For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেম কাহিনির পূর্ণতা দিতে সন্ত্রাস ছেড়ে মূলস্রোতে! আত্মসমর্পণ দুই মাওবাদীর

পুরুলিয়া মাওবাদী স্কোয়াডের দুই সদস্য পুলিশ লাইনে অস্ত্র ত্যাগ করলেন। তাঁদের হাতের অস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার জয় বিশ্বাসের হাতে।

Google Oneindia Bengali News

সমাজের মূল স্রোতে ফিরতে অস্ত্র সংবরণ করলেন দুই মাওবাদী। দুই মাওবাদীর প্রেমই সন্ত্রাসের পথ ছেড়ে তাঁদের ফিরিয়ে আনল শান্তির পথে। পুলিশের হাতে অস্ত্র তুলে দিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় দুই মাওবাদী সদস্য জানান, ঘর বাঁধার স্বপ্ন দেখেই তাঁরা সমাজের মূল পথে ফিরলেন।

মঙ্গলবার পুরুলিয়া মাওবাদী স্কোয়াডের দুই সদস্য পুলিশ লাইনে অস্ত্র ত্যাগ করলেন। তাঁদের হাতের অস্ত্র তুলে দেন জেলা পুলিশ সুপার জয় বিশ্বাসের হাতে। পুলিশ সুপার জানিয়েছেন আত্মসমর্পণকারী দুই মাওবাদী সদস্যের নাম হাজারি হেমব্রম ও রানি মুন্ডা।

পুরুলিয়ার বলরামপুরের মাহালিহাটার হাজারি ও ঝাড়খণ্ডের গুড়াবাঁধার রানিকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা জেলা পুলিশের একটা বড় সাফল্য হিসেবেই ধরা হচ্ছে। এদিন পুরুলিয়ার বেলগুমা পুলিশ লাইনে এসে অস্ত্র পরিত্যাগ করেন।

সন্ত্রাস ছেড়ে থেকে মূলস্রোতে, অস্ত্র সংবরণ দুই মাওবাদীর

পুলিশ সুপার জানান, হাজারি ওরফে বিজয় ঝাড়খণ্ড ও বিহারে ১৫টি মাওবাদী হামলার সঙ্গে যুক্ত ছিলেন। পূজাও তিনটি বড় মাও অপারেশন চালিয়েছেন নিজে হাতে। দু'জনকেই এদিন পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়। দুই মাওবাদীর আত্মসমর্পণের পর তাঁদের জেরা করে তদন্তে অগ্রগতি ঘটাতে চাইছে জেলা পুলিশ।

English summary
Two maoist have surrendered to Purulia district police. They return to main stream of society from terrorism because they loved.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X