For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিধানসভা নির্বাচন: গড়ে ভোট পড়ল ৭৯.২২%, গোলমালের কথা স্বীকার নির্বাচন কমিশনের

Google Oneindia Bengali News

ডোমকলের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। পুলিশও সেটা বার বার জানিয়েছে। তা সত্ত্বেও মিথ্যা দোষারোপ করা হচ্ছে তৃণমূলকে। আমডাঙার সভায় জানালেন মমতা।

কলকাতা, ২১ এপ্রিল : আজ রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ। তৃতীয় দফায় রাজ্যের চার জেলার মোট ৬২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের ২২ টি কেন্দ্র, নদিয়ার ১৭টি কেন্দ্র, কলকাতার ৭টি কেন্দ্র এবং বর্ধমানের ১৬টি কেন্দ্র।

নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণ কোন কোন কেন্দ্রে?

তৃতীয় দফার ভোটগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য

আজকের ভোটে প্রায় ১.৩৭ লক্ষ ভোটারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে ৪১৮ জন নির্বাচন প্রার্থীর। যাদের মধ্যে ৬০ জন কোটিপতি, ৮০ জনের বিরুদ্ধে অপরাধমূলক মামলা রয়েছে। মোট ১৬,৪৬১টি বুথে ভোটগ্রহণ হবে। নজরে যে প্রার্থীরা রয়েছেন - তৃণমূলের শশী পাঁজা, সাধন পাণ্ডে, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল। বাম নেতাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান, দেবেশ দাস। রয়েছেন কংগ্রেস নেতা সোমেন মিত্র এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাও।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

তৃতীয় দফা নির্বাচনের লাইভ আপডেট দেখুন এখানে

রাত ৮ টা ১০ মিনিট : প্রাক্তন সাংসদ মান্নান হোসেনের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন।

রাত ৭ টা ৩০ মিনিট : তৃতীয় দফায় গড়ে ভোট পড়ল ৭৯.২২%। নানা জায়গায় বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন।

কলকাতায় ৫৭.০৫ শতাংশ ভোট পড়েছে

নদিয়ায় ৮১.৬২ শতাংশ ভোট পড়েছে

মুর্শিদাবাদে ৭৯.২৯ শতাংশ ভোট পড়েছে

বর্ধমানে ৭৮.২৬ শতাংশ ভোট পড়েছে

বিকেল ৭টা ১৬ মিনিট : মুর্শিদাবাদের ভগীরথপুরে ভোট দিয়ে ফেরার পথে শেখ আনারুল নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে জানা গিয়েছে।

বিকেল ৫ টা ৫৮ মিনিট : কে দেবে দিদিমার ভোট, ডোমকলের বুথে চরম বচসা দুই 'সিপিএম-তৃণমূল' নাতির।

বিকেল ৪ টা ৫১ মিনিট : জোড়াসাঁকোয় আর্যকন্যা বিদ্যালয়ের ১৩৩ নম্বর বুথে ভোট দিতে গিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়। বিক্ষোভকারীরা তৃণমূলের অভিযোগ।

(Live) বিধানসভা নির্বাচন: ৩টে পর্যন্ত ভোট পড়ল ৬৭.৫৫%, অবশেষে ধৃত 'ফেরার' তৃণমূল নেতা আনোয়ার খান

বিকেল ৪ টে ৩২ মিনিট : বিকেল ৩ টে পর্যন্ত ভোটের হার ৬৭.৫৫%

  • কলকাতা - ৪৯.৪৩%
  • নদিয়া - ৬৮.৬২%
  • বর্ধমান -৭০.৫৫%
  • মুর্শিদাবাদ - ৭০.৩২%

বিকেল ৪ তে ১৩ মিনিট : ডোমকলের ১৫ টি বুথে পুনর্নির্বাচনের দাবি নিয়ে কমিশনের কাছে যাবে বামেরা। জানালেন সিপিএম নেতা সূর্য়কান্ত মিশ্র।

বিকেল ৪ টে ১২ মিনিট : ডোমকলের ঘটনায় তৃণমূলের কোনও হাত নেই। পুলিশও সেটা বার বার জানিয়েছে। তা সত্ত্বেও মিথ্যা দোষারোপ করা হচ্ছে তৃণমূলকে। আমডাঙার সভায় জানালেন মমতা।

বিকেল ৪ টে ৫ মিনিট : খণ্ডঘোষের ২৩৬ নং বুথে প্রিসাইসিং অফিসারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ও সিপিএমের। অভিযোগের ভিত্তিতে সরানো হল ওই প্রিসাইডিং অফিসারকে।

