫ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে অসন্তোষ ভোটারদের মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের মারধর করেছে বলে অভিযোগ। ভোট ১৫ মিনিট বন্ধ ছিল। ছাপ্পা ভোটের অভিযোগ তৃণমূল এজেন্টের বিরুদ্ধে। তাকে সরানোর জাবি ভোটারদের। রয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকও।

সকাল ৮ টা ৯ মিনিট : হাওড়ায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রূপাকে ঘিরে বিক্ষোভ শুরু করে একদল জনতা। পাল্টা ছাপ্পা ভোট ও রিগিংয়ের অভিযোগ করেছেন রূপা।

সকাল ৮ টা ৫ মিনিট : হালিশহরে গতকাল রাত থেকেই বিরোধীদের বাড়ি বাড়ি দিয়ে হুমকি ও হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সিপিএমের এক সমর্থকের বাড়িতে সাড়ে ৩ বছরের শিশুকেও মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৫৬ মিনিট : হাওড়া মহাকালী স্কুলের ১৫৯ নম্বর বুথের ইভিএম বিকল আপাতত ভোটগ্রহণ বন্ধ।

সকাল ৭ টা ৫৩ মিনিট : সল্টলেক পয়েন্ট স্কুলের ১১৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের উপর চাপ সৃষ্টি করার অভিযোহ। কংগ্রেসের এজেন্টকেকে ঢুকতে বাধা। পরে পুলিশকে সঙ্গে নিয়ে সেক্টর অফিসারকে পোলিং এজেন্টকে বুথে বসায়।

সকাল ৭ টা ৪৮ মিনিট : হাওড়ার ৯৪, ১৭৮ ও ১৭৯ এই ৩ টি বুথ দখলের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

সকাল ৭ টা ৪৪ মিনিট : রাজারহাট নিউটাউনে উত্তেজনার ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।

সকাল ৭ টা ৩৪ মিনিট : কাঁচরাপাড়ার সারদাদেবী স্কুলে ভোটার লাইন থেকে ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে বের করে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ২৬ মিনিট : হাওড়া দক্ষিণে সিপিএম এজেন্টদের মারধর হুমকি দেওয়ার অভিযোগ তৃণমলের বিরুদ্ধে। লিচুবাগানে ১৩৫ ও ১৩৯ নম্বর বুথের ঘটনা এটি।

সকাল ৭ টা ২০ মিনিট :

সকাল ৭ টা ১৭ মিনিট :

সকাল ৭ টা ১৬ মিনিট : বারকপুরে বাম এজেন্টদেক ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ১২ মিনিট : আজ বিধাননগরেও ভোটগ্রহণ চলছে। এই বিধাননগরেই পুরভোটের সময় ভোট দিতে এসে আক্রান্ত হয়েছিলেন একাধিক স্থানীয় বাসিন্দা। আট থেকে আশি, মারধর খাওয়ার থেকে বাদ যাননি অনেকেই। [বিধাননগর পুরভোটে চূড়ান্ত গোলমালের খণ্ডচিত্র]

সকাল ৭ টা ১০ মিনিট : কামারহাটির ৩২ নম্বর ওয়ার্ডের নন্দননগরে সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৭ মিনিট : খড়দহের ২ নম্বর বুথে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৫ মিনিট : বুথের সামনে দাঁড়িয়ে তৃণমূল কাউন্সিলরকে হুমকি দিতে শোনা গেল। অনুগামীদের নির্দেশ দিলেন প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে ফেলতে হবে।

সকাল ৭ টা ৩ মিনিট : রাজারহাট নিউটাউনে উত্তেজনা। তারুলুয়ায় ভোটের আগে গণ্ডগোল। ২ সিপিএম এজেন্টকে মারধর করে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ। অভিযোগ নির্দল প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

সকাল ৭ টা : শুরু হল ভোটগ্রহণ।

সকাল ৬ টা ৪৫ মিনিট :

English summary
West Bengal Assembly Election 2016 4th Phase Live Update
Read in English: Bengal election Phase 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X