For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নদিয়ায় গৃহবধূ খুনে তৃণমূল নেতা সহ ১১ জনের মৃত্যুদণ্ডের সাজা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ ফেব্রুয়ারি : জমি দখলকে কেন্দ্র করে নদিয়ার কৃষ্ণগঞ্জে গৃহবধূ খুনের মামলায় অভিযুক্ত ১১ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কৃষ্ণনগর জেলা আদালত।

এদিন দুপুরে নদিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক পার্থসারথী মুখোপাধ্যায় এই রায় দিয়েছেন।

নদিয়ায় গৃহবধূ খুনে তৃণমূল নেতা সহ ১১ জনের মৃত্যুদণ্ডের সাজা

কৃষ্ণগঞ্জের ঘুঘরোগাছি গ্রামে প্রায় ২২ বিঘা বিতর্কিত জমির দখল ঘিরে ঘটনাটি ঘটে। এই জমি স্থানীয় প্রায় ৫৪ জন কৃষক মিলে চাষ করতেন।

২০১৪ সালের ২৩ নভেম্বর ওই বিতর্কিত জমির ফসল নষ্টের চেষ্টা করছিল লঙ্কেশ্বর ঘোষের নেতৃত্বে এক বাহিনী। নিরীহ কৃষকেরা বাধা দিলে লঙ্কেশ্বরের নেতৃত্বে ব্যাপক বোমাবাজি করা হয়। কৃষকদের লক্ষ্য করে গুলিও চালানো হয়।

গুলির আঘাতে চাষের জমিতেই ঘটনাস্থলে মৃত্যু হয় অপর্ণা বাগ নামে কৃষক পরিবারের এক মহিলার। ঘটনায় জখম হন আরও দুই মহিলা ও এক ছাত্র।

এরপরই তৃণমূল নেতা লঙ্কেশ্বর ঘোষ সহ ১ জনের নামে অভিযোগ দায়ের হয়। ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তাদেরই এদিন মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। অন্যদিকে, মানবেশ্বর বিশ্বাস নামে এক অভিযুক্ত প্রথম থেকেই পলাতক রয়েছে।

গত মঙ্গলবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি লঙ্কেশ্বর ঘোষ সহ ১১ জনকে দলবদ্ধ ভাবে খুন ও খুনের চেষ্টা ছাড়াও অস্ত্র ও বিস্ফোরক আইনে দোষী সাব্যস্ত করে কৃষ্ণনগর আদালত। এরপরে এদিন দোষীদের শাস্তি ঘোষণা করা হল। একসঙ্গে মোট ১১ জনকে ফাঁসির সাজা দেওয়ার মতো ঘটনা সারা ভারতবর্ষের আইনি প্রেক্ষাপটেই এক বিরল ঘটনা বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

English summary
11 given death sentence for killing woman to grab land in Nadia, West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X