দুপুর ৩ টে ৫৯ মিনিট : ডোমকলের সিপিএম কর্মী খুনের ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ। এদের সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুপুর ৩ টে ৫৭ মিনিট : মানিকতলার সুভাষপল্লিতে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। আহত বেশ কয়েকজন মহিলাও। এই ঘটনা নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রার্থী সাধন পাণ্ডে। সাধনবাবুর দাবি, সকাল থেকে এলাকায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে। স্বতঃস্ফূর্ত ভোট পড়ছে তা সহ্য করতে না পেরেই এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে।

দুপুর ৩ টে ৪০ মিনিট : সেভেন ট্যাঙ্কস এলাকা থেকে অবশেষে ধৃত 'ফেরার' তৃণমূল নেতা আনোয়ার খান।

দুপুর ৩ টে ৭ মিনিট : কেন্দ্রীয় বাহিনী ও তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। গতকাল রাত পর্যন্ত যে কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে ছিল, গতকাল রাতে তা আচমকা বদলে নতুন বিএসএফ ও সিআরপিএফ জওয়ানদের দল মোতায়েন করা হয় এলাকায়। নতুন দল এলাকা ভাল মতো চেনে না। সেই কারণেই ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী। বললেন অধীর চৌধুরি।

দুপুর ৩ টে ৫ মিনিট : খণ্ডকোষে সিপিএম প্রার্থীর শ্লীলতাহানি। বাদুলিয়া গ্রামের ২২৮ নম্বর বুথের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেম প্রার্থী।

দুপুর ২ টৌ ৫০ মিনিট :

দুপুর ২ টো ৪৮ মিনিট : করিমপুরে সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষে। সংঘর্ষের জেরে ৮০ বছরের বৃদ্ধার মাথা ফাটল।

দুপুর ২ টো ৪৩ মিনিট : নদিয়ায় কল্যাণীরক ১৭৫ নম্বর বুথে সপরিবারে আক্রান্ত আরও এক শিক্ষক। ভোট দিতে যাওয়ার পথে হামলা চালায় দুষ্কৃতীরা। মেরে শিক্ষকের দুই হাতই ভেঙে দেওয়া হয়েছে।

দুপুর ২টো ৩৪ মিনিট : দুপুর ১ টা পর্যন্ত ভোট পড়ল ৫৭.২১ শতাংশ।

  • কলকাতা - ৪৪.১৪%
  • নদিয়া - ৬০.০৭%
  • বর্ধমান -৫৮.৭৪%
  • মুর্শিদাবাদ - ৫৮.০৬%

দুপুর ২ টো ৩২ মিনিট : সংঘর্ষে উত্তপ্ত মঙ্গলকোট। সিনুটে জখন ৪ তৃণমূল কর্মী কাটোয়া হাসপাতালে ভর্তি। পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে সিপিএম, দাবি তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরি। দোষীদের গ্রেফতার না করা হলে বুথের সামেন অবরোধ হবে বলে হুঁশিয়ারি তৃণমূল নেতার।

দুপুর ২ টো ৮ মিনিট : সুতির চন্দ্রপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ১৪২ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস চক্রান্ত করে ফাসাতে চাইছে বলে দাবি তৃণমূলের।

দুপুর ২ টো ১ মিনিট : কাটোয়ার ২৫৮ নম্বর বুথে তৃণমূলের ৩ এজেন্টকে মারধরের অভিযোগ। বুথ জ্যাম করার প্রতিবাদ করায় তৃণমূলের পোলিং এজেন্টদের মারধর করার অভিযোগ। অভিযুক্ত সিপিএম। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

দুপুর ২ টো : এখনও কলকাতা থেকে মোট গ্রেফতারের সংখ্যা ৪৭। কলকাতা পুলিশ সূত্রের খবর।

দুপুর ১ টা ৪৫ মিনিট : ডোমকলের জিতপুরে বন্দুক বোমা নিয়ে প্রকাশ্যে দুষ্কৃতীদের দাপাদাপি।

দুপুর ১ টা ৩৯ মিনিট : রঘুনাথগঞ্জের মির্জাপুর হাইস্কুলে বৃদ্ধাকে সঙ্গে নিয়ে গিয়ে ভোট দিয়ে দেন এক কংগ্রেস কর্মী। এই ঘটনার জেরে প্রিসাইডিং অফিসারকে বদলি করল কমিশন।

