For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি জমানায় 'ড্রাই ডে' ভ্যানিশ, মদ মিলবে ৩৬৫ দিনই

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ আগস্ট : আর চিন্তা নেই, মহাত্মা গান্ধীর জন্মদিন হোক বা স্বাধীনতা দিবসের ছুটি, এবার হাত বিয়ার, স্কচ, রাম, হুইস্কি নিয়ে দিব্যি বন্ধুবান্ধবের সঙ্গে মজা করতে পারবেন। রাজ্যে যে আর ড্রাই ডে-তেও মিলবে মদ। তিন তারা হোটেলের বারগুলোকে ৩৬৫দিনই মদ পরিবেশনের অনুমতি দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। [একটি ঘাসে দু'টি ফুল, দুমুখো তৃণমূল!]

শুধু তাই নয়, রাজ্যের ড্রাই ডে-র সংখ্যা ১২ থেকে কেটে একেবারে সাড়ে চারে এনে দিয়েছে রাজ্য সরকার।

দিদি জমানায় 'ড্রাই ডে' ভ্যানিশ, মদ মিলবে ৩৬৫ দিনই

ড্রাই ডে-তে এতদিন মদ বিক্রি নিষিদ্ধ ছিল। কিন্তু এখন থেকে স্বাধীনতা দিবস,গান্ধী জয়ন্তী, প্রজাতন্ত্র দিবস, মহরমের দশম দিন এবং দোলযাত্রায় দুপুর ২টো পর্যন্ত ড্রাই ডে থাকবে। ২টোর পর থেকে কেনা যাবে মদ।[(ছবি) জেনে নিন দেশে কবে কবে পালিত হয় 'ড্রাই ডে']

অ্যালকোহল সংক্রান্ত নৈতিকতার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে কালী পুজো, ঈদ-উল-ফিতার, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, ঈদ-উল-জোহা, মহরমের নবম দিন এবং মহাবীর জয়ন্তীর উপর থেকেও। [শেক্সপিয়ার-রবি ঠাকুরে একটু নয় গুলিয়ে গেল, ক্ষতি কী? উনি তো মুখ্যমন্ত্রী!]

বিহারে সংযুক্ত জনতা দল ও রাষ্ট্রীয় জনতা দলের সরকার রাজ্যে মদ নিষিদ্ধ করা নিয়ে বেশ রাজনৈতিক শোরগোল শুরু হয়েছিল বাংলায়। রাজ্যের কিছু গোষ্ঠী এরাজ্যেও মদ নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। তবে তাতে কান না দিয়ে উল্টো পথেই হাঁটলেন মমতা। [(ছবি) বিয়ার নিয়ে মজাদার তথ্যগুলি আপনার জানা আছে কি?]

তবে ব্যবসায়ীদের একাংশের মতে, সবাই জানে যদি কেউ একটি বেশি দাম দিতে রাজি থাকে তাহলে ড্রাই ডে তেও মদ খুব সহজেই পাওয়া যায়। লোকে তো ড্রাই ডে-র জন্য আগে থেকেই কিনে বাড়িতে রেখে দেয়। ড্রাই ডে রাখার তো কোনও মানেই হয় না। [নিয়ন্ত্রিত মদ্যপানের কী কী উপকারিতা আপনি কি জানেন?]

তবে অর্থনীতিবিদদের একাংশের ধারণা, ড্রাই ডে কমিয়ে দেওয়াতে রেভেনিউতে খুব একটা প্রভাব পড়বে না। সরকারের আয় ১০০ কোটির কাছাকাছি বাড়াতে পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাজ্য সরকারের এই ঘোষণায় সরকারের মনোভাবের পরিবর্তন দেখা যাচ্ছে। বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। যা অত্যন্ত ইতিবাচক। [(ছবি) মদ্যপানে আসক্তি? মদ ছাড়তে সাহায্য করবে এই ৬টি ঘরোয়া টোটকা!]

English summary
No dry days in Didi's land: West Bengal allows bars to serve alcohol 365 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X