For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগুনে অশান্তি অব্যাহত পাহাড়ে, মোর্চা সমর্থকদের তাণ্ডবে ছারখার হয়ে যাচ্ছে দার্জিলিং

সরকারি সম্পত্তি থেকে শুরু করে ঐতিহ্যের স্মারক— সবই জ্বলে-পুড়ে শেষ। এখন আবার মোর্চার আগুনে পুড়ছে তৃণমূলের পার্টি অফিসও। জ্বলছে কাউন্সিলরের বাড়ির বেড়াও।

Google Oneindia Bengali News

আগুন জ্বলছে পাহাড়ে। অশান্তি অব্যাহত। প্রতিদিনই নতুন নতুন এলাকা আগুনে ছারখার হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি থেকে শুরু করে ঐতিহ্যের স্মারক- সবই জ্বলে-পুড়ে শেষ। এখন আবার মোর্চার আগুনে পুড়ছে তৃণমূলের পার্টি অফিসও। জ্বলছে কাউন্সিলরের বাড়ির বেড়াও। পাহাড়ে উত্তাপ কমার কোনও লক্ষণই নেই।

তবে এরই মধ্যে মদন তামাং হত্যার চার্জ গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ১৭ আগস্টের মধ্যে চার্জশিট পেশ করলে বিমল গুরুংরা বিপাকে পড়তে পারেন। সেক্ষেত্রে ধাক্কা খাবে পাহাড়ের আন্দোলন। দেড়মাস ধরে পাহাড় যখন জ্বলছে, তখন হাইকোর্টের এই নির্দেশ পাহাড়ে শান্তি ফেরানোর পথ প্রশস্ত করতে পারে। রাজ্য প্রশাসনও এই আশায় দিন গুণছে।

আগুনে অশান্তি অব্যাহত পাহাড়ে, মোর্চা সমর্থকদের তাণ্ডবে ছারখার হয়ে যাচ্ছে দার্জিলিং

বুধবার দুপুরে নতুন করে হিংসা ছড়ায় দার্জিলিংয়ের জজবাজারে। তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় পার্টি অফিস। শুধু তৃণমূল পার্টি অফিসেই নয়, পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিন দার্জিলিংয়ের জজবাজারে মহিলা মোর্চার মিছিল ছিল। সেই মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়। তারপরই মুখোশ পরা কিছু দুষ্কৃতী আগুন লাগায় পুলিশের গাড়ি ও তৃণমূল পার্টি অফিসে।

মঙ্গলবার রাতে কার্শিয়াংয়ের রাজ রাজেশ্বরী কমিউনিটি হলে আগুন লাগানো হয়। মোর্চা সমর্থকরা কেরোসিন ছিটিয়ে আগুন লাগায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে প্রশাসন। শতবর্ষ প্রাচীন এই হল আগুনে পুড়ে শেষ হয়ে গেল এদিন। মঙ্গলবার মিরিক পুরসভাতেও অগ্নিসংযোগ করা হয়। মিরিকের বিডিও অফিসেও আগুন লাগানো হয়। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ মোর্চার বিরুদ্ধে।

মিরিক পুরসভা তৃণমূলের দখলে থাকায় বেশ কয়েকদিন ধরেই হুমকি চলছিল। মোর্চা এবার হামলার রাস্তায় ফিরল। মিরিক পুরসভায় আগুন লাগানোর পর এদিন কাউন্সিলরের বাড়ির বেড়াতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিদিনই একটা না একটা জায়গায় আগুন লাগিয়ে তাণ্ডব চালানো হচ্ছে। মোর্চার এই আগুনে রাজনীতিতে পাহাড়ের তাপ কমার কোনও লক্ষণ নেই। রাজ্য বা কেন্দ্রের তরফেও বিশেষ কোনও উদ্যোগ নেওয়া হয়নি এখনও পর্যন্ত। হাইকোর্টের নির্দেশই এখন ভরসা।

English summary
GJM supporters set fire at TMC Party Office and various building of Darjeeling. Violence of Morcha supporters are continued.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X