দুপুর ১ টা ৩৬ মিনিট : বর্ধমান দক্ষিণে তাপস দাস নামে এক তৃণমূল এজেন্টকে মেরে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযোগ সিপিএমের বিরুদ্ধে।

দুপুর ১ টা ৩০ মিনিট : মানিকতলায় বেঙ্গল কেমিক্যালের সামনে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দিস কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের তরফে দাবি, প্রতিবারের মতো এবারেও ক্যাম্প অফিস করা হয়েছিল। সকাল থেকে কিছু বলা হয়নি, আচমকা দুপুরে এসে ক্যাম্প অফিস ভেঙে দেয় কেন্দ্রীয় বাহিনী।

দুপুর ১ টা ১১ মিনিট : আনোয়ার খানকে ফেরার ঘোষণা করল পুলিশ। ফেরার আনোয়ার খানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

দুপুর ১ টা ৮ মিনিট : রাজাবাজারের ভিক্টোরিয়া বুথে বসতে বাধা বিজেপি ও আরজেডি এজেন্টদের।

দুপুর ১ টা ৬ মিনিট : পুরাতন মালদহে মহিষবাথানিতে তৃণমূল কর্মী দারুণ আলমকে কুপিয়ে খুনের চেষ্টা। একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই তৃণমূল কর্মীকে কোপায়। গুরুতর অবস্থায় মালদহের মেডিক্যাল হাসপাতালে ভর্তি তিনি।

দুপুর ১ টা ৩ মিনিট : নদিয়ার চাকদহে তৃণমূলের যুবনেতা সুব্রত তরফদারকে মারধরের অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হল। অভিযোগ কংগ্রেস-সিপিএম জোট সমর্থকদের বিরুদ্ধে।

দুপুর ১২ টা ৪৬ মিনিট : সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ৩৯.৭৬%।

  • কলকাতা - ৩৩%
  • নদিয়া - ৪১%
  • বর্ধমান -৩৭%
  • মুর্শিদাবাদ - ৪৩%

দুপুর ১২ টা ৪০ মিনিট : নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা আনোয়ার খানের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ কমিশনের। যদিও এর পর থেকেই নিখোঁজ আনোয়ার খান। পুলিশ আনোয়ার খানের হয়ে তল্লাশি শুরু করেছে।

সকাল ১১ টা ৫৪ মিনিট : ভোট দিয়ে গিয়ে গরমের দাপটে লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল ২ জনের। মঙ্গলকোটের সুদর্শন চট্টোপাধ্যায় (৭০), বৈচি অনিল দাস (৪৫)

সকাল ১১ টা ৩৯ মিনিট : ডোমকলের নতুন পাড়ায় গুলিবিদ্ধ দুই ভোটার, বোমার আঘাতে আহত ২।

সকাল ১১ টা ৩০ মিনিচ : ডোমকলে সিপিএম কর্মী খুনের ঘটনায় কমিশনকে রিপোর্ট পাঠালেন পুলিশ সুপার। রিপোর্টে বলা হয়েছে, "মৃতের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। বুথ থেকে ৫০০ মিটার দূরে খুন। "

সকাল ১১ টা ৪ মিনিট : কাশীপুর-বেলগাছিয়ার ৪ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথের সিপিএম এজেন্ট নিখোঁজ। ভয় দেখিয়ে বুথ থেকে তাকে বের করে দেওয়ার অভিযোগ।

সকাল ১০ টা ৫৫ মিনিট : ডোমকলের সিপিএণ কর্মীর খুনের ঘটনায় টুইটারে প্রতিক্রিয়া জানালেন সূর্যকান্ত মিশ্র।

সকাল ১০ টা ৪৫ মিনিট : নদিয়ার করিমপুরের ঢোড়াদা গ্রামের বুথের সামনে বোমাবাজি।

সকাল ১০ টা ৪৩ মিনিট : সকাল ৯ টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.২৯ শতাংশ।

  • কলকাতা - ১৪.৭৯%
  • নদিয়া - ১৮.০৯ %
  • বর্ধমান - ১৭.০১%
  • মুর্শিদাবাদ - ২০.৫৩%

সকাল ১০ টা ২৩ মিনিট : সাড়ে ৩ ঘন্টায় কমিশনে জমা পড়ল ৯৭০টি অভিযোগ। সবচেয়ে বেশি অভিযোগ কাশীপুর-বেলগাছিয়া থেকে।

