For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের চিঠি, অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা

অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। ২০১৯-এর ৩১ মার্চের মধ্যে সেই সমস্ত প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণ ব্যবস্থা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে

  • |
Google Oneindia Bengali News

অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা। এব্যাপারে কড়া অবস্থান নিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। ২০ অগাস্টের মধ্যে রাজ্যে কত জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণহীন, তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে ২০১৯-এর ৩১ মার্চের মধ্যে সেই সমস্ত প্রশিক্ষণহীনদের প্রশিক্ষণ ব্যবস্থা সম্পূর্ণ করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশিক্ষণ না থাকলে ২০১৯-এর ১ এপ্রিল থেকে সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকার চাকরি থাকবে না।

কেন্দ্রের চিঠি, অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা

রাজ্যকে পাঠানো কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের চিঠিতে আরও জানানো হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে প্রশিক্ষণ নিতে হলে, প্রশিক্ষণহীনদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংকে (এনআইওএস) জানাতে হবে। সেই তথ্য পাওয়ার পর আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ডিএলইএডের সিলেবাস রাজ্যকে পাঠিয়ে দেবে এনআইওএস। কেন্দ্রের চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কর্মরত প্রশিক্ষণহীনরা প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। ২ অক্টোবর এনআইওএস, কেন্দ্রীয় সরকারের 'স্বয়ম' পোর্টালে প্রশিক্ষণের মেটিরিয়াল আপলোড করবে। ৩ অক্টোবর থেকে শুরু হবে কোর্স।

কেন্দ্রের চিঠি, অনিশ্চয়তার মুখে রাজ্যের প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা

প্রাথমিকের যেসব শিক্ষক-শিক্ষিকা উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ না পায়েও ডিএলইএড-এ ভর্তি হয়েছেন, তাঁদেরও ওপেন স্কুলিং-এর মাধ্যমে ফের উচ্চমাধ্য়মিক পরীক্ষা দিতে হবে এবং পেতে হবে আবশ্যিক ৫০ শতাংশ নম্বর।

English summary
Uncertainty over untrained primary teachers in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X