সকাল ১০ টা ২১ মিনিট : কেতুগ্রামে সন্ত্রাস চালানোর অভিযোগে গ্রেফতার ৫। ভোটারের কান কেটে নেওয়া হল। কান কাটার পর ভাঙা হল ভোটারের পা।

সকাল ১০ টা ১৯ মিনিট : রায়নায় পশ্চিমপাড়া গ্রামে ব্যাপক বোমাবাজির অভিযোগ।

সকাল ১০ টা ১৬ মিনিট : মেমারিতে তেলসরার ১১৮ নম্বর বুথে মারধরের অভিযোগ সিপিএমের জোনাল কমিটির সম্পাদক অভিজিৎ কোঙারকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ১০ টা ১৫ মিনিট : ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বেলেঘাটা থেকে গ্রেফতার ১১

সকাল ১০ টা ৮ মিনিট : বেলগাছিয়ায় কমিশনের নির্দেশে নজরবন্দী আনোয়ার খান। কমিশনের নির্দেশের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। কমিশনের নির্দেশকে তোয়াক্কা না করে ভোটের কাজে ব্যস্ত তিনি। ফোনে নির্দেশ দিলেন, কমিশনের মুখে জুতো মারো, চুন কালি দিতে হবে, তাই কাশীপুরে বেশি ভোট হওয়াতে হবে। নিশ্চিত করতে হবে সবাই যাতে ভোট দেয়।

সকাল ১০ টা ৫ মিনিট : সকালের একটি ঘটনা বাদে এন্টালিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণই হচ্ছে।

সকাল ৯ টা ৫৯ মিনিট : নদিয়ার চাকদহে আক্রান্ত শিক্ষক ও তার পরিবার। ভোট দিতে যাওয়ার পথে হামলার অভিযোগ। মারের চোটে হাতের আঙুলে চোট।

সকাল ৯ টা ৪৭ মিনিট : গত ২ ঘন্টায় কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে ২০০ টি।

সকাল ৯ টা ৪৫মিনিট : কলকাতার জোড়াসাঁকোয় বুথের সামনে বহিরাগতদের ভিড়। ভিড় হঠাতে লাঠিচার্জ পুলিশের।

সকাল ৯ টা ৪৪ মিনিট : খণ্ডকোষের ২০৯ নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯ টা ৪৩ মিনিট : মেমারিতে তেলসরার ১১৮ নম্বর বুথে মারধরের অভিযোগ সিপিএমের জোনাল কমিটির সম্পাদক অভিজিৎ কোঙারকে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৯ টা ৩৯ মিনিট : ভরপুরে শৌচাগারে বানানো হয়ছে বুথ। প্রিসাইডিং অফিসার বুথের বাইরে বলে অভিযোগ।

সকাল ৯ টা ৩৭ মিনিট : বেলেঘাটার চালপট্টিতে ধৃত ১ তৃণমূল কর্মী। স্থানীয় একটি ক্লাবে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ বেআইনি জমায়েত করে। সেখানে পুলিশ গেলে বাকিরা পালিয়ে যায়, তবে ১ জন পুলিশের জালে ধরা পড়েছে।

সকাল ৮ টা ৪৭ মিনিট : ডোমকলে সিপিএম কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।

সকাল ৮ টা ৩২ মিনিট : ডোমকলের শিরোপাড়ায় ব্যাপক গুলি-বোমা। সিপিএমের এক কর্মীকে লক্ষ্য করে বোমা মেরে খুন করল দুষ্কৃতীরা। মৃতের নাম তহিদুর ইসলাম।

ডোমকলের শিরোপাড়ায় ব্যাপক গুলি-বোমা। সিপিএমের এক কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা।

সকাল ৮ টা ৩০ মিনিট : কলকাতায় বুথগুলি ছাড়াও শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

সকাল ৮ টা ২৩ মিনিট : আউশগ্রামের ২ টি বুথে এবং সরগ্রামের ৪টি বুথ জ্যামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের।

সকাল ৮ টা ১৯ মিনিট : বেলেঘাটায় ১৫৮ নম্বর বুথে ধৃত ২ ভুয়া ভোটার।

সকাল ৮ টা ১৭ মিনিট : মানিকতলার দুটি বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৮ টা ১৫ মিনিট : নজরবন্দী কাশীপুরের নেতা স্বপন চক্রবর্তী এবং আনোয়ার খান। তাঁর বাড়ির সামনে বসল পুলিশ পিকেট। কেন্দ্রীয় বাহিনীর পোশাকে বসল হোমগার্ড।

সকাল ৭ টা ৫৬ মিনিট : বেলগাছিয়া-কাশীপুর জোটপ্রার্থী কণীনিকা ঘোষের অভিযোগ বাম এজেন্টদের বের করে দেওয়া হয়। দমদমে বুথের বাইরে বাম সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। নিজে এলাকায় পৌঁছেছেন কণীনিকা ঘোষ।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

সকাল ৭ টা ৫৪ মিনিট : বোলেঘাটার ২৬১ নম্বর বুথে অসুস্থ প্রিসাইডিং অফিসার। তাকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জায়গায় এসেছেন নতুন প্রিসাইডিং অফিসার।

সকাল ৭ টা ৫৩ মিনিট : ডোমকলের ১৭৭ নম্বর ও ১৭৮ নম্বর বুথের সামনে বোমাবাজির অভিযোগ।

সকাল ৭ টা ৫১ মিনিট : শ্যামপুকুরে সিপিএম এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ ফরোয়ার্ড ব্লক প্রার্থী মিতালি পালের। সারদাচরণ এরিয়ান স্কুলের ঘটনা।

সকাল ৭ টা ৪৭ মিনিট : ভোট দিলেন কংগ্রেস প্রার্থী সোমেন মিত্র।

সকাল ৭ টা ৪৬ মিনিট :

সকাল ৭ টা ৪৪ মিনিট : কাশীপুরে বুথের বাইরে বহিরাগতদের ভিড় বলে অভিযোগ জানানো হয়। পুলিশ কর্মীরা ওই বহিরাগতদের সরিয়ে এলাকা খালি করে দিয়েছে। এক বহিরাগত নির্দল প্রার্থীর এজেন্ট পরিচয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলে তাকে বের করে দেয় পুলিশ।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

সকাল ৭ টা ৪৩ মিনিট : কেতুগ্রামের ৩ টি বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

সকাল ৭ টা ৪১ মিনিট : এন্টালির ১২৩, ১২৬ নম্বর বুথে বসতে দেওয়া হয়নি জোট প্রার্থীর এজেন্টদের। ১২৭ নম্বর বুথে জোট প্রার্থীর এজেন্টদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই ঘটে এই ঘটনা। এলাকায় পৌছন স্থানীয় বাম প্রার্থী দেবেশ দাস। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা রয়েছে।

সকাল ৭ টা ৩৬ মিনিট : জঙ্গিপুরের বিজয়গড়ে কংগ্রেস প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার ঘটনা এমনরি বাড়ি ভাঙচুরের অভিযোগও উঠেছে।

সকাল ৭ টা ৩২ মিনিট : জোড়াসাঁকোর ৮ নম্বর বুথের ইভিএম বিকল, ভোটগ্রহণ শুরু হতে দেরি। পাশাপাশি ভাতারের ৪২ নম্বর বুথে বিকল ইভিএম। শুরু হয়নি ভোটগ্রহণ।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

সকাল ৭ টা ২৪ মিনিট : কেতুগ্রামে ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সিমিএম এজেন্টদের। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ২১ মিনিট : হড়িহরপাড়ায় কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ১০ মিনিট : গয়েশপুরের ২২৪ ও ২২৫ নম্বর বুথে সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৫ মিনিট : আজকের নির্বাচনের বুথগুলির মধ্যে ৩৪০১টি বুথ স্পর্শকাতর রয়েছে।

সকাল ৭ টা ১ মিনিট : শুরু হল তৃতীয় দফার ভোটগ্রহণ।

(Live) বিধানসভা নির্বাচন ২০১৬ : তৃতীয় দফার ভোটগ্রহণে নজর কলকাতা-সহ চার রাজ্যে

সকাল ৬ টা ৫৪ মিনিট : বেলেঘাটায় ৪ সিপিএম এজেন্টকে বুথে ঢুকতে বাধা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বেলগাছিয়াতেও ২ জন সিপিএম এজেন্টকে ঢুকতে বাধা। অভিযোগ শাসক দলের বিরুদ্ধেই।

সকাল ৬ টা ৫৩ মিনিট : ভোটশান্তিপূর্ণ করতে ৭৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়ে রাজ্যে। থাকছে ২৫ হাজার রাজ্য পুলিশও।

সকাল ৬ টা ৫০ মিনিট : কেতুগ্রামে ১৩৩ ও ১৩৪ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে সিমিএম এজেন্টদের। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৬ টা ৩০ মিনিট :

English summary
West Bengal Assembly Election 2016 3rd Phase Live Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X